Categories: বিনোদন

‘শাকিব করেছে আমি করলে দো’ষ কী?’

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। একাধিক প্রেম বিয়ে সন্তান রহস্য ফাঁস হওয়ায় বর্তমান সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কয়েকজনকে প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করতে দেখা গেছে। ‘শাকিব করেছে আমি করলে দোষ কী?’ এমন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে মানববন্ধন অংশ নেওয়া এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় আপনি কেন দাঁড়িয়েছেন এখানে? ওই ব্যক্তি বলেন, ‘আমি এখানে দাঁড়িয়েছি শাকিব খান যেন ভালোভাবে চলে এই জন্য।’

প্রশ্ন করা হয়- শাকিব কী করেছে? ওই ব্যক্তি বলেন, ‘আমি সঠিক জানি না। ’ তাঁকে বলা হয়, তাহলে এই প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছেন কেন? তিনি বলেন, ‘আমাকে দাঁড়াতে বলেছে।

‘কে বলেছে জানেন না তিনি। মানববন্ধনে এক কিশোর অংশ নেন। তাঁকে জিজ্ঞেস করা হয় কে দাঁড় করিয়েছে? কিশোর উত্তর দেয় ‘লোক লোক।’ বিস্তারিতভাবে সে জানায়, এখানে এক ভাই ছিল সেই তাঁকে দাঁড় করিয়েছে। ওই কিশোর নিজের ভুল হয়েছে বলেই সরে পড়ে।

রাজু ভাস্কর্যের পাশেই দাঁড়ানো টিম পজেটিভের সদস্য পরিচয় দেওয়া এক যুবক উল্টো সুরেই বললেন, ‘শাকিব খান বাংলা চলচ্চিত্রে অনেক কিছু করছে। এখন তাঁকে নিয়ে মাথাব্যাথা কেন? আরো অনেক নায়িকাই তো অনেক কিছু করে তাঁদের নিয়ে তো কেউ মাথা ঘামায় না। ’

আপনি কি শাকিব খানের ভক্ত? এমন প্রশ্নের জবাবে যুবক বলেন, ‘আমি ভক্ত না। আমি পজেটিভ নিয়ে কাজ করি। আমি মনে করি এক হাতে তালি বাজে না।’ টিএসসির রাজু ভাস্কর্য এলাকায় মানববন্ধনে মূলত চার তরুণকে দেখা গেছে। যারা শাকিব খানের সমসাময়িক কর্মকাণ্ডের প্রতিবাদ করতে এসেছেন বলে জানালেন।

বুবলী ও শাকিব দুজনই বাচ্চা প্রসঙ্গে একই সঙ্গে বিবৃতি দিয়েছেন এরপর কি আর কথা থাকতে পারে? এ প্রসঙ্গে মানববন্ধনে অংশ নেওয়া এক তরুণ বলেন, ‘ওদের কথা না থাকতে পারে কিন্তু আমাদের থাকা উচিত কারণ আমরা সমাজে বাস করি ওদেরকে ফলো করি, শাকিব খান একটা কাজ করলে আমরা শাকিব খানকে ফলো করি। ’

ওই তরুণ বলেন, ‘অনেক তারকাই বিয়ে করছে কিন্তু তাদের ব্যাপারটা মিউচুয়ালি হয়ে যাচ্ছে। কিন্তু শাকিব খান গোপনে বিয়ে করেছে, সে স্ত্রীদেরকে স্বীকৃতি দিচ্ছে না। এই ব্যাপারটা নিয়েই আমরা কনসার্ন। সুপারস্টার যা খুশি তা করতে পারবে না। অপু এবং বুবলীর সঙ্গে যা ঘটেছে এমন ব্যাপার যেন আর না হয়। সমাজে এই ধরনের ব্যাধি না ছড়ায় আমরা সেই ব্যাপারটা দেখব। ’

তরুণরা জানান, শিগগির শাকিব খানকে এ ব্যাপারে একটি আইনি নোটিশ পাঠাবেন। সম্প্রতি শাকিব খান ও বুবলীর গোপনে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ পায়। বুবলীর বেবি বাম্পের ছবি প্রকাশের মাধ্যমে বিষয়টি সামনে আসে। এরপর শাকিব খান ও বুবলী দুজনই একইসঙ্গে ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদের সন্তান শেহজাদ খান বীরকে পরিচয় করিয়ে দেন। এই ঘটনার কয়েকদিন পর শাকিব খান ও পূজা চেরীর প্রেমের গুঞ্জন চাউর হয়। পরবর্তীতে শাকিব খান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমন গুঞ্জন ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান।

banglaekattor

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

২ সপ্তাহ ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৮ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৮ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৮ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৮ মাস ago