Categories: সারাদেশ

স্ত্রীর মৃত্যু নিশ্চিতের পর হাসপাতালেই লাশ রেখে পালালেন স্বামী

শনিবার (১৬ অক্টোবর) কক্সবাজারের উখিয়ায় শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতন সইতে না পেরে বিষপানে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মৃত্যু নিশ্চিত হলে মরদেহ হাসপাতালে রেখে স্বামী পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তেলখোলা এলাকায়।

জানা গেছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর ঘুমধুম আজুখাইয়া গ্রামের মো. আলম মাহাদুর ষোড়শী কন্যা হুমায়রা বেগমের সাথে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তেলখোলা গ্রামের সোলতান আহমদের ছেলে মো.আবদুল্লাহ’র (২২) সাথে ইসলামী শরীয়াহ মতে সামাজিক ও পারিবারিকভাবে গত সাড়ে ৩ মাস পূর্বে বিয়ে হয়।

স্বামী আবদুল্লাহ ও তার পরিবারের লোকজন বিয়ের কয়েকদিন পর যৌতুক দাবী সহ নানা বিষয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত এবং নানা কথাবার্তায় হুমায়রা বেগমকে কোঠা দিত। হুমায়রা তার মাকে স্বামীর পরিবারের নির্যাতনের কথা বলতেন কিন্তু বাবাকে না বলার জন্য বারণ করতো।

স্বামী আবদুল্লাহ হুমায়রা কে কয়েকদিন আগে দফায়-দফায় মারধর করে বলে সে তার মাকেও জানিয়েছিল। স্বামী আবদুল্লাহ ও শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতন সইতে না পেরে গত শনিবার বিকালে বিষপান করলে তাৎক্ষনিক তাকে কুতুপালং এমএসএফ হাসপাতাল নিয়ে যান। অবস্থার বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সদর হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

স্ত্রী হুমায়রা বেগম মারা গেছে, জানতে পেরে মুহুর্তেই হাসপাতালে স্ত্রীর লাশ রেখে স্বামী আবদুল্লাহ পালিয়ে যায়। এরপর লাশের ময়নাতদন্ত শেষে হুমায়রার মৃতদেহ পৈত্রিক বাড়ি ঘুমধুমের আজুখাইয়া গ্রামে নিয়ে আসে। সন্ধ্যায় তার দাফন কার্য সম্পন্ন হয়।

নিহত হুমায়রা বেগমের পিতা মো. আলম মাহাদু জানান, আমার মেয়ে হুমায়রা শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার হয়েছে। তাকে মেরে বিষপান করিয়েছে কিনা সন্দেহ রয়েছে। হুমায়রা নির্যাতন সহ্য করতে না পেরে বিষপান করতে পারে এমন ধারণাও করেন।

মাহাদু আরও জানান, চিকিৎসাধীন অবস্থায় হুমায়রা বেগমের স্বামী পাশে থাকলেও মৃত্যু নিশ্চিত হওয়ার পরপরই লাশ রেখে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করবেন বলেও তিনি জানান।

উখিয়া থানার ওসি তদন্ত গাজী সালাহ উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

এ বিষয়ে,ঘুমধুম ইউপি’র আজুখাইয়া গ্রামের স্থানীয় মেম্বার আবুল কালাম জানান, হুমায়রা বেগম শান্ত স্বভাবের ভাল মেয়ে ছিল, তাকে স্বামী নির্যাতন করাই অপমানে- ক্ষিপ্তে বিষপান করেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও শুনেছি।

Sub Editor

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

৪ দিন ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago