জেনে নিন গরুর মাংসের পায়েসের রেসিপি

খাবার ও স্বাদে ভিন্নতা আনতে গরুর মাংস দিয়েই রান্না করে ফেলুন মজাদার পায়েস
ঈদ-উল-আজহা মানেই তিনবেলা গরুর মাংস। আর প্রতিবেলায় গরুর মাংস খেতে কারই বা ভালো লাগে। তাই খাবার ও স্বাদে ভিন্নতা আনতে গরুর মাংস দিয়েই রান্না করে ফেলুন মজাদার পায়েস।

যা যা লাগবে–
৩০০ গ্রাম গরুর মাংস, আড়াই কাপ তরল দুধ, ২ টুকরা দারচিনি, ২/৩ টা এলাচ, ২/৩ টা লবঙ্গ, ২ টা তেজপাতা, চিনি স্বাদমতো, লবণ স্বাদমতো, ঘি, বাদাম বাটা এক কাপ

বাগাড় দেওয়ার জন্য যা যা লাগবে–
আদা কুচি, রসুন কুচি, শুকনা মরিচ কুচি, সাদা গোল মরিচ ও ঘি
পরিবেশনের জন্য যা যা লাগবে–
কিসমিস, কাজু ও পেস্তা বাদাম কুচি

প্রস্তুতপ্রণালী–
১. প্রথমে চুলায় একটি পাত্র নিয়ে তাতে দুই কাপ পরিমাণ পানি নিন। এবার কিমা ও আধা চা চামচ লবণ দিয়ে ওই পানিতেই কিমাটি ভালোমতো সিদ্ধ করে নিন।
২. কিমার পানি শুকিয়ে এলে চুলা বন্ধ করে ফেলুন।
৩. এবার অন্য আরেকটি পাত্রে এক টেবিল চামচ ঘি দিয়ে তাতে তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে সিদ্ধ কিমা দিয়ে দিন।

৩. কিমা ভাজা হয়ে গেলে তাতে গরম দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিন।
৪. কিমার সাথে দুধ ভালোভাবে মিশে গেলে বাদাম বাটা, স্বাদমতো চিনি ও লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করুন।
৫. মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা থেকে পাত্রটি নামিয়ে রাখুন।
৬. এবার অন্য আরেকটি পাত্রে এক চা চামচ পরিমাণ ঘি নিয়ে তাতে এক চা চামচ আদা কুচি, এক চা চামচ রসুন কুচি, একটি/দুইটি শুকনা মরিচ কুচি ও আধা চা চামচ সাদা গোল মরিচ গুড়া দিয়ে ভালোভাবে ভেজে নিন।

৭. মিশ্রণটি দুধ ও কিমার মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
৮. এবার পরিবেশনের পাত্রে ঢেলে উপরে কিসমিস ও বাদাম কুচি দিয়ে গরম গম পরিবেশন করুন গরুর মাংসের পায়েস।

banglaekattor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago