Categories: সারাদেশ

বিদ্যালয় মাঠে গরুর হাট বসানোর অনুমতি দিলেন প্রধান শিক্ষক

বাংলা একাত্তর ডেস্কঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে গরুর হাট বসানো হয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উপজেলা প্রশাসন খোলা মাঠে অস্থায়ীভাবে হাট বসানোর অনুমতি দিলেও সে হাট বসানো হয়েছে বিদ্যালয় মাঠে।

যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলছেন, স্কুলের মাঠে গরুর হাট বসানো কোনোভাবেই সম্ভব না। তবে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ শিকদার জানিয়েছেন, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তিনি স্কুলের মাঠে হাট বসাতে অনুমতি দিয়েছেন।

বুধবার (৬ জুলাই) সকাল ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠজুড়ে বিক্রেতারা গরু বেঁধে রেখেছেন। দুপুরের পর থেকে স্কুলের মাঠে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে কোরবানির পশু কেনাবেচা জমে উঠেছে। সামনের শনিবারও দিনব্যাপী ওই মাঠে গরুর হাটের আয়োজন করা হবে বলে জানা গেছে।

ওই স্কুলের গিয়ে দেখা যায়, স্কুলের মাঠে গরু হাট বসানোর জন্য মাঠের উত্তর, দক্ষিণ ও পশ্চিম পাশে বাঁশ পুঁতে তাতে গরু বাঁধা হয়েছে। স্কুলের বারান্দায় গরু বাঁধা রয়েছে। মাঠের পশ্চিম পাশে শহীদ মিনারের সঙ্গে গরু বাঁধা রয়েছে। গরুবোঝাই হাইড্রোলিকসহ ছোট-বড় পিকআপভ্যানের চাকা দেবে স্কুলের মাঠে গর্ত সৃষ্টি হয়। পরে সেখানে বালু ফেলে গর্ত ভরাট করা হয়েছে। গরু হাট বসানোর বিষয়ে বক্তব্য জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ শিকদার উত্তেজিত হয়ে পড়েন। .

তিনি বলেন, স্কুলের মাঠে গরু হাটের জন্য আমি অনুমতি দিয়েছি। ইউএনও কী বলেছেন, তা আমার জানার প্রয়োজন নেই। আমি প্রধান শিক্ষক, আমার ক্ষমতাবলেই স্কুলের মাঠে বাজার বসানোর অনুমতি দেওয়া হয়েছে।

ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাছির উদ্দিন রাজু বলেন, স্কুলের মাঠে গরু বাজার বসানোর বিষয়ে আমি কিছু জানি না। তবে স্কুলের মাঠ ছাড়া বাজারের কাছে খোলা মাঠ নেই।

ইজারাদার আজাদ হোসেন বলেন, প্রায় ৪ লাখ টাকায় গরু বাজার ইজারা নিয়েছি। সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকা খরচ হয়েছে। স্কুলের মাঠে বাজার বসাতে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে লিখিতভাবে অনুমতি নেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বলেন, খোলা স্কুলের মাঠে ইজারা দেওয়া হয়েছে। কোনোভাবেই স্কুলের মাঠে গরু বাজার বসানো যাবে না। প্রধান শিক্ষক কেন অনুমতি দিয়েছেন, এ নিয়ে শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হবে।

সাব এডিটর

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

১ সপ্তাহ ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৮ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৮ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৮ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৮ মাস ago