Categories: সারাদেশ

ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে ৬০ বছর বয়সেও অন্যের বাড়িতে কাজ করেন মা

ছকিনা বেগমের বয়স ৬০। এ বয়সেও আরামের ফুরসত নেই। ভোরের আলো ফোটার আগে ছেলের নাশতা তৈরি করেন। এরপর অন্যের বাড়িতে ছুটে যান। সেখানে দিনভর কাজ করেন। সেখানে ভালোমন্দ খাবার রান্না করেন। সেই খাবার তাঁর ভাগ্যে জোটে না। কোনো দিন পোড়া ভাত, কোনো দিন অবশিষ্ট তরকারি। সন্ধ্যায় ফিরে আবার ঘরের কাজে লেগে পড়েন। তাঁর আশা, ছেলে লেখাপড়া শেষ করে প্রকৌশলী হবে। তখন আর এসব কাজ করতে হবে না।

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের টেংগরজানি গ্রামে ছকিনার বাড়ি। ছকিনার স্বামী মন্টু মিয়া ছিলেন কৃষিশ্রমিক। ১০ বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তখন থেকে সংসারের দায়িত্ব পড়ে ছকিনার ওপর। তাঁদের তিন মেয়ে, এক ছেলে। তিন মেয়ে মিলি, মিলা ও শিলার বিয়ে হয়ে গেছে। একমাত্র ছেলে সাকিব মিয়া (২০)।

সাকিব গাইবান্ধার উত্তরবঙ্গ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ছাত্র। তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে পঞ্চম সেমিস্টারে পড়ছেন। গতকাল শনিবার দেখা যায়, আড়াই শতক জায়গায় ছকিনার বাড়ি। টিনশেডের ছোট এক ঘরে তাঁদের বসবাস। ভেতরে চৌকি ছাড়া কোনো আসবাব নেই।

ছকিনা বলেন, ছেলের পেছনে মাসিক দুই হাজার টাকা খরচ হচ্ছে। এক বছর আগে মেয়ে শিলার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। আট বছরের ছেলে সিহাবকে নিয়ে শিলা মায়ের সংসারে ঠাঁই নেন। অন্যের বাড়িতে কাজ করে যে সম্মানী পান, তা দিয়ে সংসার চলে না। আর ছেলের পেছনে মাসিক দুই হাজার টাকা খরচ হচ্ছে।

ছকিনা বললেন, ‘বাজারোত জিনিসপাতির দাম বাড়ি গেচে। সোংসারই চলব্যার পাচ্চিনে। কত দিন থাকি ছোলগুলেক মাচ গোস্ত খিলব্যার পাইনে। তাক হামার মনে নাই। ইদোত ছোলগুলেক নয়া কাপড়া দিব্যার পাই নাই। ঈদের দিন মানসে একন্যা সেমাই গোস্তর তরকারি দিচোলো, তাক দিয়া ঈদ পার করচি। পেটোত পাতর বান্দি চলব্যার নাগচি। শুদু ব্যাটাক নেকাপড়া করেয়া মানুষ করব্যার জন্যে। ব্যাটা চাকরি করি ওবাব দূর করবে, সেই আসাত মানসের বাড়িত কাম করব্যার নাগচি।’

সাকিব মিয়া বলেন, ‘মা কষ্ট করে আমাকে পড়াচ্ছেন। ভালোভাবে লেখাপড়া করছি। মায়ের ঋণ কখনো শোধ করা যাবে না। তবু আশা, চাকরি করে মায়ের মুখে হাসি ফোটাব। আমার মায়ের মতো মা হয় না।’ সূত্রঃ প্রথম আলো

banglaekattor

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

১ দিন ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago