শ্রীলঙ্কায় জ্বালানি সংকট, তেলের অপেক্ষায় কয়েক দিন পার

বাংলা একাত্তর ডেস্কঃ শ্রীলঙ্কায় জ্বালানি সংকট তেলের অপেক্ষায় কয়েক দিন পার করছে দেশটির নাগরিকরা। দেখা যায়, পেট্রল পাম্পের বাইরে জ্বালানি তেল নেওয়ার সারিতে সবার সামনে রয়েছেন এক ব্যক্তি। তবে আজিওয়ান সদাসিভম নামে ওই ব্যক্তি জানেন না যে, আরও কতদিন একই জায়গায় তিনি অপেক্ষায় থাকবেন।

তিনি বলেছেন, এরই মধ্যে অপেক্ষায় থাকতে থাকতে দুদিন পার হয়েছে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে একটি পেট্রল পাম্পের বাইরে জ্বালানি নেওয়ার আশায় এখনো অপেক্ষা করছেন তার মতো অনেকেই। একজন ট্যাক্সিচালক হিসেবে জ্বালানি নেওয়াটা তার কাছে সবচেয়ে দরকারি। তবে শ্রীলঙ্কায় জ্বালানি তেলের কোনো সরবরাহ নেই।

আজিওয়ান সদাসিভম আন্তর্জারতিক গণমাধ্যমকে জানান, সেখান থেকে চলে যাওয়ার মতো তেল তার গাড়ির ট্যাঙ্কিতে নেই। তিনি বলেন, আমি বাধ্য হয়ে গাড়ির মধ্যেই ঘুমাচ্ছি। কখনো কখনো বাইরে যাচ্ছি, খাবার জোগাড় করছি, তারপর এখানে ফিরে আসছি। কয়দিন ধরে গোসলই দিতে পারিনি।

‘এভাবে সময় পার করার ইচ্ছা নেই আজিওয়ান সদাসিভমের। তবে তিনি বাধ্য হয়ে এসব করছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, পরিবারের দেখাশোনা আমাকে করতে হয়। বাড়িতে স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। কেবল জ্বালানি থাকলেই আমি ক্যাব চালানো শুরু করতে পারি এবং জীবিকা নির্বাহ করতে পারি।’

তিনি আরও বলেন, ‘পাম্পের লোকজন বলেছে- আজ রাতে জ্বালানি আসতে পারে। আমি অপেক্ষা করবো। এমনকি এক সপ্তাহ লেগে গেলেও অপেক্ষা করবো।’ সূত্র: বিবিসি।

সাব এডিটর

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago