উত্তপ্ত রংপুর, থানা ঘেরাও-পুলিশের সঙ্গে দফায় দফায় ধা’ওয়া-পাল্টা ধাওয়া

মোঃ বেলায়েত বাবু, রংপুর: রংপুরের হারাগাছে পুলিশের বি’রুদ্ধে এক ব্যক্তিকে পি’টিয়ে হ’’ত্যার অ’ভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা সড়ক অ’বরোধ করে বি’ক্ষো’ভ মিছিল করেছেন। পরে তারা হারাগাছ থানা ঘেরাও করলে পুলিশের সঙ্গে দফায় দফায় ধা’ওয়া-পাল্টাধা’ওয়ার ঘটনা ঘটে।

উত্তেজিত জনতা ইটপাকটেল ছু’ড়ে মা’রার পাশাপাশি পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি যানবাহন ভা’ঙচুর করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল ছু’ড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় তিন ঘণ্টা পর বি’ক্ষো’ভকারীরা পিছু হটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

সোমবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হারাগাছের নতুন বাজার বছিবানিয়ার তেপতি এলাকায় তাজুল ইসলাম নামে এক মা’দকাসক্ত ব্যক্তিকে আ’টক পরবর্তী তার মৃ’ত্যুর খবর ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে। নি’হত ব্যক্তির নাম তাজুল ইসলাম (৫৫)। তিনি উপজে’লার হারাগাছ নয়াটারী দালালহাট গ্রামের মৃ’ত শওকত আলীর ছেলে।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে দৈনিক সন্ধ্যাবাণীকে বি’ষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উপ-কমিশনার আবু মারুফ হোসেন।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নতুন বাজার বছিবানিয়ার তেপতি থেকে তাজুল ইসলামকে মা’দকসহ আ’টক করে পুলিশ। এ সময় তিনি পুলিশের সঙ্গে ধ’স্তাধ’স্তি করে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাকে মা’রধর করলে ঘটনাস্থলেই মা’রা যান তাজুল ইসলাম। পরে ঘটনাটি জানাজানি হলে এর প্র’তিবাদে প্রথমে রংপুর-হারাগাছ সড়ক অ’বরোধ করেন উত্তেজিত জনতা।

পরে তারা হারাগাছ থানা ঘেরাও করে বি’ক্ষো’ভ করেন। পুলিশ টিয়ারশেল ছু’ড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বি’ক্ষো’ভকারীরা রংপুর-হারাগাছ সড়কের হক বাজার এলাকায় অবস্থা নেন। এ সময় ধা’ওয়া-পাল্টাধা’ওয়া ও ইটপাকটেল ছু’ড়ে আসে দুদিক থেকে। বিক্ষুদ্ধরা পুলিশের গাড়িসহ কয়েকটি যানবাহন ভা’ঙচুর করে। শত শত মানুষ থানায় হা’মলার চেষ্টা করেন। পুলিশ টিয়ারশেল ছু’ড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এ সময় পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২০ জন আ’হত হয়েছেন।

মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী স’রকার জানান, সন্ধ্যায় নতুন বাজার বছিবানিয়ার তেপতি থেকে গাঁ’জা সেবনরত অবস্থায় আ’টক করে তাজুল ইসলামকে হাতকড়া পড়ানো হয়। এতে ভ’য়ে সে মলত্যাগ করে ফে’লে। হঠাৎ অ’সুস্থ হয়ে পড়লে পুলিশ হাতকড়া খুলে দেয়। এর পর পুলিশ তাজুলকে স্থানীয়দের জিম্মায় দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এর কিছুক্ষণ পর খবর আসে যে তাজুল ইসলাম মা’রা গেছেন।তিনি আরও জানান, এলাকাবাসী ভু’ল তথ্য পেয়ে থানা ঘেরাও করে ভা’ঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তেজিত জনতার ছোড়া ইট-পা’টকেলের আ’ঘাতে কয়েকজন পুলিশসদস্য আ’হত হয়েছে। বি’ক্ষো’ভকারীরা পুলিশের গাড়িও ভা’ঙচুর করেছে।

অন্যদিকে আরপিএমপির উপপুলিশ কমিশনার (অ’পরাধ) আবু মারুফ হোসেন জানান, পুলিশের সঙ্গে কয়েক দফা বি’ক্ষো’ভকারীদের ধা’ওয়া-পাল্টাধা’ওয়া হয়। রাত ১০টার দিকে পুলিশ তাদের হটিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাটি খতিয়ে দেখা হবে। কয়েকজনকে আ’টক করা হয়েছে। একই সঙ্গে পুলিশের নি’র্যাতনে আ’টক ব্যক্তির মৃ’ত্যুর যে অ’ভিযোগ তোলা হয়েছে, তার ম’রদেহ ম’য়নাত’দন্ত করলে প্রকৃত বি’ষয়টি জানা যাবে,

banglaekattor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago