Categories: জাতীয়

‘বাংলাদেশে অতীতের চেয়ে ভালো নির্বাচন দেখতে চায় জাপান’

বাংলাদেশে অতীতের চেয়ে আগামীতে ভালো নির্বাচন দেখতে চায় জাপান। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচনের সঙ্গে গণমাধ্যমের অবাধে দায়িত্ব পালনের বি’ষয়টি ওতপ্রোতভাবে জ’ড়িত বলে উল্লেখ করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি।

আজ (মঙ্গলবার) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ডিকাব-এর ফ্লাগশিপ প্রো’গ্রাম ডিকাব টকে রাষ্ট্রদূত এসব কথা বলেন।এসময় তিনি আরও বলেন- টোকিও আশা করে অতীতের নির্বাচনগুলোর চেয়ে আসন্ন দ্বাদশ নির্বাচনকে ভালো করার জন্য স’রকার যথাযথ পদক্ষেপ নিতে পারবে।

রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ভালো নির্বাচন আয়োজনের স্বার্থে গণমাধ্যমের স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করা জরুরি। জনগণের আকাক্সক্ষার বি’ষয়টি গণমাধ্যমে কিভাবে প্রতিফলিত হতে পারে সেটি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনকে ঘিরে এই মুহূর্তে সাংবাদিকদের মধ্যে তুমুল বিতর্ক চলছে। তাই এখন থেকে নির্বাচন পর্যন্ত গণমাধ্যমকর্মীদের অবাধে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে। গতবারের তুলনায় ভালো নির্বাচন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য স’রকার পদক্ষেপ নেবে আশা করে তিনি বলেন, আপনারা হয়তো শুনে অবাক হতে পারেন ঢাকায় জাপান দূ’তাবাস ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনের পরপরই উ’দ্বেগ জানিয়ে বিবৃতি প্রচার করেছিল।

সেখানে মূল উ’দ্বেগের প্রসঙ্গ ছিল নির্বাচনকালীন সহিং’সতা। প্রত্যেক নাগরিক যাতে অবাধে ভোটাধিকারের চর্চা করতে পারে-এটি জরুরি। এ পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকাকে খাটো করে দেখার সুযোগ নেই।

রাষ্ট্রদূত ইতো নাওকি শেষে বলেন, জাপান বাংলাদেশে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, তা নিয়ে স’রকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা অব্যাহতভাবে বি’ষয়টি তুলে ধরবো। আগামী বছরের শেষে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, গণমাধ্যম প্রতিদিন খবর প্রচার করছে, যা নিয়ে কূটনীতিকদের এক ধরনের আগ্রহ থাকার কথা।

নির্বাচনের ক্ষেত্রে আমি স’রকারের দিক থেকে কিছু ইতিবাচক পদক্ষেপ নেয়ার বি’ষয়টি লক্ষ্য করেছি। এগুলোর মধ্যে রয়েছে নতুন আইন প্রণয়ন ও নতুন নির্বাচন কমিশন গঠনের মতো বি’ষয়গুলো।

banglaekattor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago