Categories: Homeজাতীয়

ম্যানহোলের ঢাকনা চু’রি করে ফুলে ফেঁপে ওঠেন কা’উন্সিলর পা’গলা মিজান

বা’হিনী গঠন করে ম্যানহোলের ঢাকনা চু’রি; এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন মা’দক কা’রবারীদের গ’ডফাদার। ১৯৯৪ সালে তিনি কাউন্সিলরও নির্বাচিত হয়ে যান।রাজধানীর মোহাম্মদপুরের সাবেক ওয়ার্ড কা’উন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগ’লা মিজানের সর্ম্পকে এমন তথ্য উঠে এসেছে পুলিশের অ’পরাধ ত’দন্ত বি’ভাগের (সি’আইডি) ত’দন্তে।

সি’আইডি বলছে, অ’বৈধভাবে ২০ কোটি টাকার মালিক হয়েছেন মিজান। এ ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় তার নামে রয়েছে অন্তত ১৫টি ফ্ল্যাট। তার বি’রুদ্ধে অর্থ পা’চার আইনের মা’মলার চা’র্জশিটে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। সম্প্রতি সি’আইডি আ’দালতে ওই চা’র্জশিট জমা দেয়।

গত বছর আইন শৃঙ্খলা বা’হিনী ক্যা’সিনো ও দু’র্নীতিবি’রোধী অ’ভিযান শুরু করলে হাবিবুর রহমান মিজান বিদেশে পা’লানোর চে’ষ্টা করেন। এরপর ১১ অক্টোবর র‌্যা’ব তাকে মৌলভী বাজারের শ্রীমঙ্গলের একটি বাসা থেকে অ’স্ত্রসহ গ্রে’প্তার করে। পরে তার বি’রুদ্ধে সেখানে অ’স্ত্র আইনে মা’মলা হয়।

র‌্যা’ব তার ঢাকার বাসায় অ’ভিযান চা’লিয়ে ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক ও এক কোটি টাকার এফডিআর উ’দ্ধার করে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় অর্থ পা’চার আইনে (মানিলন্ডারিং আইন) মা’মলা হয়। এ মা’মলায় ত’দন্ত শেষে সি’আইডি আ’দালতে চা’র্জশিট জমা দেয়।

মা’মলার ত’দন্ত কর্মকর্তা সি’আইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদের দেওয়া চা’র্জশিটে মিজানুর রহমানের অ’বৈধ আয় ও তার উত্থানের বি’ষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

এতে বলা হয়, মিজান গ্রামের বাড়ি ঝালকাঠি থেকে ১৯৭৩ সালে ঢাকায় এসে মোহাম্মদপুর এলাকায় নানা অ’পরাধে জ’ড়িয়ে প’ড়েছিলেন। ছি’নতাই করে পা’লিয়ে যাওয়ার সময় পু’লিশ তাকে আ’টক করলে র’ক্ষা পাওয়ার জন্য তিনি নিজেই বি’বস্ত্র হয়ে দৌড়াতে থাকেন। তখন থেকে লো’কজন তাকে পাগ’লা মিজান নামে চেনে। এক পর্যায়ে নিজে বা’হিনী গঠন করে ম্যানহোলের ঢাকনা চু’রি শুরু করে তার গ্রুপের লো’কজন। ধীরে ধীরে মিজান হয়ে ওঠেন মা’দক কা’রবারীদের গ’ডফাদার। ১৯৯৪ সালে তিনি কা’উন্সিলরও নির্বাচিত হয়ে যান।

চা’র্জশিটে বলা হয়, ১৯৭৫ সালের শেষ দিকে মিজান মিরপুরে একটি মিষ্টির দোকান দিয়েছিলেন। ৮০’র দশকে গণপূর্তের ঠিকাদারি লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করেন। ২০০১ সালে বছিলায় একটি ইটভাটা দেন। ওই এলাকাতেই ‘হাবিব প্লাজা নামে একটি মার্কেট, লালমাটিয়ার স্বপ্নপুরী হাউজিংয়ে সাতটি ফ্ল্যাট, মোহাম্মদপুর আওরঙ্গজেব রোডে একটি ফ্ল্যাট এবং পল্টনে পুরো পাঁচতলা ভবনে ১০টি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। এ ছাড়া তিনি ঢাকার হজ কাফেলা অ্যান্ড ট্রাভেলসের মালিক। এর বাইরে মা’দক ব্যবসার ভাগ, দ’খল ও ত্রা’সের ‘রাজত্ব করে তিনি টাকা কামিয়েছেন। তার স্ত্রীর নামেও তিনটি ফ্ল্যাট রয়েছে।

সি’আইডির ত’দন্ত সংশ্নিষ্ট একজন কর্’মকর্তা জানিয়েছেন, মিজানের স্ত্রী মনি রহমানের নামে তিনটি ফ্ল্যাট ছাড়াও তিনটি গাড়ি রয়েছে। কয়েকটি ব্যাংক হিসাবে তার নামে ১৬ লাখ ৬৩ হাজার ৩৫৪ টাকা পাওয়া গেছে। তবে ক’রোনা আ’ক্রান্ত হয়ে তিনি মা’রা যাওয়ায় তাকে চা’র্জশিটভুক্ত আ’সামি করা হ’য়নি।

banglaekattor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago