Categories: সারাদেশ

শ্যাম্পুর দাম কম না রাখায় ‘অবৈধ পার্কিংয়ের’ মামলা দিলেন সার্জেন্ট

বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের একজন সার্জেন্টের বিরুদ্ধে নগরের বান্দরোডে এক ফার্মেসি দোকানিকে হয়রানিমূলক মামলা দেয়ার অভিযোগ উঠেছে। দোকানির ভাষ্য অনুযায়ী শ্যাম্পুর দাম কম না রাখায় তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত এ সার্জেন্টের নাম শহীদুল ইসলাম সজল। তিনি বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশে কর্মরত। আর ভুক্তভোগীর নাম খলিলুর রহমান। নগরের বান্দরোডে ‘হাওলাদার ফার্মেসি’ নামে তার একটি ফার্মেসি রয়েছে।

হাওলাদার ফার্মেসির মালিক খলিলুর রহমানের অভিযোগ, সার্জেন্ট শহীদুল ইসলাম সজল শনিবার বেলা ১১টার দিকে তার দোকানে গিয়ে নাপা সিরাপ, অ্যালার্জির ট্যাবলেট (ক্লিনডাসিন) ও নিজোডার নামে একটি শ্যাম্পু কেনেন। দাম পরিশোধের সময় তিনি শ্যাম্পুর দাম কিছু টাকা কমিয়ে রাখতে বললে খলিলুর রহমান অপারগতা প্রকাশ করেন। আর এতে ওই সার্জেন্ট ক্ষিপ্ত হয়ে চলে যাওয়ার সময় তাকে দেখে নেয়ার হুমকি দেন।

পরবর্তীতে রাত ৮টার দিকে আবারও দোকানের সামনে যান সার্জেন্ট শহীদুল ইসলাম এবং সড়কের পাশে রাখা খলিলুর রহমানের মোটরসাইকেলটি অবৈধ পার্কিং করা হয়েছে এমন অভিযোগে খলিলুর রহমানের বিরুদ্ধে তিন হাজার টাকার মামলা দেন। একই সময় তার ফার্মেসির সামনে মোটরসাইকেল রাখা এক ক্রেতাকোও অবৈধ পার্কিংয়ের অভিযোগে তিন হাজার টাকার মামলা দেন।

খলিলুর রহমান অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে সড়কের পাশে নিজের দোকানের সামনে মোটরসাইকেল রেখে আসছেন। এতে পথচারীদের চলাচলে কোনো বাঁধার সৃষ্টি হয় না। আগে কোনো ট্রাফিক পুলিশ বা সার্জেন্ট কোনো অভিযোগও করেননি। তাছাড়া দোকানের আশেপাশের সড়কের পাশে আরও বেশ কয়েকটি মোটরসাইকেল রাখা ছিল।
তবে সার্জেন্ট সেদিকে ফিরেও তাকাননি। তিনি ব্যক্তি আক্রোশ থেকে তার এবং দোকানের এক ক্রেতার বিরুদ্ধে মামলা দিয়েছেন।

তবে এ বিষয়ে ট্রাফিক সার্জেন্ট শহীদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যক্তি আক্রোশ থেকে মামলা দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, শনিবার দুপুর ২টা থেকে রাত ১০ টা পর্যন্ত নগরের আমতলা মোড় মেডিকেলের সামনে তার ডিউটি ছিল। রাস্তায় যানবাহনের চাপ থাকায় রাত ৮টার দিকে সড়কের পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা দু’টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেন। কারণ মোটরসাইকেল দুটির কারণে পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার বলেন, হয়রানি জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা দেয়া হলে তা খতিয়ে দেখা হবে। ঘটনা খতিয়ে না দেখে কারও ওপর দোষ চাপানো ঠিক হবে না।

Sub Editor

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

১ সপ্তাহ ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৮ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৮ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৮ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৮ মাস ago