Categories: খেলা

বুমরাহ ও টেইটকে টপকে নতুন ১টি বিশ্বরেকর্ড গড়লেন মুস্তাফিজ

ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ থেকেই দুর্দান্ত ফর্মে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। অজিদের বিপক্ষে দাপুটে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। বল হাতে উইকেট নেওয়ার পাশাপাশি ছিল অত্যান্ত কৃপণ। এবার সেই কৃপণতায় দারুন একটি রেকর্ড গড়লেন দেশ সেরা এই পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি টি–টোয়েন্টিতে ৮.৫৭ গড় ও ৩.৫২ ইকনোমি রেটে ৭ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। শুধু পরিসংখ্যান অবশ্য মোস্তাফিজের আসল পারফরম্যান্সটা তুলে ধরছে না। সর্বশেষ সিরিজে তাঁর বোলিং অস্ট্রেলিয়া দলকে মানসিকভাবেই ভেঙে দিয়েছিল ঘরে বসেই সেটা দেখেছিল কিউইরা।

তাই বাংলাদেশে আসার আগে মোস্তাফিজকে সামলানোর ছঁকটা ভাল করেই আকছিল তারা। কিন্তু সব পরিকল্পনা প্রথম ম্যাচেই ভেস্তে দিয়েছেন মোস্তাফিজ। প্রথম টি-টোয়েন্টিতে ২.৫ ওভার বোলিং করে মাত্র ১৩ রান খরচায় নেন ৩ উইকেট।

এতেই বিশ্বরেকর্ডে নাম লেখান মোস্তাফিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ৬ ম্যাচে বলের চাইতে রান কম দিয়েছেন তিনি। অর্থাৎ ইকোনমি রেট ৬ এর নিচে। একটানা এতো ম্যাচে এরকম কৃপণ বোলিং এর আগে করতে পারেননি কেউই।

সর্বোচ্চ টানা ৫ ম্যাচে বলের চাইতে রান দেওয়ার রেকর্ড ছিল এতদিন। সেটাও করেছেন মাত্র দুই বোলার। ২০১৬ সালে ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ এই নজির গড়েছিলেন। তারও আগে ২০১৬ সালে অজি পেসার শন টেইটও টানা ৫ ম্যাচে বলের চাইতে কম রান দিয়েছিলেন।

উল্লেখ্য, এই রেকর্ডের সাথে এদিন দ্বিতীয় বাংলাদেশী বোলার হিসেবে সবরকম টি-টোয়েন্টিতে ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন মোস্তাফিজ। তবে ম্যাচে হিসেবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে দ্রুততম ও বিশ্বের মধ্যে চতুর্থ দ্রুততম হিসেবে ১৪৯ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন এই কাটার মাস্টার।

banglaekattor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago