Categories: খেলা

বাংলাদেশের সেই মোহাম্মদকে দেখতে গেলেন মেসি

তিন ভাইবোনের মধ্যে ছোট মোহাম্মদের জন্ম মধ্যপ্রাচ্যের দেশ কাতারের রাজধানী দোহায়। তার মা-বাবা বাংলাদেশি হলেও বাবা কাতারেই একটি পাওয়ার স্টেশনে প্রকৌশলী হিসেবে কর্মরত। সেখানে সুখেই কাটছিলো তাদের দিন। কিন্তু বিশ্বজুড়ে করোনা মহামারির শুরু হলে মোহাম্মদের লিভারে সমস্যা দেখা দেয়। ‘ফুলমিনান্ট হেপাটিক ফেইলিওর’-এ আক্রান্ত হয়। ওই দেশের চিকিৎসকদের পরামর্শ একটাই- বাঁচাতে হলে তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে।
বাবা বললেন, ‘আমি-ই লিভার দেবো’।

মা’র দাবি, তিনিই দান করবেন কিন্তু, পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেল বাবার লিভারের অংশটুকুই নেয়া সম্ভব। অবশেষে, ইচ্ছা অনুযায়ী বাবাই তার জীবন বাজি রেখে ছেলেকে বাঁচানোর সিদ্ধান্ত নিলেন। পরবর্তীতে গত বছরের শেষের দিকে প্রাইভেট এয়ার এম্বুলেন্সে মোহাম্মদকে ভারতের চেন্নাইয়ের বিখ্যাত রিলা ইনস্টিটিউট এবং মেডিকেল সেন্টারে নেয়া হয়।

সেখানে মোহাম্মদের যে অপারেশনটি হয়েছে সেটি পৃথিবীর সবচেয়ে বড় এবং ঝুঁকিপূর্ণ অপারেশনগুলো একটি। ভারতের চিকিৎসকরাও সেটা বলেছেন। যে কারণে ভারতীয় গণমাধ্যমে মোহাম্মদের বিষয়টি প্রচার করা হয়েছিল। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলও তার অপারেশনটি ধারণ করেছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ভারতে চিকিৎসার পর মোহাম্মদ কিছুটা সুস্থ হয়ে উঠলে পরিবারটি আবারো কাতার ফিরে যায়। কিন্তু, ভাগ্যের কী নির্মম পরিহাস। কাতার যাওয়ার পর ফের মোহাম্মদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। নতুন করে তার বোন ম্যারোতে সমস্যা দেখা দেয়। তাকে ফের কাতারের হাসপাতালে ভর্তি করা হয়। সবমিলিয়ে মোহাম্মদের চিকিৎসার প্রায় তিন বছর হতে চললো। এই পরিস্থিতিতে কাতারে এবং বাংলাদেশে অবস্থানরত তার পরিবার-পরিজনদের মনোবল একেবারে ভেঙে গেছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষও চাইছে, মোহাম্মদ এবং তার পরিবারের সদস্যদের মনোবল চাঙ্গা করতে।

মোহাম্মদের প্রিয় খেলোয়াড় এই সময়ে এই গ্রহের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার মেসি। দীর্ঘদিন বিখ্যাত স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় খেলার পর গত বছর প্যারিস সেন্ট জার্মেনি (পিএসজি) ক্লাবে নাম লিখিয়েছিলেন মেসি। কাতারে পিএসজি’র বিভিন্ন অংশীদারদের কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে রোববার (১৫ই মে) দোহায় আসেন মেসি এবং তার ক্লাব সতীর্থরা।

পরবর্তীতে হাসোতাল কতৃপক্ষের আয়োজনে দোহা পৌঁছে মোহাম্মদ এবং অন্যান্য ক্যান্সারাক্রান্ত ক্ষুদে শিশুদের দেখতে সিদরা হাসপাতালে যান মেসি এবং পিএসজি’র পুরো দল। অবুঝ শিশুদের সঙ্গে মিশে গিয়ে তারাও যেনো শিশু হয়ে উঠেছিলেন। শিশুদের খোঁজখবর নেয়ার পাশাপাশি গল্প-গুজবে মেতে উঠেন সবাই। হাসপাতাল সূত্র মানবজমিনকে জানায়, এটাও তাদের চিকিৎসারই একটি অংশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসজি’র অফিশিয়াল পেইজগুলোতেও মেসিদের সিদরা হাসপাতাল ভ্রমণের ভিডিও পোস্ট করা হয়েছে। জানা গেছে, মোহাম্মদের সঙ্গে আবারো দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন মেসি। তাদের ক্লাবের খেলা দেখার আমন্ত্রণও জানিয়েছেন।

banglaekattor

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

২ সপ্তাহ ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৮ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৮ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৮ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৮ মাস ago