খাবার না দেওয়ায় না’রীকে একে-৪৭ রাইফেল দিয়ে পি’ টিয়ে হ’ ত্যা

তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে বাড়িতে ছিলেন মা নাজিয়া। নিভৃত পল্লীতে তাঁদের বসবাস। তালেবান যো’দ্ধারা ওই বাড়ির দরজায় কড়া নাড়ছে। এমন ঘটনা ঘটেছে তিন দিন। চতুর্থ দিনও যে তালেবান যো’দ্ধারা আসবে তা ধরেই নিয়েছিলেন নাজিয়ার ২৫ বছর বয়সী মেয়ে মানিজহা। শুনতে হবে একই বায়না—১৫ যো’দ্ধার জন্য রাঁধতে হবে খাবার।

মানিজহা বলছিলেন, ‘আমার মা ওদের বলেছিলেন, আমি গরিব মানুষ, আমি কিভাবে আপনাদের খাবারের ব্যবস্থা করব? এ কথা শুনেই ওরা মাকে মা’রতে শুরু করে। পড়ে যান আমার মা। তখন ওরা একে-৪৭ দিয়ে আ’ঘাত করে।’
মানিজহার কথায়, ‘আমি ওদের বা’ধা দেওয়ার চেষ্টা করে কুলিয়ে উঠতে পারিনি। ওরা আমাদের আরেক ঘরে গ্রে’নেড ছো’ড়ে, পু’ড়ে যায় সব কিছু। পু’ড়ে যান মা-ও।’

গত ১২ জুলাই আফগানিস্তানের ফারিয়ব প্রদেশে এ ঘটনা ঘটে। সিএনএন নিরাপত্তার খাতিরে ভু’ক্তভোগীদের ছদ্মনাম ব্যবহার করেছে। বার্তা সংস্থাটি বলছে, এ ঘটনার মধ্য দিয়ে তালেবানের প্রত্যাবর্তনের পর আফগান নারীদের করুণ পরিণতির চিত্র উঠে এসেছে।

কয়েকজন নারী বলেন, তালেবানের জারি করা নিয়ম অনুযায়ী তাদের এখনও বোরকা কেনা হয়নি। কারণ তালেবান আরো নিয়ম জারি করেছে যেখানে একজন নারী একা বাইরে বের হতে পারবে না। তার সঙ্গে এ সময় অবশ্যই একজন পুরুষ থাকতে হবে। কিন্তু ভ’য়ে পুরুষরাও এখন বাইরে বের হতে চাইছে না।

গত ২০ বছর ধরে নারীরা সেখানে অবাধে চলাফেরা করেছে। এ সময় তারা বোরকা ব্যবহার করত না। তাদের বাইরে কাজ করার অধিকার ছিল, পড়ালেখা করার অধিকার ছিল। এক জায়গা থেকে অন্য জায়গায় তারা অবাধে চলাফেরা করত। তবে সে সময় আর ফিরে আসবে না ভেবেই আ’তঙ্কিত হয়ে পড়েছে নারীরা।

তবে তালেবানের এক মুখপাত্র সুহেইল শাহিনের দাবি, ‘আমরা নারী অধিকারে সম্মান করি। আমাদের নীতি হচ্ছে, হিজাব পরে নারীরা পড়াশোনা ও কর্মক্ষেত্রে যেতে পারবে। গণমাধ্যমও সমালোচনা করতে পারবে; কিন্তু চরিত্র হনন করতে পারবে না। আইন অমান্যকারীদের সাজার ধরন নির্ধারণ করবেন আ’দালত। পরিবর্তিত নিয়ম-কানুনে সম্মত না হলে বিদেশিরা দেশ ছাড়তে পারবে।’

তালেবান বলছে, প্রকৃত ইসলাম সমর্থন করে এমন আফগানি ঐতিহ্য তারা ধারণ করতে চায়। কিন্তু আগের শাসনের সঙ্গে ‘প্রকৃত ইসলামী ব্যবস্থার’ কী পার্থক্য হবে, তা এখনো পরিষ্কার নয়।

সূত্র : সিএনএন।

banglaekattor

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

২ সপ্তাহ ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৮ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৮ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৮ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৮ মাস ago