জন্মদিনেই না ফেরার দেশে দুর্জয়

সোমবার ছিল মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের জন্ম’দিন। এ দিনেই পাড়ি জমালেন না ফেরার দেশে। রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতায় চা’পা পড়ে নি’হত হন তিনি।২০০২ সালের ২৯ নভেম্বর জন্ম হয় মাইনুদ্দিনের। এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন। বাবা আবদুর রহমান রামপুরায় একটি চায়ের দোকান চালান। দুই ভাই ও এক বোনের মধ্যে মাইনুদ্দিন সবার ছোট। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

বাসের চা’পায় ছেলে মা’রা যাওয়ার খবর শুনে কা’ন্নায় ভে’ঙে পড়েন মাইনুদ্দিনের মা রাবেয়া বেগম। কা’ন্নাজ’ড়িত কণ্ঠে তিনি বলেন, ‘জন্ম’দিনে আমার ছেলে এভাবে চলে যাবে মানতে পারছি না।’ ছেলের মৃ’ত্যুর খবর কিছুতেই মানতে পারছেন না বাবা আবদুর রহমানও। বারবার জ্ঞান হারাচ্ছেন। জ্ঞান ফিরলেই বড় ছেলে মনির ও পাশে থাকা আত্মীয়-স্বজনদের উদ্দেশে বলছেন, ‘তোরা আমার পুতরে ফোন দে। ফোন দিলেই আমার পুত বাসায় চলে আসবে। ভিক্ষা করে হলেও আমার পুতরে কলেজে পড়াব।’

পূর্ব রামপুরার তিতাস রোডের মোল্লা বাড়ির ভাড়া বাসায় আহাজারি করতে করতে আবদুর রহমান বলেন, ‘সন্ধ্যা থেকে ছেলে রাত ৯টা পর্যন্ত চায়ের দোকানে ছিল। পরে আমি দোকানে আসার পর বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বের হয় সে। যাওয়ার সময় ছোলা খাওয়ার কথা বলে ১০ টাকা আবদার করলে আমি টাকা দেই। পরে রাত সাড়ে ১০টার দিকে খবর পাই আমার ছেলে মা’রা গেছে।’

নি’হত মাইনুদ্দিনের বেয়াই বাদশা মিয়া প্রথম আলোকে বলেন, ‘মাইনের মোবাইল থেকে ফোন আসে। আমি ধরতেই অপর প্রান্ত থেকে একজন বলেন, মাইন বাসের ধাক্কায় মা’রা গেছে। পরে আমি ফোন করে আমার ভাই সাদ্দামকে (মাইনুদ্দিনের দুলাভাই) জানাই। ঘটনাস্থলে গিয়ে ম’রদেহ দেখে আমার ভাই অ’সুস্থ হয়ে পড়েন।’

রিপন মিয়া নামের এক প্রত্যক্ষদর্শী জানান, রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে আসার সময় দু’র্ঘটনাটি ঘটে। অনাবিল ও রাইদা পরিবহনের দুটি বাস প্রতিযোগিতা করছিল। অনাবিল বাসটি মাইনুদ্দিনকে চা’পা দেয়। ঘটনাস্থলেই মা’রা যান তিনি। পরে বিক্ষু’ব্ধ জনতা বাসে আ’গুন দেয় ও ভা’ঙচুর করে। এ ঘটনার জেরে রাত দেড়টা পর্যন্ত এই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ ছিল।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, জনতার দেওয়া আ’গুনে নয়টি বাস পু’ড়ে গেছে। আরও তিনটি বাসে ভা’ঙচুর চা’লানো হয়েছে। খবর পেয়ে রামপুরা ও হাতিরঝিল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। দিবাগত রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থলে উপস্থিত মতিঝিল বিভাগের পুলিশ উপকমিশনার আব্দুল আহাদ সাংবাদিকদের বলেন, ‘আমরা বাস ও চালককে আ’টক করেছি। ঘটনার পর বিক্ষু’ব্ধ জনতা কয়েকটি বাসে আ’গুন দিয়েছে। জনতার সঙ্গে মিশে কেউ না’শকতা করেছে কি না সেটাও ত’দন্ত করে দেখছি।’ সূত্রঃ প্রথম আলো

banglaekattor

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

২ সপ্তাহ ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৮ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৮ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৮ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৮ মাস ago