Categories: সারাদেশ

করোনা পজিটিভ হয়েও শপথ অনুষ্ঠানে যোগ দিলেন ইউপি চেয়ারম্যান

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সরকার যখন বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে বারবার সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং করোনা আক্রান্ত হলে ঘরের বাইরে বের না হতে নির্দেশনা প্রদান করছে, তখন সরকারের নির্দেশনা অমান্য করে করোনা আক্রান্ত অবস্থায়ই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছেন সরকারদলীয় এক এমপি।

ঘটনাটি ঘটেছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। উপজেলার কবাই ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল হক তালুকদারের বিরুদ্ধে করোনাভাইরাসে আক্রান্তের তথ্য গোপন করে শপথ নেয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে জেলার ৪৮টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের সঙ্গে তিনি নিজেও সশরীরে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করেন। তাদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

স্থানীয় সূত্রে জানা গেছে, জহিরুল হক তালুকদার ও তার স্ত্রী আসমা বেগমের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ায় গত ২ জুলাই নগরীর একটি হাসপাতালের একজন প্যাথোলজিস্টের মাধ্যমে তারা নমুনা দেন। ওইদিনই তাদের নমুনা পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়। ৪ জুলাই তাদের রিপোর্ট পজিটিভ আসে। ওইদিন থেকে তারা নগরীর মধুমিয়ার পোল সংলগ্ন বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন।

এ বিষয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, ১৪ দিন পর নমুনা পরীক্ষায় নেগেটিভ আসলে ঘরের বাইরে বের হওয়া উচিত। তবে এক্ষেত্রে গ্রহণযোগ্য ও নির্ভুল রিপোর্ট পেতে ওই ব্যক্তির আরটি-পিসিআর ল্যাবের মাধ্যমে নমুনা পরীক্ষা করানো দরকার। যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে ওই ব্যক্তির কারণে হয়তো আরও অনেকের মাঝে এ ভাইরাস ছড়িয়েছে।’

জহিরুল হক তালুকদারকে শপথবাক্য পাঠ করানোর বিষয়ে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ‘আমরা করোনা নিয়ে কোনো ব্যক্তিকে শপথ অনুষ্ঠানে যোগ দিতে বলিনি। এজন্য তিনিই (জহিরুল হক) দায়ী। তাকেই এর দায়ভার নিতে হবে।’

এদিকে এ বিষয়ে যোগাযোগ করা হলে জহুরুল ইসলামের স্ত্রী দাবি করেন তার স্বামী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের আগে টেস্ট করিয়েছেন এবং সেখানে নেগেটিভ ফলাফল আসার পরেই অনুষ্ঠানে যোগদান করেছেন।

Sub Editor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago