Categories: সারাদেশ

রাজধানীতে নিজে বাসায় না’রী চি’কিৎসকের ম’রদে’হ : চারজন ডি’বি হেফাজতে

রাজধানীর কলাবাগান থেকে র’ক্তাক্ত অবস্থায় চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির ম’রদেহ উ’দ্ধারের ঘটনায় এ পর্যন্ত জি’জ্ঞাসাবাদের জন্য চারজনকে হেফাজতে নিয়েছে মহানগর গো’য়েন্দা (ডি’বি) পুলিশ। সোমবার (৩১ মে) বিকেলে ডি’বি রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক বি’ষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই ফ্ল্যাটে সাবলেটে থাকা এক শিক্ষার্থী, তার এক বন্ধু, বাড়ির দারোয়ান রমজান ও কাজের একজন মে’য়েকে প্রাথমিক জি’জ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।’

ডি’বি সূত্র জানায়, ডা. সাবিরা দুটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্বামী চি’কিৎসক ছিলেন। তিনি সড়ক দু’র্ঘটনায় মা’রা যান। পরে সাবিরা দ্বিতীয় বিয়ে করেন। সাবিরার দ্বিতীয় স্বামী সামসুদ্দিন আজাদ একটি বেস’রকারি ব্যাংকের ভাইস প্রে’সিডেন্ট ছিলেন। তবে দ্বিতীয় স্বামীর সঙ্গেও তার বনিবনা ছিল না। সাবিরার আগের স্বামীর ঘরে ২১ বছরের এক ছেলে এবং দ্বিতীয় স্বামীর ঘরে ১০ বছরের এক মেয়ে রয়েছে। সাবিরার মামাতো ভাই মো. রেজাউল হাসান বলেন, ‘আমাদের মনে হচ্ছে এটি একটি হ’’ত্যাকাণ্ড। বি’ষয়টিকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য আ’গুনের ঘটনা সাজানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা এখনো কাউকে স’ন্দেহ করছি না। ত’দন্তের পর পুলিশ বিস্তারিত বলতে পারবে।’

নি’হত চিকিৎসকের খালাতো বোন জাকিয়া খন্দকার মমি বলেন, ‘সে আমার মেজো খালার মেয়ে। বয়স ৪৭ এর মতো। গ্রিন লাইফ হাসপাতালে বেশ কয়েক বছর ধরে চাকরি করছে। তার স্বামী সাবেক ব্যাংকার। আজকে সাবিরার অফিস ছিল এবং বেশ কয়েকজনের সঙ্গে বাইরে যাওয়ার কথা ছিল। আমার মনে হয় আশেপাশের কেউ শ’ত্রুতার জের ধরে তাকে হ’’ত্যা করেছে।’ এর আগে সোমবার দুপুরে কলাবাগানের ৫০/১ ফার্স্ট লেন ভবনের নিজ ঘর থেকে সাবিরার ম’রদেহ উ’দ্ধার করা হয়। তিনি গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলজি বিভাগের চি’কিৎসক ছিলেন।

তখন ডিসি আজিমুল হক বলেছিলেন, ‘ম’রদে’হ উ’দ্ধারের ঘটনায় ওই বাড়িতে পৌঁছেছে সিআইডির ক্রা’ইম সিন ইউনিট ও মহানগর গো’য়েন্দা (ডি’বি) পুলিশ। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।’ কবির হাসান নামে নি’হতের এক আত্মীয় জানান, ডা. কাজী সাবিরা রহমান লিপি এই ফ্ল্যাটে একাই থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে গ্রিন রোডে তাদের নানির বাসায় থাকেন। তার স্বামী শামসুর আজাদ একটি বেস’রকারি ব্যাংকে চাকরি করতেন। তিনি থাকেন শান্তিনগরে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ওই ভবনের তিন কক্ষের একটি ফ্ল্যাটের এক রুমে সাবিরা একাই থাকতেন। আর বাকি দুটি রুম তিনি সাবলেট দিয়েছিলেন। বাড়ির মালিক মাহবুব ইসলাম বলেন, ‘সাবলেট দেয়ার বি’ষয়টি আমি জানতাম না। ম’রদেহ উ’দ্ধারের পর জানতে পারি, বাকি দুটি কক্ষ তিনি অন্যজনের কাছে ভাড়া দিয়েছিলেন।’ সুত্রঃ জাগো নিউজ

banglaekattor

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

১ সপ্তাহ ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৮ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৮ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৮ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৮ মাস ago