মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

| আপডেট :  ৮ মে ২০২৪, ১২:২০ অপরাহ্ণ | প্রকাশিত :  ৮ মে ২০২৪, ১২:২০ অপরাহ্ণ

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের স্বপ্ন পূরণ করতে চান। অর্থনীতিতে স্নাতক লামিয়া লন্ডন ফিল্ম স্কুল থেকে চলচ্চিত্র নির্মাণে ডিপ্লোমা করেছেন।

মায়ের মৃত্যুর পর কিছুটা সময় নষ্ট করলেও লামিয়া এখন নিজের স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছেন। তার প্রথম সিনেমা হবে ‘মেয়েদের গল্প’। এই সিনেমায় তিন মেয়ে ও তিন মায়ের মধ্যে সম্পর্ক, প্রত্যাশা, বন্ধুত্ব, বোঝাপড়া চিত্রিত করা হবে।

লামিয়া বলেন, “আমি দেশে এসেছিলাম মায়ের সাথে পরিচালনার জন্য। এটাই ছিল আমার জীবনের স্বপ্ন। … মা যাওয়ার পরে একেবারে একা হয়ে পড়ি। … পরিবারের সবকিছু ছোট বয়সেই দেখার ভার আমার ওপরে পড়ে। তখন আমি আর সিনেমা নিয়ে কাজ করতে পারিনি।”

কয়েক বছর ধরে চেষ্টা করার পর অবশেষে লামিয়া তার স্বপ্নের কাজ শুরু করতে সক্ষম হচ্ছেন।

তিনি বলেন, “আমার এই স্বপ্নের সাথে শুরু থেকে মা জড়িত। … আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি সিনেমা বানাব। মাকে ছাড়া সিনেমাটির কাজ করাটা অনেক কঠিন হবে।”

লামিয়া আশা করছেন তার সিনেমা দর্শকদের ভালো লাগবে এবং তিনি একজন সফল নির্মাতা হিসেবে পরিচিতি লাভ করবেন।

‘মেয়েদের গল্প’-এর শুটিং শুরু হবে বর্ষা মৌসুমের পর। লামিয়া চান তার সিনেমা নেটফ্লিক্সে মুক্তি দিতে।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে ভুল খবর প্রকাশিত হয়েছিল যে, লামিয়া মনে কষ্ট নিয়ে সিনেমায় আসছেন। এ বিষয়ে লামিয়া ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।