Categories: খেলা

একজন অধিনায়ক যখন রান করে না, তখন ওর কী মানসিক চাপটা পড়ে তা চিন্তা করেন : পাপন

সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মমিনুল হকের। পারফরমেন্সের সাথে সাথে মাঠে তার নেতৃত্ব নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে খুবই বাজে ফর্ম-এর মধ্য দিয়ে যাচ্ছেন মমিনুল হক সেই সাথে টেস্ট ক্রিকেটে তেমন উন্নতি ছাপ নেই তার অধিনায়কত্বে।

দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে ভরাডুবির পর শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে একই দশা। যদিও চট্টগ্রাম টেস্ট ড্র করার কারণে তেমন কোনো প্রশ্ন না উঠলেও ঢাকা টেস্টে হেরে যাওয়ার কারণে এখন চারিদিকে হচ্ছে তার নানা আলোচনা। সেই প্রশ্ন আজ করা হয়েছিল বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে।

মমিনুল হকের অধিনায়কত্ব নিয়ে খুশি হলেও তার পারফরম্যান্স নিয়ে মোটেও খুশি নন নাজমুল হাসান পাপন। যে কারণে অধিনায়কের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। ম্যাচ শেষে আজ সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন।

নাজমুল বলেন, ‘একটা অধিনায়ক যখন রান করতে পারে না ওর উপর চাপটা কিন্তু আরও অনেক বেশি। আমার ধারণা মুমিনুল প্রচণ্ড মানসিক চাপে আছে। আজ আমার সাথে সংক্ষিপ্ত আলাপ হয়েছে, আমি ওকে বলেছি কাল অথবা পরশু ওর সাথে বসব। একটু খোলেমেলা কথা বলে দেখি ওর মাথায় কি আছে, ও কি চিন্তা করছে।’

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার কারণে হুট করেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হন মমিনুল হক। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই তাকে অধিনায়কের দায়িত্ব দিয়েছিল বিসিবি। কিন্তু সম্প্রতি সময়ে দুটি দায়িত্বও পারছেন না মমিনুল হক।

শেষ ১০ ইনিংসে তার রান মাত্র ৭৪। ৮ ইনিংসেই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। তিনটিতেই মেরেছেন ডাক। রান না পাওয়ায় বেশ সমালোচিত হচ্ছেন বাংলাদেশের অধিনায়ক। সঙ্গে যোগ করছে নেতৃত্বগুণের ঘাটতিও।

‘সো ফার মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। সমস্যাটা হচ্ছে ওর ব্যাটিং নিয়ে, ও রান পাচ্ছে না। এটা তো চিন্তার বিষয়। একজন অধিনায়ক যখন রান করে না, তখন ওর কী মানসিক চাপটা পড়ে তা চিন্তা করেন। তাই আমরা এখন শুধু আশা করতে পারি যে ও তাড়াতাড়ি রানে ফিরুক’।

অধিনায়ক হওয়ার আগে মুমিনুলের ব্যাটিং গড় ছিল ৬৭ ইনিংসে ৪১.৪৮। অধিনায়ক হওয়ার পর সেটি ৩১ ইনিংসে ২৯.৪২ গড়ে গিয়ে ঠেকেছে। তার ৫৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে মোট রান ৩ হাজার ৫২৫। অধিনায়ক হওয়ার পর রান করেছেন ৯১২। মোট ১১টি সেঞ্চুরিতে অধিনায়ক হওয়ার পর পেয়েছেন মাত্র ৩টি। এই সময়ে ডাক মেরেছেন ছয়বার।

banglaekattor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago