Categories: সারাদেশ

হাফ পাসের আ’ন্দোলন শিক্ষার্থীদের ওপর হা’ মলা, ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

গণপরিবহনে ছাত্র-ছা’ত্রীদের জন্য অর্ধেক ভাড়া চালুর দাবিতে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শিক্ষার্থীদের ও’পর চড়াও হয়েছে ঢাকা কলেজের একদল ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে ঢাকা কলেজের দিক থেকে ৫০-৬০ জন তরুণ লা’ঠিসোঁটা নিয়ে এসে আ’ন্দোলনরত শিক্ষার্থীদের ও’পর হা’মলা করে। কিছুক্ষণ ধা’ওয়া পাল্টা ধা’ওয়া চলার পর আ’ন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে যায়।

সেখানে দায়িত্বরত পু’লিশ পরিদর্শক সাইফুল ইস’লাম বলেন, “আ’ন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থীর বা’গবি’ত’ণ্ডা হয়েছিল। পরে তাদের মধ্যে ধা’ওয়া পাল্টা ধা’ওয়ার ঘটনা ঘটে।” ডিজে’লের দাম বাড়ানোর পর বাস ভাড়া বৃ’দ্ধির প্রেক্ষপাপটে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা গত প্রায় এক সপ্তাহ ধরেই ঢাকার বিভিন্ন এলাকায় বি’ক্ষো’ভ-অ’বরোধের মত কর্মসূচি চা’লিয়ে আসছে।

এর ধারাবাহিকতায় সিটি কলেজ, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অ’বরোধ করে। বাসে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকে তারা।

হাফ পাসের (বাসে অর্ধেক ভাড়া) দাবিতে চলা আন্দোলন থেকে এক ছাত্রকে আজ মঙ্গলবার তুলে নিয়ে যাওয়ার অ’ভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রকে ঢাকা কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগর উপকমিশনার সাজ্জাদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরাও শুনেছি আইডিয়াল কলেজের একজন ছাত্রকে ঢাকা কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

আমরা ঢাকা কলেজের অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে এ বি’ষয়ে দ্রুত আমাদের জানাতে বলেছি।’ তিনি আইডিয়াল কলেজের অধ্যক্ষের সঙ্গেও কথা বলেছেন। ছাত্রটির নাম–পরিচয় তিনি জানেন না বলে জানিয়েছেন প্রথম আলোকে।

হাফ পাশের দাবিতে আজ বেলা ১২ টার দিকে ছাত্ররা প্রথমে নীলক্ষেত ও পরে সায়েন্স ল্যাবরেটরিতে সমাবেশ করে। বেলা ২টা ১০ মিনিটের দিকে আজকের মতো আন্দোলনের সমাপ্তি টানে ছাত্ররা। তারা মিছিল নিয়ে নীলক্ষেতের দিকে যাওয়ার সময় হঠাৎ লা’ঠিসোঁটা নিয়ে একদল তরুণ ছাত্রদের ধা’ওয়া দেয়। এরপর পুলিশের উপস্থিতিতে আইডিয়াল কলেজের একছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়।

ধানমণ্ডি থা’নার পরিদর্শক সাইফুল ইস’লাম জানান, শিক্ষার্থীদের অ’বরোধের কারণে মিরপুর সড়ক, ধানমণ্ডি, নিউ মা’র্কেট এলাকায় ব্যপক যানজট তৈরি হয়।সেখানে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডট’কমের একজন আলোকচিত্র সাংবাদিক জানান, শিক্ষার্থীরা অন্য যানবাহন ছেড়ে দিলেও কিছু বাস আ’ট’কে স্প্রে ও মা’র্কার দিয়ে তাদের দাবি ও বিভিন্ন স্লোগান লিখে দিচ্ছিলেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা ওই এলাকা প্রদক্ষিণ করছিলেন।

বেলা দেড়টার দিকে ঢাকা কলেজের এক ছাত্রকে মা’রধর করার অ’ভিযোগ তুলে ৫০-৬০ জন তরুণ কলেজের হোস্টেলের দিক থেকে লা’ঠিসোঁটা নিয়ে এসে আ’ন্দোলনরত শিক্ষার্থীদের ও’পর হা’মলা চা’লায়। ধা’ওয়া পাল্টা ধা’ওয়ার মধ্যে অন্য কলেজের কয়েকজন ছাত্রকে মা’রধরও করা হয়। পরে আ’ন্দোলনকারীরা রাস্তা থেকে সরে গেলে পু’লিশ বেলা সোয়া ২টার দিকে রাস্তা চলাচলের জন্য খুলে দেয় বলে পরিদর্শক সাইফুল ইস’লাম জানান। সুত্রঃ প্রথম আলো

banglaekattor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago