Categories: সারাদেশ

লোভ দেখিয়ে ড্যান্স ক্লাবে শতাধিক নারী পাচার

দুবাইয়ের বিভিন্ন ড্যান্স ক্লাব ও ডিজে পার্টিতে কাজ করে প্রতিমাসে এক থেকে দেড় লাখ টাকা বেতনের প্রলোভন দেখিয়ে নিম্ন আয়ের কম বয়সী তরুণীদের টার্গেট করে নারী পাচার করে আসছিল জিয়া উদ্দিনের নেতৃত্বাধীন আন্তর্জাতিক নারী পাচারকারী চক্র। বিভিন্ন গার্মেন্টসের কর্মজীবী মেয়েদের তারা টার্গেট করে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে ড্যান্স ক্লাবে চাকরির কথা বলতো। এভাবে গত কয়েক বছরে শতাধিক নারীকে দুবাইয়ে পাচার করেছে চক্রটি। কিন্তু পাচার করার পর সেখানে বাধ্য করা হতো যৌনকাজে।

চক্রটি পাচারের শিকার হওয়া নারীদের কাছ থেকে প্রথমে কোনো টাকাই নিতো না। উল্টো ওই নারীদেরকেই টাকা দিতো। আর সেটার যোগান নিতো পাচার হওয়া বা ফাঁদে পড়া পুরুষদের কাছ থেকে। দুবাই পাচারচক্রের মূল হোতা এই জিয়া সিন্ডিকেটের অন্যতম হোতা মোহাম্মদ শামসুদ্দীনকে রাজধানী থেকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এমন তথ্য পায় র‌্যাব।

সোমবার (২২ নভেম্বর) বিকালে রাজধানীর কাওরান বাজারের মিডিয়া সেন্টারে র‌্যাব ১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, এ পাচারচক্রের হাত থেকে ১ জন নারী ও ৩ জন পুরুষকে উদ্ধার করা হয় রাজধানীর উত্তরা থেকে।

জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, চক্রটি বিদেশে যেতে করোনা পরীক্ষার সার্টিফিকেটও তৈরি করে দিতো। এরপরেই নারীদের বিদেশে পাচার করে দেওয়া হতো। চক্রটি দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় পাচার করতো। বিএমইটি কার্ডটি কোনো রকম ট্রেনিং ছাড়াই করে দিতো। প্রবাসী মন্ত্রণালয়ের মাধ্যমে একজন দক্ষকর্মী হিসেবে বিএমইটি কার্ড তৈরি করতে এক মাস সময় লাগতো। আমরা একজন ভিকটিমকে পেয়েছি, যাকে ট্রেনিং ছাড়াই বিএমইটি কার্ড দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেটি হারিয়ে গেলে তার অনুপস্থিতিতেই আবারও কার্ডের ব্যবস্থা করে দেওয়া হয়। এখানে স্পষ্ট বোঝা যায়, পাচারকারী চক্র অতি কৌশলে নকল এই বিএমইটি কার্ড তৈরি করে নারীদের পাচার অব্যাহত রেখেছে। পাচার করতে যাওয়া একজন নারীকে দেশে থাকা অবস্থায় ৩০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়। তাকে আরও টাকা দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়।

আব্দুল্লাহ আল মোমেন বলেন, তারা পুরুষ ভিকটিমদের বিদেশে পাঠানোর জন্য তিন থেকে সাড়ে চার লাখ টাকা নিয়েছিল। কিন্তু মেয়েদের পাঠাতে কোনো টাকা নেওয়া হতো না। উল্টো মেয়েদের টাকা দেওয়া হতো।

এছাড়াও, চক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও টাকা নেওয়ার পর কোনো নারী বিদেশ যেতে না চাইলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। তখন বাধ্য হয়ে অনেকে যেতে রাজি হয়। পরে তাদেরকে সেখানে নিয়ে ড্যান্স ক্লাব ও ডিজে পার্টিতে অনৈতিক কাজে বাধ্য করা হয়।

তিনি আরও বলেন, পল্টন থেকে গ্রেপ্তারকৃত শামসুদ্দিনের কাছ থেকে ২টি মোবাইল ফোন, ১০টি পাসপোর্ট, ১টি বিএমইটি কার্ড উদ্ধার করা হয়। চক্রটি দুবাই, সিঙ্গাপুর ও ভারতে নারী-পুরুষ পাচার করে আসছে। এখন পর্যন্ত প্রায় শতাধিক নারী-পুরুষকে পাচার করেছে চক্রটি।

Sub Editor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago