Categories: সারাদেশ

ভিটেবাড়িসহ জমি লিখে নেয়ার পর মা’রপিট করে বাবা-মাকে তাড়িয়ে দিল দুই ছেলে

জমি লিখে নেয়ার ৭ বছর পরে মা’রপিট করে বাবা-মাকে তাড়িয়ে দিয়েছে দুই ছেলে। বাবা মেয়ের বাড়িতে আশ্রয় পেলেও মা অন্যের বাড়িতে রাত কা’টায়। ঘটনাটি রংপুর নগরীর উত্তম বনিক পাড়ায়। প্রায় আড়াই মাস থেকে সেই বৃ’দ্ধ পিতা-মাতা মানবেতর জীবনযাপন করছে। দেরিতে হলেও বি’ষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

রবিবার সকালে সরেজমিন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের উত্তম বনিক পাড়ার বৃ’দ্ধ নবির হোসেন (৮৫) দীর্ঘ ৫০ বছর স্থানীয় একটি মসজিদে মোয়াজ্জিন ছিলেন। তার ৩ ছেলে ও ৩ মেয়ে। পৈত্রিক সূত্রে পাওয়া জমিজমা নিয়ে সংসার ভালই চলছিল। আনুমানিক ৭ বছর আগে তিনি ৩ ছেলে ছাদেকুল ইসলাম, সাইদুল ইসলাম ও ছালেকিন ইসলামকে ভিটেবাড়িসহ দুই দফায় ৩৫ এবং ৪৫ শতক জমি লিখে দেন। ছেলে সাইদুল ইসলাম একটি কোম্পানিতে চাকরি করত।

কিছুদিন আগে সাইদুল গ্রামে এসে একটি মুদি দোকান দেন। ছাদেকুল ও ছালেকিন শ্রমজীবী। এরা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করে সংসার চালান। এত দিন স্ত্রী সুফিয়া খাতুনকে নিয়ে সংসার ভালই চলছিল নবির হোসেনের। কিন্তু সাইদুর ও ছাদেকুল বাবা-মাকে মা’রপিট করে বাড়ি থেকে বের করে দেন। তখন বা’ধ্য হয়ে মেয়ে নুর নাহারের বাড়িতে আশ্রয় নেন নবির হোসেন। তার স্ত্রী থাকেন আশপাশের আত্মীয়-স্বজনদের বাড়িতে। বি’ষয়টি এতদিন পরে জানাজানি হলে এলাকায় ব্যাপক নি’ন্দার ঝড় উঠে।

বৃ’দ্ধ নবির হোসেন কা’ন্না জ’ড়িত কণ্ঠে বলেন, আমি আমার ৩ ছেলেকে সম্পত্তি লিখে দিয়েছিলাম বাকি জীবনটা শান্তিতে থাকার জন্য। ছোট ছেলে ছালেকিন অন্যত্র কাজ করে খায়। বাড়িতে খুব একটা থাকে না। কিন্তু সাইদুর ও ছাদেকুল আমাকে অ’ত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে। কোনোদিন খাবার দিত আবার কোনো দিন একটি রুটি দিত। দুইমাস আগে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি মেয়ের বাড়িতে আশ্রয় নিলেও স্ত্রী সুফিয়া খাতুন অন্যের বাড়িতে থাকে। আমরা খুব ক’ষ্টে রয়েছি। তিনি এ বি’ষয়ে সমাজপতিদের হস্তক্ষেপ কামনা করেছেন।

নবির হোসেনের মেয়ে নুর নাহার বেগম বলেন, আব্বা সরল বিশ্বাসে ভাইদের জমি লিখে দিয়েছিল। কিন্তু শেষ বয়সে বাবা-মাকে ওরা বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এর বিচার চাই। ওদের কাছ থেকে জমি ফেরত চাই।এদিকে স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, বি’ষয়টি জানাজানি হলে সাইদুল ইসলাম ও ছাদেকুল ইসলাম গা ঢাকা দিয়েছে। তারা বাড়িতে নেই। সাইদুল ও ছাদেকুলের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।

২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, বৃ’দ্ধ বাবা- মায়ের ক’ষ্টের কথা শুনে আমি তাদের সাথে দেখা করেছি। সাইদুর ও তার অন্য ভাইদের বাবাকে জমি ফেরত দিতে বলেছি। কিন্তু স্থানীয়দের কাছে শুনলাম ওরা নাকি গা ঢাকা দিয়েছে। নবির হোসেনকে জমি ফিরে দিতে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

banglaekattor

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

১ সপ্তাহ ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৮ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৮ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৮ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৮ মাস ago