Categories: সারাদেশ

নারিকেল পাতার ভাঙা ঘরে বছরের পর বছর ধরে বীর মুক্তিযোদ্ধার পরিবার

একটি বসতভিটার ওপর দাঁড়িয়ে আছে কয়েকটি বাঁশের খুঁটি। চারদিকে প্রায় খোলামেলা। তবে খুঁটির ওপর নারিকেল পাতা ও প্লাস্টিক দিয়ে ছাউনি তৈরি করে বছরের পর বছর ধরে বসবাস করছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবার। পিরোজপুরের মাটিভাঙ্গা ইউপির বীর মুক্তিযোদ্ধা

ফজলুর রহমান মুক্তিযুদ্ধ শেষে এই ভিটেই ছিল তার শেষ জীবনের প্রাপ্তি। তার পরিবারের থাকার জায়গাও এটি। এরপরও অসচ্ছল এই পরিবারকে সরকারি ঘর বরাদ্দের তালিকা থেকে বাদ দেয়ার অভিযোগ উঠেছে। আর জেলা প্রশাসন বলছে, মুক্তিযোদ্ধাদের জন্য পরবর্তী ঘর বরাদ্দ এলেই তাকে দেওয়া হবে।

জানা যায়, পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গার পূর্ববানিয়ারী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পরিবার প্লাস্টিক ও নারিকেল পাতা দিয়ে ছাউনি তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন একটি ভাঙা ঘরে। ফজলুর রহমানের জীবদ্দশা কেটেছে অসচ্ছলভাবে। তার ভাগ্যে জোটেনি একটি ভালো ঘর।

নারিকেল গাছের পাতার ছাউনি আর বাঁশ-খুঁটির ঘরেই হয়েছে তার মৃত্যু। বর্তমানে ঘরটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। প্লাস্টিকটাও প্রায় ছিঁড়ে গেছে। ভেতরে ভাঙা কাঠের ওপর পড়ে আছে দীর্ঘদিনের পুরোনো পোশাক। যাকে একটি ঘর বলাও মুশকিল। কিন্তু এটিই প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ঘর।

মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের এলাকাবাসী লোকমান হাকিম ও আবু সাইদ জানান, ফজলুর রহমান রেখে গেছেন এক ছেলে ও তিন মেয়ে। অসচ্ছলতার কারণে তার ছেলেও ঘরটি মেরামত করতে পারেননি। জীবিকার তাগিদে ছেলে শফিকুল ইসলাম তার মাকে নিয়ে চট্টগ্রামে থাকছেন। সেখানে প্রাইভেট টিউশনি করে জীবন চালাচ্ছেন। অথচ সরকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ঘর তৈরি করে দিচ্ছে। তবে সেই ঘর পাওয়ার তালিকায় নাম উঠলেও ঘর পাননি ফজলুর রহমানের পরিবার।

উপজেলার মুক্তিযোদ্ধাদের মধ্যে সব থেকে অবহেলিত ও গরিব পরিবারগুলোর মধ্যে অন্যতম ফজলুর রহমানের পরিবারটি। তবুও কেনো সরকারের কর্মকর্তাদের নজরে আসছে না বিষয়টি বা কেনই বা পাচ্ছেন না একটি সরকারি ঘর এমন প্রশ্ন নাজিরপুরের মাটিভাঙ্গা ইউপির মুক্তিযোদ্ধা ও স্থানীয় গ্রামবাসীদের।

এদিকে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ছোট মেয়ে সেলিনা আক্তার অভিযোগ করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ঘর বিতরণ তালিকা প্রণয়নে কঠোর নির্দেশনা রয়েছে। এরপরও আমার বাবার নামটি তালিকায় স্থান পেয়েও কী কারণে বাদ পড়েছে, তা জানি না।’ এ ব্যাপারে জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস (বাচ্চু) ও ডিসি আবু আলী মো. সাজ্জাদ হোসেন একই সুরে বলছেন, নাজিরপুর উপজেলায় ৪৫০ জন মুক্তিযোদ্ধা রয়েছেন।

একসঙ্গে সবাইকে ঘর দেওয়া সম্ভব নয়, মাত্র ছয়ভাগ মুক্তিযোদ্ধাকে ঘর দেওয়া সম্ভব হয়েছে। তবে মুক্তিযোদ্ধাদের জন্য পরবর্তী ঘর বরাদ্দ এলেই তাকে (ফজলুর রহমানকে) প্রথমেই দেওয়া হবে। প্রধানমন্ত্রীর দেয়া মুজিববর্ষের একটি আধাপাকা ঘর পাওয়ার জন্য হলেও প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপি শ ম রেজাউল করিমের হস্তক্ষেপ কামনা করেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ছোট মেয়ে সেলিনা।

banglaekattor

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

২ সপ্তাহ ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৮ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৮ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৮ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৮ মাস ago