Categories: সারাদেশ

দুই নারীকে ‘চুক্তিভিত্তিক’ বিয়ে, সব জেনেও ভ’য়ে অস্বীকার প্রথম স্ত্রীর

মোহাম্ম’দপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গত রোববার দুপুরে হেফাজতের যুগ্ম মহাস’চিব মাওলানা মামুনুল হককে গ্রে’প্তারের পর গতকাল সোমবার আ’দালতে তোলা হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে সাত দিনের রি’মান্ডে দেন। রি’মান্ডে বেশ কয়েকটি বি’ষয় স্বীকার করে নিয়েছেন হেফাজতের এই নেতা

তিন বিয়ের মধ্যে দুটি চুক্তিভিত্তিক, বিয়ে-সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র না থাকা, হেফাজতের অধিকাংশ কর্মসূচি ঘিরে কেন তা’ণ্ডব ও নৃ’শংস হা’মলার ঘটনা ঘটে- বি’ষয়গুলো নিয়ে রি’মান্ডে নিজের ঘাড়ে দায় নিয়েছেন মামুনুল।

গতকাল সোমবার রি’মান্ডে নেওয়ার পর নিজের বিয়ের ব্যাপারে পুলিশে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাওলানা মামুনুল। জানান, প্রথম বিয়ে ছাড়া দুই জান্নাতকেই কন্ট্রাকচ্যুয়াল (চুক্তিভিত্তিক) বিয়ে করেছিলেন তিনি। অর্থনৈতিক নিশ্চয়তা দিতেই দুই তা’লা’কপ্রাপ্তা নারীকে বিয়ে করেন বলে তিনি দাবি করেছেন। রি’মান্ডে সোনারগাঁওয়ের রয়েল রিসোর্ট কাণ্ডের ব্যাপারে প্রশ্ন করলে হেফাজতের এই নেতা জানান, শুরুতে স্বীকার করলে প্রথম স্ত্রী আমেনা তৈয়বা বড় ধরনের কাণ্ড ঘটিয়ে ফেলতেন বলে তিনি আ’শঙ্কা করছিলেন। এ ভ’য়ের কারণে প্রথমে বি’ষয়টি তিনি অস্বীকার করেন বলেও জানান।

রি’মান্ড সংশ্লিষ্টদের কাছে মামুনুল আরও জানান, যে দুটি বিয়ে নিয়ে প্রশ্ন উঠেছে ওই দুই নারীর সঙ্গে অনেক দিন ধরে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করে আসছেন তিনি। তার কাছে এ দুই বিয়ের কোনো কাবিন-বৈধ কাগজপত্র নেই। পুলিশ জানিয়েছে, প্রথম বিয়ে ছাড়া বাকি দুই বিয়ের স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি মামুনুল। বিয়ের স্বাক্ষীদের নাম প্রকাশের ক্ষেত্রেও তিনি টাল-বাহা’না করছেন। ওই দুই নারীর ডি’ভোর্স হওয়ায় মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই তাদের দিকে এগিয়ে যান তিনি। একজনকে মোহাম্ম’দপুরের একটি মাদ্রাসায় চাকরিও দিয়েছেন বলেও তিনি জানান।

সংশ্নিষ্ট এক কর্মকর্তা আরও জানান, মামুনুলের কথিত ছোট স্ত্রী জান্নাতুল ফেরদৌস লিপি। তবে জান্নাত আরা ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করছেন তিনি। তার প্রথম স্ত্রীর নাম আমেনা তৈয়বা। কথিত মেজ ও ছোট স্ত্রীর সঙ্গে বিয়ের কোনো কাবিন হয়নি বলে পুলিশকে জানান মামুনুল। রি’মান্ডে হেফাজতের অধিকাংশ কর্মসূচি ঘিরে কেন তা’ণ্ডব ও নৃ’শংস হা’মলার ঘটনা ঘটে জানতে চাইলে মামুনুল বলেছেন, ‘আমি যেহেতু নেতা, এর দায় আমারও রয়েছে। আমাকে এর দায় নিতে হবে। তবে অন্যান্য রাজনৈতিক সংগঠনও তো সং’ঘাতে জড়ায়।’ এ ছাড়া হেফাজতে ইসলাম যখন একটি সংগঠনের নাম, সে ক্ষেত্রে তারা কেন অন্যান্য দলের খা’রাপ দৃষ্টান্ত অনুকরণ করবে প্রশ্ন করা হলে মামুনুল চুপ ছিলেন।

২০১৩ সালে হেফাজতের কর্মসূচিতে জ্বা’লাও-পোড়াও, পবিত্র কোরআন শরিফে আ’গুন দেওয়া, বঙ্গবন্ধুকে কটাক্ষ করে বক্তব্য দেওয়াসহ আরও বেশ কয়েকটি ব্যাপারে মামুনুলকে প্রশ্ন করা হয়। কিন্তু তিনি এসবের কোনো স্পষ্ট জবাব দেননি। হেফাজতের অর্থনৈতিক প্রবাহ কোন মাধ্যম থেকে আসে এমন প্রশ্নের জবাবে চুপ ছিলেন মামুনুল। তিনি অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানান ত’দন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, মামুনুলের কথিত দুই বিয়ের সাক্ষীদের শিগগিরই জি’জ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। একই সঙ্গে রি’মান্ডে তাকে সহিং’সতায় উসকানি দেওয়ার অ’ভিযোগ সম্পর্কে জি’জ্ঞাসাবাদের পাশাপাশি অন্যান্য বি’ষয়েও ব্যাপক জি’জ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া মোহাম্ম’দপুরের যে মা’মলায় মামুনুলকে রি’মান্ডে নেওয়া হয়েছে, সে-সংক্রান্ত ভিডিও ফুটেজ গতকাল জ’ব্দ করা হয়েছে। মূলত, তাবলিগ জামাতকে কেন্দ্র করে জুবায়ের ও মোহাম্ম’দ সাদ কান্ধালভি গ্রুপের মধ্যে ওই মা’রামারি এবং সং’ঘর্ষের ঘটনা ঘটেছিল। জানা গেছে, মামুনুল ছিলেন জুবায়েরপন্থী।

আ’দালতের নির্দেশে ডি’বি কার্যালয়ে হেফাজতের যুগ্ম মহাস’চিব মাওলানা মামুনুল হককে জি’জ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন অর রশিদ বলেন, ‘মামুনুলকে নিরাপত্তার স্বার্থেই কেবল গো’য়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। সেখানে আমার অফিসাররা গিয়ে জি’জ্ঞাসাবাদ করছেন। আজ মঙ্গলবার আমি নিজেই জি’জ্ঞাসাবাদে থাকব। এখন পর্যন্ত মামুনুল প্রথম বিয়ে ছাড়া বাকি দুই বিয়ের স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। এমনকি বিয়ের স্বাক্ষীদের নাম প্রকাশের ব্যাপারেও গড়িমসি করছেন। দ্বিতীয় জান্নাতের ভাই শাহজাহানের জি’ডি নিয়ে আমরা কাজ করছি।’

ডিসি হারুন অর রশিদ বলেন, ‘জি’জ্ঞাসাবাদের শুরুতেই মামুনুল হকের কাছে তার কথিত বিয়ে এবং হজরত মুহাম্ম’দ (সা.)-কে নিয়ে ব্যঙ্গ করার বি’ষয় জানতে চাওয়া হয়। বিয়ের ব্যাপারে তিনি নিজের মতো ব্যাখ্যা দেন। তবে এটা স্বীকার করেছেন, এসব বিয়ের কোনো আইনগত প্রমাণ তার কাছে নেই। অন্য প্রশ্নে চুপ থাকেন তিনি।’

মা’রধর, হু’মকি, ধর্মীয় কাজে ইচ্ছাকৃত গোলযোগ সৃষ্টি, চু’রির অ’ভিযোগে মোহাম্ম’দপুর থানায় গত বছর দা’য়ের করা মা’মলায় জি’জ্ঞাসাবাদের জন্য গতকাল হেফাজত নেতা মামুনুলকে ৭ দিনের রি’মান্ডে পেয়েছে পুলিশ। মোহাম্ম’দপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুল হক এ রি’মান্ডের আবেদন করেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) দেবদাস চন্দ্র অধিকারী তার আবেদন মঞ্জুর করেন। সুত্রঃ আমাদের সময়

banglaekattor

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

১ সপ্তাহ ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৮ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৮ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৮ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৮ মাস ago