Categories: সারাদেশ

ডাক্তার দেখানোর কথা বলে অসুস্থ মাকে রাস্তায় ফেলে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরলো ছেলে

বাংলা একাত্তর ডেস্কঃ বৃদ্ধা মাজেদা বেগম । তাঁর জীবনে নেমে এলো নতুন অভিজ্ঞতা। তাকে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে এনে রাস্তায় ফেলে গেছেন ছেলে ও স্ত্রী। রাস্তা থেকে পরে ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করেন কয়েকজন যুবক। ঘটনাটি গত সোমবার ১৮ জুলাই রাতের। বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়। বর্তমানে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন মাজেদা।

বৃদ্ধা মাজেদা বেগম জানান, তার নাম মাজেদা বেগম। স্বামীর নাম চাঁন মিয়া মৃধা। স্বামী অনেক বছর আগেই মারা গেছেন। ছেলে শাহে আলম মৃধার সঙ্গে পটুয়াখালীর দশমিনা উপজেলায় থাকতেন।

মাজেদা বেগম আরও জানান, বার্ধক্যজনিত কারণে কয়েকদিন আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর সোমবার সকালে ডাক্তার দেখানোর কথা বলে ছেলে ও ছেলের বউ তাকে নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেলে গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড সংলগ্ন বারিশাল-ঢাকা মহাসড়কে তাকে রেখে কৌশলে সটকে পড়েন তারা।

বৃদ্ধা আরও জানান, শারীরিক দুর্বলতা ও অসুস্থতার কারণে কয়েকদিন ধরে চলাফেরা করতে পারছেন না। কয়েক পা হাঁটলেই কষ্ট হয়। সে কারণে বাড়ি ফিরে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া তিনি বাড়ির ঠিকানাও ঠিকমতো জানেন না। দীর্ঘক্ষণ রোদে বসে থাকার কারণে শরীরের ব্যথা শুরু হয় ও অসুস্থ বোধ করেন তিনি। একসময় সড়কের ওপর তিনি শুয়ে পড়েন।

বাটাজোর বাসস্ট্যান্ড সংলগ্ন বাংলালিংক টাওয়ারের নিরাপত্তার দায়িত্বে থাকা আ. করিম এ বিষয়ে জানান, টাওয়ারের গার্ড রুমে তিনি ও তার স্ত্রী বসবাস করেন। ওই বৃদ্ধাকে অচেতন অবস্থায় সোমবার রাতে টাওয়ারের কাছে মহাসড়কের পাশে পেয়ে স্থানীয়রা তাদের কাছে রেখে যান। পরবর্তীতে সোমবার দিনগত রাত একটার দিকে বৃদ্ধাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় বাসিন্দা ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক মো. শিপন।

ঘটনার বিষয়ে মো. শিপন জানান, বাটাজোর বাসস্ট্যান্ড সংলগ্ন বারিশাল-ঢাকা মহাসড়কে এক বৃদ্ধাকে ফেলে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারি। এরপর কয়েকজন বন্ধু মিলে বাংলালিংক টাওয়ারের রুম থেকে বৃদ্ধাকে নিয়ে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। তখন বৃদ্ধার শরীরে প্রচণ্ড জ্বর ছিল। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তৌকির আহম্মেদ জানান, ওই বৃদ্ধা হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শরীর অনেক দুর্বল। বয়সের কারণে নানা রোগে আক্রান্ত। শরীরে জ্বর রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস গণমাধ্যমকে জানান, বিষয়টি খুবই অমানবিক ও দুঃখজনক। বিষয়টি জানার পরে বৃদ্ধা মাজেদা বেগমের প্রয়োজনীয় চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের অনুরোধ করা হয়েছে। তিনি আরও বলেন, বৃদ্ধা মায়ের প্রতি যে অন্যায়- অবিচার আচরণ করা হয়েছে এ জন্য যারা দায়ী, তাদের ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

সাব এডিটর

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

২ সপ্তাহ ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৮ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৮ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৮ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৮ মাস ago