Categories: সারাদেশ

ভালোবাসার জন্য ছেড়েছিলেন অনেক কিছু, সেই ছাত্রীর এমন মৃত্যু মানতে পারছেন না সহপাঠীরা

পছন্দের মানুষকে ভালোবেসে বিয়ে করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শ্রেণির ছাত্রী অঙ্কন বিশ্বাস। স্বামীর জন্য ধর্মান্তরিত হয়েছিলেন। অপেক্ষা ছিল সংসার শুরু করার। কিন্তু সুখের সংসার আর করা হলো না অঙ্কনের। প্রায় ১৫ দিন হাসপাতালের আইসিইউতে মৃ’ত্যুর সঙ্গে পাঞ্জা

লড়ে গত শনিবার মা’রা যান তিনি। তাঁর এই মৃ’ত্যুকে অস্বাভাবিক দাবি করে ঘটনার সুষ্ঠু ত’দন্ত চেয়েছেন তাঁর সহপাঠীরা।২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্রী অঙ্কন ২০২১ সালে প্রকাশিত ফলাফলে স্নাতকে প্রথম হয়েছিলেন। ছিলেন ভালো বিতার্কিক। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মা’রা যান তিনি।

অঙ্কনের মৃ’ত্যুর সুষ্ঠু ত’দন্তের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করে সহপাঠী বন্ধুরা ঘটনার বিচার দাবি করেন। বৃহস্পতিবার সকালেও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি মা’নববন্ধন করেন তাঁরা।শিক্ষার্থীরা জানান, বিতর্কের সুবাদে বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ও আইন

বিভাগের ২০১১-১২ বর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদের সঙ্গে অঙ্কনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মার্চ মাসে অঙ্কন ইসলাম ধর্ম গ্রহণ করে শাকিলকে বিয়ে করেন। বিয়ের পর দুজনের মধ্যে নানা বি’ষয়ে ঝামেলা দেখা দেয়। মাঝেমধ্যে অঙ্কন কিছু বি’ষয় বন্ধুদের সঙ্গে শেয়ার করতেন।মা’নববন্ধনে অংশ নেওয়া অঙ্কনের সহপাঠীরা বলেন, গত ২৩ এপ্রিল অঙ্কনের

বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠান ছিল। সেখানে অংশ নেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। পরদিন সকালে যাত্রাবাড়ীতে শাকিলের বাসায় যান অঙ্কন। সেখানে একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি।এরপর রাজধানীর একটি বেস’রকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অঙ্কনকে। অবস্থার অ’বনতি হলে বঙ্গবন্ধু

শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে। আইসিইউর চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় অঙ্কনের পরিবারকে সাহায্য করতে সহপাঠীরা অর্থসহায়তাও তুলছিলেন।ঘটনার বি’ষয়ে জানতে শাকিল আহমেদের মুঠোফোনে একাধিক দিন কল করলেও তা বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। সেই পোস্ট বৃহস্পতিবার তাঁর ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া যায়নি।

এদিকে অঙ্কনের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো মা’মলা করা হয়নি। গণমাধ্যমকর্মীদের সঙ্গেও কথা বলতে চাননি কেউ। পরিবারের বরাতে সহপাঠীরা জানান, আর্থিক ও আইনি ঝামেলার কারণে তাঁরা মা’মলা করছেন না।মা’নববন্ধনে সহপাঠী আমিনুল ইসলাম বলেন, ‘ত’দন্ত ছাড়া একজন মেধাবী ছাত্রীর মৃ’ত্যুর ঘটনা চা’পা পড়ে যাবে, এমনটা হতে পারে না। আমরা চাই ঘটনার সুষ্ঠু ত’দন্ত হোক। পরিবার যদি মা’মলা না–ও করতে চায়, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে র’হস্য উদ্‌ঘাটন করা হোক। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হোক।’

এ বি’ষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপা’চার্য কামালউদ্দীন আহমেদ বলেন, ‘আমরা চাই সত্য ঘটনাটি সামনে আসুক। আমাদের থেকে সর্বাত্মক সহায়তা করা হবে।’এ বি’ষয়ে জানতে চাইলে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ আল মামুন বলেন, ‘ছাত্রী মা’রা যাওয়ার পর আমরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। কিন্তু তারা কোনো অ’ভিযোগ জানাতে চায়নি।’

banglaekattor

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

২ সপ্তাহ ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৮ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৮ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৮ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৮ মাস ago