Categories: সারাদেশ

ঢাকা থেকে ৩ ঘণ্টায় বরিশাল

রাজধানী থেকে মাত্র তিন ঘণ্টায় যাত্রীবাহী বাস বরিশালে পৌঁছেছে বলে জানা গেছে। বরিশালে সাকুরা পরিবহনের কাউন্টার ম্যানেজার নাসির উদ্দিন জানান, তাদের একটি বাস রবিবার (২৬ জুন) সকাল সাড়ে ৬টায় ঢাকার গাবতলী থেকে ছেড়ে যাত্রীদের তিন ঘণ্টার মধ্যে বরিশালে পৌঁছে দেয়।

কাউন্টার ম্যানেজার বলেন, ‘এ ছাড়া সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আমাদের অপর একটি বাস সকাল সাড়ে ৫টায় ৪০ জন যাত্রী নিয়ে বরিশালে যাত্রা করে। টোল ঘরে জ্যাম থাকায় দুই ঘণ্টার মতো বিলম্ব হওয়ার পরেও সেটি বরিশালে পৌঁছায় সকাল সোয়া ১০টায়। টোল ঘরে বিলম্ব না হলে সেটি আরও আগে পৌঁছতে পারতো। ’

ঢাকা-বরিশাল রুটের ইলিশ পরিবহনের চালক মোখলেসুর রহমান জানান, টোল ঘরে প্রথম দিন ভিড় থাকার পরেও তিনি যাত্রীদের নিয়ে তিন ঘণ্টায় বরিশালে আসতে পেরেছেন।

এদিকে, রবিবার দুপুরে মোহাম্মদ সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, মাত্র ২ ঘণ্টা ৫০ মিনিটে তিনি বরিশাল থেকে ঢাকায় পৌঁছান। জানতে চাইলে সিদ্দিক বাংলা ট্রিবিউনকে জানান, তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে। ব্যবসা করেন ঢাকায়।

পদ্মা সেতু খুলে দেওয়ার পর তিনি বরিশাল থেকে ঢাকায় যান সাকুরা পরিবহনের একটি বাসে। বাসটি ঢাকার সায়েদাবাদ পৌঁছানো পর্যন্ত ঘড়ির দিকে নজর রাখেন তিনি। মাত্র দুই ঘণ্টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছানোর পর তার কাছে বিষয়টি স্বপ্ন মনে হয়েছে। এ সময় ওই গাড়িতে থাকা সব যাত্রীর মধ্যে একটিই আলোচনা– এটি কীভাবে সম্ভব হয়েছে!

সিদ্দিক বলেন, ‘পদ্মা পার হওয়ার সময় সব গাড়ি থেকে যাত্রীরা সেতু দেখছিলেন। চালকরা যাত্রীদের সুবিধার্থে সেতু দিয়ে ধীরগতিতে গাড়ি চালিয়েছেন। তবে আমাদের গাড়িটা গতি না কমিয়ে স্বাভাবিকভাবে যেতে থাকে। এ সময় একাধিক যাত্রী ধীরে চালাতে বললে চালক বলছিলেন, “ভাই দেখি, কত দ্রুত ঢাকায় পৌঁছতে পারি।” এরপর কেউ কোনও কথা বলেনি। যখন ঢাকায় পৌঁছালাম, তখন তো অবাক হয়ে গেলাম।’

ওই গাড়ির চালক হায়দার মুন্সী বলেন, ‘ভোরের ট্রিপ যে সময় গেছে তখন যানবাহনের চাপ অনেক কম থাকে। কোনও জায়গায় ব্রেক করতে হয় না। এ কারণে তিন ঘণ্টার মধ্যে ঢাকায় যাওয়া সম্ভব। তবে পরবর্তী সময়ে ঢাকা পৌঁছাতে কমপক্ষে সাড়ে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগবে।’

রবিবার (২৬ জুন) ভোর ৬টা থেকে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু ওপর দিয়ে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

banglaekattor

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

২ সপ্তাহ ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৮ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৮ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৮ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৮ মাস ago