Categories: সারাদেশ

যুদ্ধ করেও মেলেনি স্বীকৃতি, এখন কাঠ চেরাই করে সংসার চলে

সারাদেশ ডেস্কঃ ৮০ ছুঁই ছুঁই বয়সেও পেটের তাড়নায় কুড়াল নিয়ে ছুটছেন মানুষের দ্বারে দ্বারে। কখনো কাজ মেলে। কখনে মেলে না। ফলে অর্ধাহারে-অনাহারে দিন কাটে আপতার শেখের। কাঠ চেরাই করে সংসার চালান তিনি। একজন মুক্তিযোদ্ধা দাবি করা আপতার শেখ নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে বলেন,যাদের সঙ্গে যুদ্ধ করেছি তারা ভাতা পায়, ঘর পায়, আর আমি কাঠ চেরাই করে সংসার চালাই। একটু মাথাগোঁজার ঠাঁই নেই।

তার গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার চরডাকাতিয়ায়। চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রাস্তার পাশে কাঠ চেরাইকালে সাংবাদিকদের সাথে কথা হয় আপতার শেখের । এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান, কপাল মন্দ বলেই আমার এ অবস্থা।

আফতার শেখ বলেন,নদীর পাড়ে খাস জায়গায় খুপরি ঘরে থাকি। ’৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলাম। ৯ নং সেক্টরে মেজর জলিলের নেতৃত্বে ভারতে ট্রেনিং নিয়েছি। মেজর ওসমানের দেয়া যুদ্ধের সময়কার কাগজপত্র হারিয়ে ফেলায় অনেক দপ্তরে ঘুরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাইনি আজও। যুদ্ধের পরবর্তী সময়ে নকশাল বাহিনীর ভয়ে ১০ বছর যাবৎ চট্টগ্রামে গিয়ে আত্মগোপনে থেকেছি। পরবর্তীতে এলাকায় এসে অনেকের কাছে ঘুরেও কোনো লাভ হয়নি। এখন কুড়ালই আমার একমাত্র সম্বল।

এ বিষয়ে চিতলমারী সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবুতালেব শেখ জানান, আপতার শেখ ’৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন বলে জানি। তবে তার কাগজপত্র না থাকায় আজও স্বীকৃতি পাননি। এ ছাড়া তার সঙ্গে অনেকে প্রতারণা করেছে বলেও অভিমত দেন তিনি। 

এ বিষয়ে চিতলমারি উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা জানান, আপতার শেখ মুক্তিযোদ্ধা কিনা এ বিষয়ে তাকে কেউ কিছু জানাননি। তবে তার সঙ্গে যোগাযোগ করলে আশ্রয়কেন্দ্রে জায়গাসহ ঘর দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সাব এডিটর

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago