Categories: সারাদেশ

ক্লাসে পড়া না পারায় শিক্ষার্থীদের দিয়ে জুতা পরিষ্কার করালেন প্রধান শিক্ষক

সাতক্ষীরায় ক্লাসে পড়া না পারায় শিক্ষার্থীদের দিয়ে জুতা পরিষ্কার করানোর অ’ভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বি’রুদ্ধে। সোমবার (১১ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদর উপজে’লার বারপোতা স’রকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে ভু’ক্তভোগী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুকুমার স’রকার সাতক্ষীরা জে’লা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অ’ভিযোগ দিয়েছেন।

অ’ভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পঞ্চম শ্রেণির বাংলা ক্লাস নেওয়ার জন্য যান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহা’না আক্তার। এ সময় কয়েকজন শিক্ষার্থী পড়া না পারায় শা’রীরিকভাবে নি’র্যাতন করেন তিনি। এরপর তাদের দিয়ে বিদ্যালয়ে পড়ে থাকা ময়লা জুতাও পরিষ্কার করান। বি’ষয়টি জানাজানি হলে তোপের মুখে পড়েন ওই শিক্ষক। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অ’ভিযুক্ত প্রধান শিক্ষকের বি’রুদ্ধে সাতক্ষীরা জে’লা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অ’ভিযোগ দেন বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি সুকুমার স’রকার।

এ বি’ষয়ে সুকুমার স’রকার দাবি করেন, ‘অ’ভিযুক্ত শিক্ষকের কারণে বিদ্যালয়ের ভাবমূর্তি ন’ষ্ট হচ্ছে। তার অ’ত্যাচারে বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ঝরে গেছে। এ নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট শিক্ষা দফতরে অ’ভিযোগ করেও কোনও প্রতিকার হয়নি।’

তিনি অ’ভিযোগ করে আরও বলেন, ‘অ’ভিযুক্ত শিক্ষকের বি’রুদ্ধে একাধিক বিভাগীয় মা’মলা, জাতীয় দিবস পালন না করা, সময় মতো বিদ্যালয়ে না আসা, স্লিপের টাকা আ’ত্মসাৎসহ বিদ্যালয়ের সরঞ্জাম চু’রি করে বিক্রয় করার অ’ভিযোগ রয়েছে। এ ছাড়াও দরিদ্রতার সুযোগ নিয়ে ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে দিয়ে নিজের নিত্যপ্রয়োজনীয় কাজ করান ওই শিক্ষক। এতে করে ওই শিক্ষার্থী স্কুলে আসতে পারে না।’

অ’ভিযুক্ত শাহা’না আক্তার বলেন, ‘পড়া না পারলে কী মা’রাটা অ’পরাধ? অভিভাবকরা যদি তাদের স’ন্তানদের শাসন করতে পারেন, তাহলে শিক্ষকরা কেন নয়? আমরা শিক্ষকরা যদি শিক্ষার্থীদের শাসন করার ক্ষমতা না রাখি তাহলে শিক্ষকতা কীসের জন্য? পড়া না পারায় ওই শিক্ষার্থীদের বেত দিয়ে মা’রা হয়েছে।’

শিক্ষার্থীদের দিয়ে জুতা পরিষ্কার করানো বি’ষয়ে তিনি বলেন, ‘ক’রোনায় বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ ছিল। এ কারণে বিদ্যালয়ে পড়ে থাকা নিত্যপণ্য সামগ্রী ময়লা হয়ে গিয়েছিল। এ কারণে শিক্ষার্থীদের দিয়ে বিদ্যালয়ে পড়ে থাকা জুতা পরিষ্কার করানো হয়েছে, যাতে পরে সেটা ব্যবহার উপযোগী হয়।’

বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দফতরি রয়েছেন। শিক্ষার্থীদের দিয়ে কেন করানো হলো? জবাবে প্রধান শিক্ষক বলেন, ‘দফতরি আমার কোনও কথা শোনে না। আমি অ’সুস্থ থাকি সবসময়। নিজে কোনও কাজ করতে পারি না। এ কারণে বা’ধ্য হয়ে ওই শিক্ষার্থীদের দিয়ে জুতা পরিষ্কার করিয়েছি।’

জে’লা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্ম’দ রুহুল আমীন বলেন, ‘এ বি’ষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একটি লিখিত অ’ভিযোগ দিয়েছেন। অ’ভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে একজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে ঘটনাটি ত’দন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ত’দন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

banglaekattor

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

৬ দিন ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago