Categories: জাতীয়

সার্চ কমিটির ১০ জনের নামের গোপন তালিকায় যারা

নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি তার কাজ সম্পন্ন করেছে। ইতিমধ্যে সার্চ কমিটি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি গ্রহণ করেছে এবং নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য ১০ জনের নামের তালিকা মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রদান করা হবে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। তবে অনুসন্ধান কমিটি এই নামের তালিকা প্রকাশ করবে না। অনুসন্ধান কমিটি বলছে, এই নামের তালিকা একটি রাষ্ট্রীয় গোপনীয় বিষয়, কাজেই চূড়ান্ত হবার আগ পর্যন্ত কারো নাম প্রকাশ করাটা একদিকে যেমন তাদের জন্য বিব্রতকর অন্যদিকে এটি নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াকেও প্রশ্নবিদ্ধ করতে পারে।

আর এ কারণেই ৩২২ জনের যে নামের তালিকা তারা পেয়েছিল সেখান থেকে ১০ জনের চূড়ান্ত নামের তালিকা তারা প্রকাশ করেনি। বিভিন্ন সূত্র থেকে কাদের নাম নতুন নির্বাচন কমিশনের জন্য দেওয়া হয়েছে সে ব্যাপারে কিছু তথ্য পাওয়া গেছে। তবে এই ১০ জনের নামই যে দিয়েছে, এমন তথ্য নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে যে ১০ জনের নাম দিয়েছে বলে জানা গেছে তাদের মধ্যে রয়েছেন:

১. মোশাররফ হোসেন ভূঁইয়া: তিনি সাবেক মন্ত্রিপরিষদ সচিব। ১৯৮১ ব্যাচের কর্মকর্তা।
২. হাবিবুল আওয়াল: সাবেক প্রতিরক্ষা সচিব এবং আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের সাবেক ড্রাফটিং সচিব। তিনি ৮১ ব্যাচের কর্মকর্তা।
৩. ড. মোহাম্মদ সাদিক: ড. মোহাম্মদ সাদিক সাবেক সিনিয়র সচিব এবং পরবর্তীতে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান। তিনি ১৯৮২ ব্যাচের কর্মকর্তা।
৪. ড. জাফর আহমেদ খান: তিনি ১৯৮২ ব্যাচের কর্মকর্তা এবং সিনিয়র সচিব হিসবে সংসদ সচিবালয়ের দায়িত্ব পালন করে অবসরে গেছেন।
৫. সিরাজুল হক খান: সিরাজুল হক খান সাবেক সচিব স্বাস্থ্য সেবা বিভাগ।

৬. এম এ হান্নান: সাবেক রাষ্ট্রদূত এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
৭. ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাইদুর রহমান খান।
৮. ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান।
৯. বিচারপতি নাজমুন আরা সুলতানা।
১০. বিচারপতি শামসুন্নাহার বেগম।

এই ১০ জনের নাম দেয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে একাধিক সূত্র বলছে যে, এ ব্যাপারে অনুসন্ধান কমিটি কঠোর গোপনীয়তা আরোপ করেছে। এই ১০ জনের নামই যে আছে এমনটি নিশ্চিতভাবে কারও পক্ষে বলা সম্ভব নয়। অনুসন্ধান কমিটিতে নামগুলো নিয়ে যে আলোচনা হয়েছে, সেই আলোচনার প্রেক্ষিতে বিভিন্ন সদস্যরা তাদের যে মতামত দিয়েছেন, সেই মতামত ভিত্তিতেই এই ১০টি নাম পাওয়া গেছে। সংবিধান অনুযায়ী একমাত্র প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য সব বিষয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।

তবে এই কথা বলা হয়েছে কিনা বা কি প্রক্রিয়ায় কথা বলা হয়েছে, এ ব্যাপারে কোনো প্রশ্নও করা যাবে না। এটিই সংবিধানের বিধান। কাজেই রাষ্ট্রপতি এই ১০ জনের নামের তালিকা নিয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করবেন এটা মোটামুটি নিশ্চিত। তবে কি প্রক্রিয়ায় তিনি গ্রহণ করবেন এটি তার সাংবিধানিক এখতিয়ার। তবে চলতি সপ্তাহের মধ্যেই নতুন নির্বাচন কমিশন গঠিত হতে যাচ্ছে এটি মোটামুটি নিশ্চিত। সূত্রঃ বাংলা ইনসাইডার

banglaekattor

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

২ দিন ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago