Categories: বিনোদন

‘ভালো চেহারা হলেই হবে না, ভালো অভিনয়ের জন্য মেধাবী হতে হবে’

ঢাকার চলচ্চিত্রে জুটি বাঁধছেন মাহফুজ আহমেদ ও শবনম ইয়াসমিন বুবলী। ‘প্রহেলিকা’ নামের নতুন একটি ছবিতে চূড়ান্ত করা হয়েছে তাঁদের। বিষয়টি নিশ্চিত করে ছবির পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘দুজনের সঙ্গেই কাজের ব্যাপারটি চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে দুজনকে নিয়ে কয়েক দিন রিহার্সালও করেছি।’

এই ছবিতে কাজের মধ্য দিয়ে শুটিংয়ে ফিরছেন মাহফুজ আহমেদ। সর্বশেষ ২০১৮ সালে ‘সাড়ে তিন খানা চিঠি’ নামে এক ঘণ্টার নাটকে অভিনয় করেছিলেন। শেষ সিনেমা ‘জিরো ডিগ্রি’ ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি মুক্তি পায়।

মাহফুজ আহমেদ বলেন, ‘অনেক দিন বিরতি নিয়েছি, ভালোভাবে কাজে ফেরার জন্য। “প্রহেলিকা” ছবি দিয়ে সেভাবেই কাজ শুরু করতে যাচ্ছি। পরিচালকের সঙ্গে চিত্রনাট্য নিয়ে অনেকবার বসেছি। গল্পটি অনেক ভালো। তা ছাড়া চয়নিকা চৌধুরীর সঙ্গে আমার কাজের রসায়নটাও চমৎকার। তাঁর পরিচালিত অনেক নাটক দর্শকের প্রশংসা পেয়েছে।’

বুবলী প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘বুবলীকে দেখে আমার মনে হয়েছে তিনি একজন বুদ্ধিমতী মেয়ে। এখনকার পৃথিবীতে ভালো চেহারা হলেই হবে না, ভালো অভিনয়ের জন্য মেধাবী হতে হবে। বুবলীকে আমার কাছে একজন মেধাবী অভিনেত্রী মনে হয়। প্রয়োজনে কতটুকু কথা বলা দরকার, কীভাবে বলা দরকার, এসব বিষয়ে বুবলী দারুণ। তাঁকে আমার পরিশীলিত, মার্জিত মনে হয়।’

এই ছবিতে কাজের ব্যাপারে বুবলী বলেন, ‘এটি আমার জন্য চমৎকার ব্যাপার। চয়নিকা আপা যখন আমার সঙ্গে যোগাযোগ করলেন, আমি অনেক খুশি হয়েছিলাম। আমি একজন মেয়ে হিসেবে চয়নিকা আপার জন্য গর্ব করি। তাঁর কাজের আলাদা একটা স্টাইল আছে।’

এদিকে কাজটি চূড়ান্ত হওয়ার পরও বুবলী জানতেন না এই ছবিতে তাঁর সহশিল্পী মাহফুজ আহমেদ। তিনি বলেন, ‘আপা বলতেন, “তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।” যখন মাহফুজ ভাইয়ের নামটি জানতে পারলাম তখন মনে হলো, আসলেই কি সত্যি? কারণ, ছোটবেলা থেকেই মাহফুজ ভাইয়ের অভিনয়ের বড় ভক্ত আমি। তাঁর অভিনয়, তাঁর লুক, তাঁর এক্সপ্রেশন—ভক্তদের কাছে স্বপ্নের মতো। এটি আমার জন্য বড় পাওয়া।’

এ ব্যাপারে পরিচালক বলেন, ‘মাহফুজকে আমার প্রথম ছবিতে নিতে চেয়েছিলাম। কিন্তু নেওয়া হয়নি। এবার সেই সুযোগ হচ্ছে। আমাদের দুজনের বন্ধুত্ব সেই ১৯৮৮ সাল থেকে। আমাদের দুজনের কাজের রসায়নটা শক্তিশালী। এ কারণে তাঁর সঙ্গে যেকোনো কাজ সহজ হয়, ভালো কাজ হয়।’

চয়নিকার চোখে পছন্দের নায়িকা বুবলী। তাঁকে নেওয়া প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এই ছবির চরিত্রে ভালো মানাবে বুবলীকে। আমার কাছে মনে হয়, কলকাতার অভিনেত্রী দেবশ্রী রায়ের একটা ছাপ আছে বুবলীর মধ্যে। মেয়েটি শান্ত, ঠান্ডা মাথার। তাঁর মধ্যে সরল একটি ব্যাপার আছে। তা ছাড়া বুবলী অভিনীত ওয়েব ফিল্ম “টান” দেখে মুগ্ধ হয়েছি।’

কবে থেকে শুটিং শুরু হবে? জানতে চাইলে পরিচালক বলেন, ‘একটু সময় নিচ্ছি। কারণ, এবার ছবির প্রি-প্রোডাকশনের কাজ নিখুঁতভাবে শেষ করে শুটিং শুরু করতে চাই। আশা করছি ১ জুন থেকে শুটিং শুরু করতে পারব।’‘প্রহেলিকা’ ছবির গল্প সম্পর্ক নিয়ে। এর গল্প, চিত্রনাট্য, সংলাপ—সবগুলোই লিখেছেন পান্থ শাহরিয়ার।

banglaekattor

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

৪ দিন ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago