Categories: সারাদেশ

ছাত্রদল কর্মী এখন যুবলীগের সভাপতি!

স্টাফ রিপোর্টার: নেত্রকোনা জেলার বারহাট্টা হাদিস ফকির নামে ছাত্রদলের এক কর্মীকে উপজেলা যুবলীগের সভাপতি করেছেন জেলা যুবলীগ। তাকে সভাপতি করায় স্থানীয় আওয়ামী লীগের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বরাবরে একটি আবেদন করেছেন সাবেক যুবলীগের আহবায়ক মোহাম্মদ রফিক সারোয়ার খান রতন ও যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান শাহীন।

তারা যৌথ স্বাক্ষরে কমিটি বাতিলের জন্য দাবি জানান। অভিযোগ রয়েছে হাদিস ফকির মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বারহাট্টা উপজেলা যুবলীগের সভাপতি হয়েছেন। বারহাট্রা উপজেলার গোরল গ্রামের আমবাজ ফকিরের ছেলে হাদিস ফকির নিজে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তার পরিবারের সবাই বিএনপির রাজনীতি করেন।

উপজেলা আওয়ামী লীগের নেতারা তাকে পাত্তা না দেওয়ায় তিনি তার ব্যবসার সুবিধার্থে উপজেলা যুবলীগের সভাপতি পদটি বাগিয়ে নেন।
এরপর হাদিস ফকির এলাকায় দান-অনুদান দেওয়ার মাধ্যমে ব্যানার করে নিজেকে আওয়ামী যুবলীগের পদের যাত্রা শুরু করেন।

আওয়ামী লীগ নেতারা বলেন, হাদিস ফকির আমাদের কাছে অনেকবার এসেছেন যে কোনো কিছুর বিনিময়ে তাকে আওয়ামী লীগের সদস্য করার জন্য। আমরা জানি সে অতীতে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।

তার বড় ভাইয়েরা ও তার পরিবারের লোকজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাই আমরা তাকে সদস্য করতে পারি নাই। হঠাৎ দেখি পোস্টার-ব্যানার দিয়ে নিজেকে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রচার করতে থাকে। এটা আমাদের জন্য খুবই লজ্জার এবং দুঃখ্যজনক।

উপজেলা ছাত্রদলের এক নেতা বলেন, হাদিস ফকিরবারহাট্রা কলেজ ছাত্রদলের কর্মী হিসেবে সক্রিয় ছিল। তার ভাইয়েরা এখনো আমাদের দলের উপজেলা ও ইউনিয়ন বিএনপির সদস্য। এখন সে নাকি উপজেলা যুবলীগের সভাপতি হওয়ার পরে অনেক টাকার মালিক হয়েছে , জেলা যুবলীগের নেতাদের সঙ্গে চলাফেরা করে।

উপজেলা আওয়ামী লীগ ও সাবেক যুবলীগ নেতারা অনেকই ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে আওয়ামী পরিবারগুলোর ওপর পাশবিক নির্যাতনসহ নানাভাবে হয়রানি করা লোকেদের আওয়ামী যুবলীগে কমিটিতে স্থান পাওয়া মেনে নেওয়া যায় না।

এতে যারা জেল-জুলুম-হুলিয়া মাথায় নিয়ে পালিয়ে থেকেছেন, নানা নির্যাতনের শিকার হয়েছেন, সেই নেতারা বাদ পড়ে যান। তারা হাদিসকে বহিষ্কারের দাবি করেন। অন্যথায় তৃণমূল আওয়ামী যুবলীগ তার বহিষ্কারের দাবিতে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বরাবর অভিযোগ করেন।

banglaekattor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago