Categories: সারাদেশ

তিনি হাসপাতালের ৩ তলায় ওঠেন মোটরসাইকেল চালিয়ে!

লালমনিরহাটের সদর হাসপাতালের শাহজাহান আলী নামের এক ওয়ার্ড বয় মোটরসাইকেল চালিয়ে তিনতলায় উঠতে দেখা গেছে। এ সময় প্রথম ও দ্বিতীয় তলার বৃদ্ধ ও শিশু রোগীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। অনেক রোগী ভয়ে বেড থেকে উঠে বেরিয়ে যায়। পরে হাসপাতালের লোকজনের অনুরোধে তারা আবার বেডে ফিরে যান। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট সদর হাসপাতালে সার্জারি বিভাগে এ ঘটনা ঘটে। এটা ঠিক না বলতেই তিনি রোগীর অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ করেন।

পরে অবশ্য বিষয়টি বুঝতে পেরে তিনি রোগীদের কাছে ক্ষমা চান। তবে রোগীর স্বজনরা জানান, তিনি সব সময় ডিউটিতে আসার সময় এটা করেন।শাহজাহান আলী লালমনিরহাট সদর হাসপাতালে সার্জারি বিভাগের ওয়ার্ড বয় হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সদর উপজেলার পঞ্চগ্রামের সাহেবের ছেলে।

হাসপাতালে ভর্তি থাকা রোগী ও স্বজনরা আরও জানান, শুক্রবার রাত ৮টার দিকে হাসপাতালের দায়িত্ব পালন করতে সদর হাসপাতালে আসেন ওয়ার্ড বয় শাহজাহান আলী। তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিচতলার গ্যারেজে না রেখে চালিয়ে হাসপাতালের সিঁড়ি দিয়ে তিনতলায় উঠে পড়েন। এ সময় হাসপাতালের সার্জারি বিভাগসহ আশপাশের রোগীরা বাধা দিলেও তিনি তোয়াক্ক না করে মোটরসাইকেল নিয়ে ওপরে ওঠেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী বলেন, তিন-চার দিন হলো সদর হাসপাতালে ভর্তি হয়েছি। এই ওয়ার্ড বয় (শাহজাহান আলী) যেদিন দায়িত্বে থাকেন, সেদিন তিনি হেঁটে ওঠেন না, মোটরসাইকেল চালিয়ে ওপরে ওঠেন। এতে উচ্চশব্দে রোগীরা মনে করে ভবনটি ভেঙে পড়ছে। এতে তারা আরও অসুস্থ হয়ে পড়ে। বিশেষ করে হৃদরোগীরা ভয় পান বেশি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনো খেয়াল করছে না।

এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড বয় শাহাজান আলী মুঠোফোনে বলেন, মোটরসাইকেল নিচতলায় রাখলে অনেকেই ক্ষতি করেন। তাই ওপরে নিয়ে এসেছি। রোগীরা অভিযোগ করলে তাদের কাছে ক্ষমা চেয়েছি। বিষয়টি নিয়ে আমি অনেক লজ্জা পেয়েছি। ভবিষ্যতে এ ধরনের ভুল করবেন না বলেও তিনি জানান। এ ব্যাপারে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি আমার জানা নেই। তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলতে পারেন। এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।

লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি। কিন্তু কিছু লোক নিয়মের বাইরে কাজ করে পরিবেশ নষ্ট করছে। শাহজাহান আলী মাস্টার রোলে কাজ করেন। যদি এমন কাজ করে থাকেন, অবশ্যই তার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

banglaekattor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago