Categories: সারাদেশ

ভিডিও দেখিয়ে টানা দুই বছর তরুণীকে ২৫ বার ধ’র্ষ’ণ, বিয়ের দাবিতে বাড়িতে হাজির

পাবনার ভাঙ্গুড়ায় প্রেমিকার সঙ্গে শা’রীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে সেই ভিডিও দেখিয়ে টানা দুই বছর ধ”ণের অ’ভিযোগ উঠেছে এক যুবকের বি’রুদ্ধে।দীর্ঘ এই সময়ে অন্তত ২৫ তাকে ধ”ণ করা হয়েছে। অ’ভিযুক্ত ওই যুবক উপজে’লার গজারমা’রা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বুলবুল আহমেদ বিপুল (৩০)। আর মেয়েটির বাড়ি পার্শ্ববর্তী জে’লা সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। বিয়ের দাবিতে ওই ত’রুণী গত ২৮ ডিসেম্বর থেকে বিপুলের বাড়িতে অবস্থান করছেন।

তবে শুক্রবার সকালে বিপুলের বাড়ির লোকজন মা’রধর করে তাকে বাড়ি থেকে বের করে দিলে ঘটনাটি জানাজানি হয়। ত’রুণী জানান, প্রায় চার বছর আগে ফেসবুকের মাধ্যমে বিপুলের সঙ্গে তার পরিচয় হয়। এর পর তাদের মধ্যে প্রেম হয়। এর কিছু দিন পর বিপুল তাকে দেখা করার জন্য চা’প দিলে মেয়েটি তার সঙ্গে দেখা করে। ওই সময় বিপুল তার বোনের বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটির সঙ্গে শা’রীরিক সম্পর্ক করে এবং কৌশলে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।

পরে সেই ভিডিও দেখিয়ে অন্তত ২৫ বার বিভিন্ন স্থানে নিয়ে তাকে ধ”ণ করে বলে অ’ভিযোগ ত’রুণীর। একপর্যায়ে মেয়েটি অ’ন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার গর্ভের বাচ্চা ন’ষ্ট করতে বা’ধ্য করেন বিপুল। এর পর তিনি বিপুলকে বিয়ের জন্য চা’প দেন। কিন্তু বিপুল বি’ষয়টি এড়িয়ে যেতে শুরু করেন। পরে ২৮ ডিসেম্বর বিয়ের দাবিতে বিপুলের বাড়িতে উপস্থিত হন মেয়েটি।

বি’ষয়টি ইউপি চেয়ারম্যান আফসার আলী জানতে পেরে মেয়েটির নিরাপত্তায় একজন গ্রামপুলিশ নিয়োজিত করেন। গ্রামপুলিশের পাহারায় গত দুদিন সেখানে থাকলেও শুক্রবার সকালে ওই ত’রুণীকে বিপুলের পরিবারের লোকজন মা’রধর করে বাড়ি থেকে বের করে দেন। এ বি’ষয়ে বিপুলের বাবা ইসমাইল হোসেন জানান, উচ্চমহলের নির্দেশেই তিনি ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছেন।

ঘটনা শুনে চেয়ারম্যান আফসার আলী সেখানে যান এবং বিপুলের বাবাকে তার ছেলেকে হাজির করতে চা’প দেন। এ বি’ষয়ে ইউপি চেয়ারম্যান আফসার আলী সাংবাদিকদের বলেন, শুধু প্রেমের সম্পর্কের কারণে সম্মান বিসর্জন দিয়ে সাধারণত কোনো মেয়ে অন্যের বাড়িতে চলে আসতে পারে না।

মেয়ের অ’ভিযোগ— তাকে ভিডিও দেখিয়ে ধ”ণ করা হয়েছে, আমিও সেটি বিশ্বাস করি। বিপুলকে হাজির করতে বলা হয়েছে। মেয়ের পরিবারকে সংবাদ পাঠানো হয়েছে। তারা এলে বিয়ে দেওয়া হবে।ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, বি’ষয়টি ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে অবগত হয়েছি। শুনেছি বি’ষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে। সেখানের বিট কর্মকর্তাকে বি’ষয়টি দেখতে বলা হয়েছে।

banglaekattor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago