Categories: বিনোদন

আমি আসলেই সিঙ্গেল!

আজ রাত ১০টায় আরটিভিতে রয়েছে ধারাবাহিক নাটক ‘টুইন ভিলেজ’। নাটকের অন্যতম অভিনয়শিল্পী শারমীন জোহা শশী। সাম্প্রতিক ভাবনা ও জীবনযাপন নিয়ে কথা বললেন এই শিল্পী।
কেমন আছেন? কী করছেন?
ভালো আছি। ধন্যবাদ। টুকটাক কাজ করছি। শুটিং করে এলাম ‘টুইন ভিলেজ’ নাটকের।
করোনার এই সময়ে শুটিংয়ের পরিবেশ কেমন?
মেকআপ দিয়ে মাস্ক ব্যবহার করা যায় না। স্যানিটাইজারের ব্যবহার কমে গেছে। জানি না এর ফল কী হবে। মানুষের ভয় কমে যাচ্ছে কি না, কে জানে! সত্যি বলতে, যেভাবে মেইনটেইন করা দরকার, মনে হচ্ছে সেভাবে করা যাচ্ছে না।

সম্প্রতি কী কী দেখলেন টিভি বা অনলাইনে?
‘ঊনলৌকিক’ দেখলাম। চঞ্চল ভাই-তিশাদের গল্পটা ভালো লেগেছে। ‘মোহমায়া’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ ভালো লেগেছে। আমার আসলে ইদানীং যা দেখছি, ভালো লাগছে। আমি দেশ-বিদেশের সবই দেখার চেষ্টা করি।
আপনি আড্ডা দেন না? বিনোদন অঙ্গনের কোনো জমায়েতেই আপনাকে দেখা যায় না।
খুব কম আড্ডা দিই। আর আমার ঠিক আলাদা করে কোথাও যাওয়া হয় না। আমি সাধারণত শুটিং আর কাজের মধ্যেই থেকেছি। আমার বরং আগ্রহ বিচিত্র ক্যারেক্টারে, যেখানে চ্যালেঞ্জ থাকবে, পড়াশোনা করতে হবে, ভাবতে হবে। এসবই আমি বেশি এনজয় করি। ভালোবেসে, মন দিয়ে যদি কাজ করি, তাহলে আসলে আড্ডার সময় পাওয়া যায় না। তা ছাড়া করোনার মধ্যে তো প্রায় দেড় বছর কোনো কাজই করিনি।

করা হয়নি, কিন্তু করতে চান, এ রকম কোনো চরিত্রের জন্য লোভ হয়?
আমি প্রতিদিনই শিখি। প্রতিদিনই মনে হয় কত কিছু অজানা। প্রতিদিনই মনে হয় একটু এক্সপেরিমেন্ট করি। তাই আমার করতে ইচ্ছা হয়, এ রকম চরিত্রের সীমা নেই। পরীক্ষামূলক কিছু কাজ করতে চাই, অ্যাফোর্ট দিতে প্রস্তুত। আমি চাই, আমার কাছে সে রকম গল্প আসুক, অপেক্ষায় আছি। অনেক ভালো ভালো কাজ হচ্ছে। সেগুলোর সঙ্গে থাকাও একটা ভালো লাগা। ওটিটির কাজের বাজেট বেশি, এক্সপেরিমেন্ট করা যায়, অনেক কাজ করার সুযোগ থাকে।

মূলধারার ছবিতে আমরা আপনাকে দেখলাম না।
আমার পক্ষে সবকিছু করে ফেলা সম্ভব না। নিজের প্রতি আমার অ্যাসেসমেন্ট হচ্ছে, নাচ-গানওয়ালা ছবির জন্য আমি আসলে ফিট না। আমি এমন কিছু করতে পারব না, যা আমার সঙ্গে যায় না। দশটা লোকের গালি খাওয়ার চেয়ে বরং নিজের জন্য ফিট না, সে রকম কাজ না করাই ভালো। যেখানে সেট হব, যেখানে কাজ করে আনন্দ পাব, সেখানেই করতে চাই।

আমাদের দেশের অনেকে সীমান্তের ওপারে গিয়ে কাজ করছেন? আপনার ইচ্ছা করে না?
করে। যে আর্টিস্ট, তার ভালো কাজের প্রতি লোভ থাকে। চেষ্টা, পরিশ্রমের সঙ্গে আসলে লাকটাও ফেভার করতে হয়। আমার যোগাযোগটা কম, এটা একটা সমস্যা। বাইরে গেলে সার্কেল বাড়ে। আমার বাইরে যাওয়া হয় না।
বিয়ের খবর শুনি প্রায়ই। বিয়ে করেছেন?
বিয়ে নিয়ে আপাতত ভাবছি না। মাঝে পরিবার থেকে বিয়ের চাপ দিয়েছিল। আমিই বলেছি, আরও পরে বিয়ে করতে চাই। আপাতত নিজের মতো কাজ করে যেতে চাই। বিয়ে করলে সবাইকে জানিয়েই করতে চাই। ফেসবুকে আমার রিলেশন স্ট্যাটাস সিঙ্গেল, আমি আসলেই সিঙ্গেল।

banglaekattor

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

১ সপ্তাহ ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৮ মাস ago