Categories: সারাদেশ

সিঙ্গাপুরে যাওয়া হলো না জেবার

জয়নাল হাজারির একটি পত্রিকা আছে। পত্রিকার পাশাপাশি তিনি ফেসবুকে একটি লাইভ অনুষ্ঠান পরিচালনা করতেন। যেখানে সমসাময়িক বিষয়াবলী নিয়ে বিশ্লেষণ করতেন। মাঝে মধ্যে সেসব আলোচনা সোশ্যাল মিডিয়ায় আলোচ্য বিষয় হতো। কখনো কখনো পরিণত হতো সমালোচনায়। এছাড়াও ওই লাইভে সংবাদ বুলেটিন প্রচার করতেন।

ওই সংবাদ বুলেটিন তিনি জেবা নামের একজন মেয়েকে নিযুক্ত করেছিলেন। অবাধ বুলেটিন প্রচারের জন্য জয়নাল হাজারী যেখানে যাবেন সেখান থেকেই প্রচার করবেন জানিয়েছিলেন। চিকিৎসার জন্য জয়নাল হাজারী সিঙ্গাপুরে যেতেন। সেখান থেকে বুলেটিন প্রচার অব্যাহত রাখতে চেয়েছিলেন।

সম্প্রতি জয়নাল হাজারী ফেসবুক লাইভে জেবা নামের ওই তরুণীকে উপস্থিত করান। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের এখানে যে মেয়েরা এসেছে তাদের মধ্যে তুমি স্মার্ট। তুমি যদি সবকিছু ঠিকঠাক ম্যাচ করতে পারো তাহলে আমরা অনুষ্ঠান তোমাকে নিয়েই করবো। আমাদের এখানে এখন পর্যন্ত যত মেয়ে এসেছে তুমি তাদের মধ্যে স্মার্ট এবং দেখতেও সুন্দর।’

এসময় জেবা নিঃশব্দে ঠোঁট প্রসারিত করে হেসে ওঠেন। কথোপকথন স্টাইলে ওই লাইভে জেবাকে জয়নাল হাজারী বলেন, ‘আমাদের প্রথম প্রশ্ন তুমি কি গান গাইতে পারো? জেবা বলেন, চেষ্টা করবো, মোটামুটি। জয়নাল হাজারী বলেন, চেষ্টা করা এক জিনিস আর পারো কি না, গাও কি না? জেবা ফের বলেন, মোটামুটি।’

এ সময় জয়নাল হাজারী বলেন, ‘গান গাওয়ার ক্ষেত্রে মোটামুটি শব্দটা আমার কাছে রহস্যজনক। অবশ্য কেউ নিজেকে নিয়ে বলতে পারে না যে আমি ভালো গান গাই বা খারাপ গাই। যদি তুমি মোটামুটি বলো, তাহলে তুমি নিজের কথা নিজে বলছ না। মোটামুটি মানে তুমি পারো, আমার মনে হয় তুমি ভালোই গাও। আজকে তোমাকে আমি গাইতে বলবো না। তুমি যদি রেগুলার আসা যাওয়া করো তাহলে আমাদের শ্রোতাদের গান শোনানো হতে পারে।’

নাচের কথা জিজ্ঞেস করতেই জেবা বলেন, ‘অ্যাজ এ মডেল নাচ তো আমাকে পারতেই হবে। যেহেতু আমি মিডিয়াতে কাজ করি। নাচ পারি। জয়নাল হাজারী জেবাকে পরের প্রশ্ন জিজ্ঞেস করেন, তোমার দেশের বাড়ি কোথায়? জেবা বলেন, বগুড়াতে। জয়নাল হাজারী ফের জিজ্ঞেস করেন বগুড়া কোন উপজেলা? জেবা বলেন, শিবগঞ্জ।’

জয়নাল হাজারী জানালেন, তার এই লাইভ প্রোগ্রাম বিভিন্ন জায়গা থেকে করতে হবে। তিনি বলেন, ‘আমরা সিঙ্গাপুর থেকেও এই লাইভ প্রোগ্রাম করবো। এমনকি মালয়েশিয়াতেও করতে হবে। মালয়েশিয়া আমাদের কাছে ডালভাত। আমরা যদি সিঙ্গাপুরে করি, তুমি আমাদের সঙ্গে যাবে কি না? হ্য্যাঁ ইনশাল্লাহ। যদি ভালো নিউজ প্রেজেন্টার হতে পারি কেন যাব না? জয়নাল হাজারী বলেন, তোমার গার্ডিয়ান রাজি হবে? জেবা বলেন,

আমার মা-বাবা সব সময় আমাকে সাপোর্ট করে। সিঙ্গাপুর কেন আমকার মা বাবা বলে ভালো কাজের জন্য দেশের ওই প্রান্তে চলে যাও। জয়নাল হাজারী বলেন, আমরা খুবই খুশি হলাম যে তুমি আমাদের সঙ্গে সিঙ্গাপুর যেতে রাজি আছ।’ কিন্তু সিঙ্গাপুর থেকে জয়নাল হাজারীর এই লাইভ বুলেটিন করার সুযোগ হয়নি। জেবারও সিঙ্গাপুর যাওয়ার সুযোগ হলো না। তার আগেই প্রয়াত হলেন জয়নাল হাজারী।

banglaekattor

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

১ সপ্তাহ ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৮ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৮ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৮ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৮ মাস ago