ইসলামকে জানতে গিয়ে নিজেই ইসলাম গ্রহণ করলেন ভারতের সবরিমালা জয়াকান্থন

আন্তর্জাতিক: ভারতের তামিলনাড়ু প্রদেশের জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার ও শিক্ষক সবরিমালা জয়াকান্থন ইসলামকে জানতে গিয়ে নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলামকে কাছ থেকে জানতে ও বুঝতে সবরিমালা জয়াকান্থন মক্কা শহরের সিদ্ধান্ত নেন। পবিত্র কাবার কিসওয়াহ স্পর্শ করে তিনি ইসলাম গ্রহণকরেন এবং নিজের নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন ফাতিমা সবরিমালা।

ফাতিমা বলেন, ‘মুসলিমদের প্রতি সারা বিশ্বে এত ঘৃণার কারণ কী? নিজেকে এই প্রশ্ন করার পর নিরপেক্ষভাবে কুরআন পড়া শুরু করলাম। ক্রমশ সত্যটা জানলাম। এখন আমি নিজের চেয়েও ইসলামকে বেশি ভালোবাসি। একজন মুসলিম হতে পেরে আমি গর্বিত।’

একথা বলার পর সব মুসলিমের কাছে তার অনুরোধ, প্রত্যেকের কাছে কুরআনের বার্তা পৌঁছে দেয়া হোক। মুসলিমদের উদ্দেশ্য করে আরো বলেন, ‘আপনাদের ঘরে একটি দুর্দান্ত ও অসাধারণ বই রয়েছে। এটা কেন লুকিয়ে রাখছেন। এই বইটি বিশ্ববাসীর পড়া দরকার।’

১৯৮২ সালের ২৬ ডিসেম্বর মাদুরাইয়ে জন্মগ্রহণ করেন সবরিমালা। তার বিয়ে হয় জয়াকান্থনের সাথে। তার এক ছেলে। নাম জয়াচোলান। তামিলনাডুর দিন্দিগুলে তিনি শিক্ষালাভ করেন ও ২০০২ সালে কুড্ডালোর জেলার কাট্টুমান্নারগুডির এল্লেরি স্কুলে শিক্ষক পদে যোগ দেন।

পরবর্তীতে দেশের জন্য কিছু করবেন বলে ঠিক করেন সবরিমালা। আর তাই কাজে ইস্তফা দিয়ে দেন তিনি। সবরিমালার ইচ্ছা গোটা ভারতবর্ষে একক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার। তার মতে, নিট পরীক্ষার কোনো দরকার নেই। বলেন, ’ভারতে যখন একটি সাধারণ শিক্ষা ব্যবস্থা নেই, তখন নিট কিভাবে সবার জন্য ন্যায়সঙ্গত হতে পারে।’ এক পর্যায়ে নিট পরীক্ষা বন্ধ করার দাবিতে তিনি অনশন শুরু করেন। ভারতে একটি সাধারণ শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করতে থাকেন।

২০০২ সাল থেকে সমাজের বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেন সবরিমালা। শিক্ষায় সমতা, মহিলা ও মেয়েদের অধিকারের দাবিতে সরব ভূমিকা পালন করতে দেখা গেছে তাকে। ২০১৭ সালে নিজ রাজ্যে ’ভিশন ২০৪০’ নামক একটি সংস্থা প্রতিষ্ঠা করেন এই সমাজসেবী। উদ্দেশ্য ছিল, মেয়ে শিশুদের সুরক্ষিত রাখা ও সবাইকে একটি একক শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা। সমাজে মহিলাদের বিরুদ্ধে অন্যায় অবিচার রুখে দিতে বেশকিছু পদক্ষেপ নিয়েছেন তিনি। সূত্র : পুবের কলম

banglaekattor

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

১ সপ্তাহ ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৮ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৮ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৮ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৮ মাস ago