Categories: বিনোদন

‘হাওয়া’ সিনেমার বিরুদ্ধে হওয়া মামলার সাক্ষী শালিক পাখি

দেশজুড়ে চলতি বছরের আলোচিত সিনেমা হাওয়া। ইতোমধ্যেই দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই চোখে পড়ছে সিনেমার দুটো গানের জনপ্রিয়তা। তবে সাফল্যের মাঝেই সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আর এই বিতর্কের শুরু সিনেমার শালিক পাখিকে ঘিরে।

সিনেমার একটি দৃশ্যে দেখানো হয়েছে খাঁচায় বন্দী শালিক পাখিটি হ’ত্যা করে আ’গুনে ঝলসে তার মাংস খাচ্ছেন চঞ্চল চৌধুরী। আর এই দৃশ্যকেঔ অ’পরাধ হিসেবে দেখছেন প্রানপ্রেমীরা। করা হয়েছে আাদালতে মা’মলা।

আর এই মা’মলা নিয়ে মুখ খুলেছেন পরিচালক মেসবাউল হক সুমন। তিনি লিখেছেন, ‘পাঁচ বছর আগে আমার ব্যান্ড মেঘদল এর জন্য নির্মাণ করেছিলাম “এসো আমার শহরে”। সেখানে এই নেক্রপলিস সিটিতে কিছু প্রতীকি বন্যপ্রাণীকে দেখিয়েছিলাম। ওদের শহরের ভেতর নানা জায়গায় দেখা গিয়েছিলো। কিন্তু এই মৃত নগরে মানুষহীন রাস্তাঘাটে বন্যপ্রাণী কেন ঘুরে বেড়াচ্ছে!! তার উদ্দেশ্যই বা কি ? আমি মনে করেছিলাম, এই নগর শুধু মানুষের নয়, অন্য প্রাণীর জন্যও আবাসস্থল হওয়ার কথা ছিলো।’

এই পরিচালক আরও লেখেন, ‘প্রতিদিন এই শহরে অসংখ্য প্রাণীদের আমরা নিয়ে আসি শুধুমাত্র ভোগের জন্য। হয়তো মানুষের জীবনধারণের জন্য সেটা আমাদের করতেও হয়। কিন্তু মায়া তো নিঃশেষ হবার নয়। এই সর্বপ্রাণের মায়াই ওই মিউজিক ভিডিওতে দেখাতে চেয়েছিলাম।

কিছু দিন আগেও “কোথায় পালাবে বলো রূপবান” নামে ওটিটি প্লাটফর্ম চরকির জন্য একটি ছোট ছবি নির্মাণ করি। সেখানে চিড়িয়াখানা থেকে একটি বাঘ পালিয়ে যায়। তাকে কর্তৃপক্ষ খাঁচায় বন্দি করতে চায়। পাশাপাশি এক নারীকেও বন্দি করতে চায় সমাজের কিছু চোখ। সে যাই হোক, আমার পূর্বের এই দুইটি কাজের ভেতর দিয়ে বলতে চাচ্ছি, প্রাণ ও প্রকৃতি নিয়ে আমার গল্প বলা নতুন নয়। বরং এই কাজ গুলোতে সর্বপ্রাণের দায় সবসময়ই ছিলো।’

সবশেষে তিনি লেখেন, ‘নির্মাতা হিসাবে আমি এটুকুই বলতে চাই, হাওয়া’র পাখিটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে আর এই নির্মাণের জন্য যে সিনেমাটিক রিয়্যালিটি তৈরি করতে হয়েছে সেটা সত্য নয়। ছবির শুরুতে Disclaimer-এ আমরা সুস্পস্ট ভাবে উল্লেখ করেছি। পাখিটির দৃশ্য ধারণের পর আমরা তাকে প্রকৃতিতে মুক্ত করে দিয়েছিলাম।

আর নৌকায় যে উড়িয়ে দেওয়ার দৃশ্য দেখিয়েছি সেটা কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে নির্মান করা। আর চানমাঝি যে তার প্রিয় পাখিটিকে খেয়ে ফেলে সেটা কি শুধু ভোগ!!? নাকি সমাজের ভেতর জমতে থাকা হিংস্রতা? আর আমি শুধু ঐ বোধটাকেই ইঙ্গিত করেছি আর সেটা নির্মাণ করেছি সিনেমার ভাষার ভেতর দিয়ে। পৃথিবী সর্বপ্রাণের হোক।’

প্রসঙ্গত, মাঝ সমুদ্রের আটজন মাঝিমাল্লার কাহিনি নিয়ে নির্মিত হয়েছে হাওয়া সিনেমাটি। অনেকেই বলছেন সিনেমার গল্পটি যেনো এ যুগের রূপকথার গল্প। দর্শকমহলে প্রবল কুড়ানো এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল ইসলাম রাজ, নাজিফা তুষিসহ বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পীরা

banglaekattor

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

১ সপ্তাহ ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৮ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৮ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৮ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৮ মাস ago