Categories: সারাদেশ

স্বা’মীকে হ’ ত্যার জন্য ইমামের সঙ্গে ৭১ বার মোবাইলে কথা বলেন আসমা

প’রকীয়া জড়িয়ে তারা নিয়ে ফে’লেন এক ভ’য়ঙ্কর খু’নের পরিকল্পনা। নিজ স্বামী আজহারকে (৩৫) খু’ন করতে মসজিদের ইমামকে বিয়ের প্’রলোভন দেখিয়ে প্ররোচিত করতেন স্ত্রী আসমা আক্তার (২৪)। তিনি আজহারকে হ’’ত্যা করার বি’ষয়ে মসজিদের ইমাম মা’ওলানা আব্দুর রহমানকে বিভিন্নভাবে চা’প দিতেন। স্বামী আজহারুলকে হ’’ত্যা করতে পারলে ইমামকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দেন আসমা আক্তার। সেই পরিকল্পনা মাফিক মসজিদের নিজ শয়নকক্ষে আজহারকে হ’’ত্যা শেষে ৬ টুকরা করে সেফটিক ট্যাংকিতে ফে’লে দেন ইমাম মাওলানা আব্দুর রহমান (৫৪)।

দক্ষিণখানের সরদার বাড়ি জামে মসজিদে সাত টুকরো করে হ’’ত্যা করা আজহারুলকে এর আগেও একবার হ’’ত্যার চেষ্টা করেছিলেন নি’হতের স্ত্রী আসমা আক্তার (২৪) ও তার প’রকীয়া প্রেমিক মাওলানা আব্দুর রহমান (৫৪)। এমনটাই দা’বি করেছেন নি’হত আজহারুলের পরিবারের লোকজন।

আজহারুলকে হ’’ত্যার জন্য আসমা তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ইমামের সঙ্গে ৭১ বার কথা বলেন বলেও দাবি করেছেন নি’হতের চাচাতো ভাই মো. হাফিজ উদ্দিন। সিমটি না পাওয়া গেলেও উ’দ্ধার হওয়া মোবাইল ও নম্বর থেকে এ তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তারা জানেন।

শুক্রবার (২৮ মে) বিকেলে নি’হতের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজে’লার এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ি গ্রামে গিয়ে দেখা যায়, শো’কে পাথর হয়ে গেছে আজহারুল ইসলামের বৃ’দ্ধা মা সালেহা বেগম। ছেলেকে হা’রিয়ে কথা বলার ভাষাও হা’রিয়ে ফে’লেছেন তিনি। পাশেই বসে আছেন নি’হতের বাবা জুলহাস উদ্দিন, চাচাতো ভাই হাফিজ উদ্দিন ও ভাতিজা লিসান উদ্দিন।

নি’হতের বাবা জুলহাস উদ্দিন জানান, ৫ ছেলে ও দুই মেয়ের মধ্যে আজহারুলকে খুব আদর করতো সবাই। লেখাপড়ায়ও খুব ভালো ছিল। ২০১৫ সালের ডিসেম্বরে মেজো ছেলে সাহাবুদ্দিনের সঙ্গে আসমার বিয়ে হয়। বিয়ের দু-তিন মাস পর তারা জানতে পারেন এর আগেও একই উপজে’লার দুর্গাপুর ইউনিয়নে এক ছেলের সঙ্গে আসমার বিয়ে হয়েছিল। কিন্তু সেই বিয়ের দু’দিন পরই আসমা চলে আসে স্বামীর সংসার ছেড়ে।

এরপর আসমা ওই স্বামীর ছোট বোনের স্বামীর সঙ্গে প’রকীয়া করে পা’লিয়ে বিয়ে করেন। সেই বিয়েও মাত্র এক থেকে দেড় মাস টেকে। এসব কিছু গো’পন রেখে আসমার বাবা আশরাফ আলী তার ছেলের সঙ্গে আসমার বিয়ে দেন। তবে বিয়ের পর এত কিছু জেনেও জুলহাস উদ্দিনের পরিবার আসমাকে ছেলের বউ হিসেবে মেনে নিয়েছিলেন।

তিনি জানান, কিন্তু ছয় মাস যেতে না যেতেই আসমা ও আজহারুল বাড়ি থেকে উধাও হয়ে যান। পরে তিনি জানতে পারেন সাহাবুদ্দিনকে তা’লা’ক দিয়ে আসমা আজহারুলকে বিয়ে করেছেন। এরপর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ রাখেননি জুলহাস উদ্দিন ও তার পরিবারের লোকজন।

‘হঠাৎ করেই রোজার আগে খবর পান অ’সুস্থ হয়ে পড়ায় আজহারুলকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পরে তিনি ঢাকায় গিয়ে আজহারুল ও আসমাকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে রেখেই আজহারুলকে চিকিৎসা দেওয়া হয়। একটু সুস্থ হলে হঠাৎ করেই ১৭ মে আসমা আজহারুলকে ঢাকায় যেতে চা’প দিতে থাকে। এ কারণে আজহারুল পরদিন ১৮ মে ঢাকায় যেতে রাজি হন। এই অ’সুস্থার মধ্যে ঢাকা যাওয়া নিয়ে আজহারুলকে তার মা কয়েকবার বা’ধাও দেন। কিন্তু আসমার পীড়াপীড়িতে শেষ পর্যন্ত ঢাকায় রওয়ানা হন আহজারুল। এসময় আসমা তার স্বামী আজহারুলকে ৫শ টাকাও দেন গাড়িভাড়া হিসেবে।

আজহারুলের চাচাতো ভাই মো. হাফিজ উদ্দিন জানান, (মঙ্গলবার) ১৮ মে আজহারুর ঢাকা যাওয়ার পর আসমা তাদের বাড়িতেই ছিলেন। পরদিন বুধবার (১৯ মে) আজহারুলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর আসমা তার বাবা আশরাফ আলীকে নিয়ে ঢাকায় চলে যান। দু’দিন পর তারা দু’জন ফিরে আসেন এবং আশরাফ আলী তার মেয়েকে শ্বশুর বাড়ি রেখে তড়িঘড়ি করে চলে যান। ২৫ মে তারা জানতে পারেন দক্ষিণখানের সরদার বাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজহারুলের ম’রদেহ উ’দ্ধার করা হয়েছে।

‘খবর পাওয়ার অ্যাম্বুলেন্সযোগে পরিবারের লোকজন ঢাকায় রওয়ানা হলে রাস্তা থেকেই র্যা ব আসমাকে গ্রে’ফতার করে নিয়ে যায়। পরে তারা জানতে পারেন এই হ’’ত্যার সঙ্গে আসমা ও ইমাম জ’ড়িত। ’

আজহারুলের ভাতিজা লিসান উদ্দিন জানান, র্যা বের মাধ্যমে জানতে পারেন আসমা মোবাইল ফোন ব্যবহার করতেন এবং মোবাইল ফোনটি আজহারুলের বাড়িতেই রয়েছে। একথা শুনে পরিবারের সবাই হ’’ত্যার পরিকল্পনা করার জন্য ব্যবহৃত মোবাইল ফোন খোঁজাখুজি করতে থাকেন। কিন্তু কোথাও না পেয়ে বাড়ির পাশের জঙ্গলে ব্যাটারি ও সিমবিহীন একটি মোবাইল ফোন পান। পরে সেটি র্যা বের কাছে জমা দেন তারা।

তিনি জানান, আসমা যে নম্বর দিয়ে ইমামের সঙ্গে কথা বলেছেন সেই সিমকার্ডটি এখনো উ’দ্ধার হয়নি। তাদের ধারণা আজহারুলকে হ’’ত্যার বি’ষয়টি নিশ্চিত হওয়ার পরপরই সিমকার্ডটি কোথাও ফে’লে দিয়েছেন আসমা আক্তার।

আজহারুলের হ’’ত্যার সঙ্গে জ’ড়িত আসমা ও মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানের ফাঁ’সির দাবি জানিয়েছেন নি’হতের পরিবার।

মঙ্গলবার রাজধানীর দক্ষিণখান সরদারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজহারুল ইসলাম (৪০) নামে এক গার্মেন্টকর্মীর ৭ টুকরো লা’শ উ’দ্ধার করে পুলিশ।

এ ঘটনায় র‌্যা’ব মসজিদের ইমাম আব্দুর রহমানকে গ্রে’ফতার করেছে। ত’দন্ত সংশ্লিষ্টরা জানান, বাসায় আসা-যাওয়ার সূত্র ধরে আজহারুলের স্ত্রীর সঙ্গে আব্দুর রহমানের ঘনিষ্ঠতা তৈরি হয়। এ বি’ষয়ে জিজ্ঞাসা করতে ২০ মে মসজিদে ইমামের কক্ষে গিয়ে খু’ন হন তিনি। পরে তার লা’শ গু’ম করতে সাত টুকরা করে সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়।

banglaekattor

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

২ সপ্তাহ ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৮ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৮ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৮ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৮ মাস ago