‘বিয়ে ব্যবসায়’ কোটিপতি শাহানাজ

একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের অভিনয়ের পর ফাঁদে ফেলে বিয়ের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে মোছা. শাহানাজ পারভীন ওরফে সানু (৩৯) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব।গ্রেফতার নারীর স্বামী সৌদি আরব প্রবাসী। তার ২১ বছরের একটি কন্যাসন্তান ও দুই ছেলেসন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়নি এবং স্বামীই তাদের

ভরণ-পোষণের দায়িত্ব পালন করছেন। এরপরও স্বামীর অনুপস্থিতিতে প্রতারণার আশ্রয় নিয়ে অর্থ উপার্জনকে পেশা হিসেবে বেছে নেন শাহানাজ পারভীন। এভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এ প্রতারক নারী প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে দাবি করছে র‍্যাব। রোববার (১৮ জুলাই) র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রাজধানীর ডেমরা এলাকায় র‌্যাব-৩ এর একটি দল শনিবার রাতে অভিযান চালিয়ে প্রতারক শাহানাজ পারভীন ওরফে সানুকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে তিনটি জাল এনআইডি, তিনটি জন্মনিবন্ধনের কপি, বিভিন্ন নামীয় তিনটি ব্যাংক অ্যাকাউন্টের চেকবই, একটি নিকাহনামা, বিভিন্ন ব্যক্তির তিনটি এনআইডি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।’

অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, ‘গ্রেফতার এই নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রেমের অভিনয় করে বিয়ের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছে। সে বিভিন্ন নামে ছদ্মবেশ ধারণ করে ফেসবুকের মাধ্যমে সহজ-সরল ব্যক্তিদের টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে। তারপর বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে অর্থ হাতিয়ে নেয়।

গত বছরের ২৫ ডিসেম্বর গ্রেফতার শাহানাজ পারভীন তার স্বামী-সন্তান, নিজের বয়স ও প্রকৃত পরিচয় গোপন রেখে কাজি অফিসে গিয়ে জাল জাতীয় পরিচয়পত্র দেখিয়ে একজন ভুক্তভোগীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। এ বিয়ের মূল উদ্দেশ্যই ছিল অর্থ আত্মসাৎ করা।’

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘গ্রেফতার নারীর স্বামী সৌদি প্রবাসী। তার ২১ বছরের একটি কন্যাসন্তান ও দুই ছেলে রয়েছে। তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়নি এবং স্বামীই তাদের ভরণ-পোষণের দায়িত্ব পালন করে আসছে। এরপরও স্বামীর অনুপস্থিতিতে প্রতারণার আশ্রয় নিয়ে অর্থ উপার্জনকে পেশা হিসেবে বেছে নেয়

শাহানাজ।’ বীণা রানী দাস আরও বলেন, ‘অভিযোগকারী ভিকটিমের সঙ্গে বিয়ের পর ব্যবসায়িক ভিসায় অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশের মাধ্যমে ১২ লাখ টাকা হাতিয়ে নেয় শাহানাজ। এভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে ডেমরা থানায় মামলা হয়েছে।’

banglaekattor

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

১ সপ্তাহ ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৮ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৮ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৮ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৮ মাস ago