একদিনে ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২৫ টাকা বৃদ্ধি

বৃহস্পতিবার রাত পর্যন্ত বগুড়ায় পেঁয়াজের দাম কেজিতে ছিল ৪৫ টাকা। একদিনের ব্যবধানে শুক্রবার সকালে সেই পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়েছে ২৫ টাকা। শুক্রবার ৭০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে।পেঁয়াজের ভরা মৌসুমে রাতারাতি দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে ব্যবসায়ী মালিক সমিতির নেতারা বলছেন দুই থেকে তিন দিনের মধ্যে মিয়ানমার থেকে পেঁয়াজ আসা শুরু হলে বাজারে পেঁয়াজের দাম কমবে।

শহরের ফতেহ আলী বাজারসহ কাঁচামালের বাজারে খোঁজ নিয়ে জানা যায়, এক সপ্তাহ আগে খুচরা বাজারে ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। পরে কেজিতে ৫ টাকা বেড়ে কেজি প্রতি ৪৫ টাকা দরে বিক্রি হতে থাকে। হঠাৎ করে শুক্রবার সকাল থেকে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে।

ফহেত আলী বাজারের আব্দুল আলিম নামে পেঁয়াজের খুচরা বিক্রেতা জানান, বৃহস্পতিবার রাতেই পাইকারী বাজারে পেঁয়াজের দাম ছিল ৪০ টাকা ও খুচরা বাজারে ৪৫ টাকা। শুক্রবার পাইকারী বাজারে পেঁয়াজ কিনতে গেলে দাম চাওয়া হয় ৬০ থেকে ৬৫ টাকা কেজি, আর তা কিনে খুচরা বাজারে বিক্রি করতে হচ্ছে ৭০ টাকায়।

এদিকে পেঁয়াজের আবাদের ভরা মৌসুমে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে পেঁয়াজের দাম বাড়তে থাকায় বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। বাজারে জনৈক মফিদুল ইসলাম নামে ক্রেতা বলেন,রাতের মধ্যে পেঁয়াজের দাম হঠাৎ করে কেজিতে ২৫ টাকা বেড়ে যাওয়া কেমন কথা। পেঁয়াজ নিয়ে কোন কারসাজি করা হচ্ছে বলে তিনি মনে করেন।

শহরের রাজাবাজার আড়ৎ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন দুই থেকে তিন দিনের মধ্যে পেঁয়াজের দাম কমতে শুরু করবে। ভারত থেকে পেঁয়াজ আমদানী বন্ধ থাকায় বাজারে প্রভাব পড়েছে। তিনি আরো বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হলেও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি শুরু করা হচ্ছে। মিয়ানমার থেকে আমদানি শুরু হলে বাজার স্বাভাবিক হবে।

অপরদিকে বগুড়া কৃষি বিপনন কার্যালয়ের মাঠ ও বাজার পরিদর্শক আবু তাহের বলেন,আমি শুক্রবার বাজারে গিয়ে দেখলাম হঠাৎ পেঁয়াজের দাম কেজিতে ২০/২৫ টাকা বেড়েছে। দাম বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, এ জেলার কৃষকরা যে পেঁয়াজ চাষাবাদ করেছে তা এখনও উত্তোলন করেনি। এছাড়া পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দাম বেড়েছে। তবে হঠাৎ এতো বেশি দাম বাড়ায় নিজেও হতবাক বলে জানান তিনি।

banglaekattor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago