Categories: সারাদেশ

চুল ছিঁ’ড়ে মা’থা ফু’টো করে বু’কের ও’পর দাঁড়িয়ে লাফালাফি করেন গৃ’হকর্মীর মায়ের বান্ধবী

মায়ের বান্ধবীর বাসায় গৃ’হকর্মীর কাজ করতে গিয়ে এক বছর ধরে নি’র্যাতনের শি’কার হয়েছে শি’শু আমেনা খাতুন (১১)। সারা শ’রীরে গ’রম খু’ন্তির ছ্যাঁ’কার দাগ। ক্ষ’ত শুকিয়ে কা’লশিটে পড়ে গেছে। বু’কের ও’পরে উঠে পা দিয়ে পাড়ানো হয়েছে। শুধু তাই নয়, প্লায়ার্স দিয়ে ফু’টো করে দেয়া হয়েছে মা’থা, চুল টেনে ছিঁড়ে ফেলা হয়েছে।

অ’মানবিক নি’র্যাতনের শি’কার আমেনা এখন যশোর ২৫০ শয্যা জেনারেল হা’সপাতালে চি’কিৎসাধীন। সে সদর উপজে’লার ফতেপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের নূর ইসলাম ও আকলিমা খাতুনের মেয়ে।আমেনার যখন দুই বছর বয়স তখন তার বাবা মা’রা যান। নানা মা’রা গেছেন জন্মের আগেই। বয়স যখন সাত বছর, তখন নানি জোহরা খাতুন মা আকলিমাকে আবার বিয়ে দিয়ে দেন। ভিক্ষা করে নানি লালন-পালন করতেন আমেনাকে।

আমেনা খাতুনের মা আকলিমা জানান, গত বছর ক’রোনার আগে তার ছোটবেলার বান্ধবী শ্যামলী বৈরাগী আমেনাকে তার সঙ্গে দেয়ার জন্য অনুরোধ করেন। শ্যামলীর দুই শি’শুস’ন্তান রয়েছে। ঢাকার বাসায় থেকে আমেনা তাদের দেখাশোনা করবে। আমেনার থাকা-খাওয়া মানুষ করার দায়িত্ব তার। সরল বিশ্বাসে বান্ধবীর হাতে মেয়েকে তুলে দেন আকলিমা।

হাসপাতালের বিছানায় শুয়ে নি’র্যাতনের শি’কার শি’শু আমেনা জানায়, শ্যামলী বৈরাগী তাকে ঢাকার মহাখালীতে সাততলা স’রকারি কোয়ার্টারে নিয়ে যান। সেখানে শ্যামলী, তার স্বামী বাদল শিকদার ও শাশুড়ি লিলি থাকেন। শ্যামলীর শাশুড়ি স’রকারি হা’সপাতালের নার্স। ওই বাসায় নিয়ে যাওয়ার পর দু’মাস ভালো ছিল আমেনা। এরপর থেকেই শুরু হয় নি’র্যাতন। বাড়ির কাজের একটু এদিক-ওদিক হলেই তাকে বে’ধড়ক মা’রপিট করতেন শ্যামলী ও তার স্বামী বাদল।

আমেনা বলে, তাকে দিয়ে বাসাবাড়ির সব কাজ করানো হতো। এর আগে সে কোথাও কাজ করেনি বা শেখেনি। রুটি বানানো দিয়ে তাকে দিয়ে কাজ করানো শুরু হয়। রুটির পরিমাণ কম হলে তাকে মা’রপিট করা হতো। হাত থেকে পিরিচ পড়ে গেলে, কেন পড়লে জানতে চেয়ে মা’রধর করা হতো।
শি’শু আমেনার সারা গায়ে গরম খু’ন্তির ছ্যাঁ’কা। হাত ভে’ঙে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে হাত ম’চকে দেয়া হয়েছে। প্ল্যায়ার্স দিয়ে মাথার চুল টে’নে টে’নে উঠিয়ে দিয়েছেন শ্যামলী ও তার স্বামী। গ’লায় এবং মা’থায় আ’ঘাতের চিহ্ন।

আমেনা জানায়, রুটি বানানোর বেলন দিয়ে একবার তার পা’য়ে এমনভাবে পে’টানো হয় যে, বেলন ভে’ঙে যায়। শ্যামলীর স্বামী বাদল শিকদার তার পায়ে পাড়া দিয়েছেন, শ্যামলী বু’কের ও’পর দাঁড়িয়ে লাফালাফি করেছেন। মু’খে টে’প লাগিয়ে হ’’ত্যাচেষ্টাও করেছেন এই দম্পতি। তবে এসব অ’ত্যাচার-নি’র্যাতনের কিছুই জানতে পারেননি আমেনার মা ও নানি।

আকলিমা খাতুন জানান, ফোন করলেই শ্যামলী বৈরাগী বলতেন, আমেনা ভালো আছে। ফোনে লাউড দিয়ে কথা বলাতেন। তারা নি’র্যাতনের কিছুই জানতে পারেননি।
আমেনার নানি জোহরা খাতুন জানান, একমাস আগে তিনি আমেনাকে দেখতে ঢাকায় যান। কিন্তু বাদল তাকে বাড়ি নেননি। তার কাকা তাকে মীরপুরের বাসায় নিয়ে যান। তাকে বলা হয়, শ্যামলী-বাদল বরিশালে বেড়াতে গেছেন। আমেনাকে তাদের সঙ্গে নিয়ে গেছেন।

যশোরে ফিরে জোহরা খাতুন ফোন করে আমেনার জন্য কা’ন্নাকাটি করেন। একপর্যায়ে এক সপ্তাহ আগে আমেনাকে নিয়ে আসার জন্য তার মা আকলিমাকে ফোন করেন শ্যামলী। এরপর গত ২৩ মে তার নানি ঢাকায় গিয়ে আমেনাকে নিয়ে আসেন। এরপর ২৫ মে তাকে যশোর ২৫০ শয্যা হা’সপাতালে ভর্তি করা হয়।
অশ্রুসিক্ত কণ্ঠে আমেনার মা আকলিমা বলেন, ‘মেয়েটাকে শ্যামলীর কাছে দিয়েছিলাম ভালো থাকবে বলে। কিন্তু তার এই অবস্থা করবে ভাবতেই পারিনি। আমি আমার মেয়ে নি’র্যাতনের বি’চার চাই।’

এ ব্যাপারে বক্তব্য নিতে বাদল শিকদার ও শ্যামলী বৈরাগীর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেননি।
হাসপাতালে আমেনাকে চি’কিৎসা দেয়া যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. অজয় কুমার স’রকার জানান, তার শ’রীরে অসংখ্যা পো’ড়া বা ছ্যাঁ’কার দাগ ও নি’র্যাতনের চিহ্ন রয়েছে। অনেক ক্ষ’ত শু’কিয়ে গেছে। অনেক দিন ধরেই এই ক্ষ’তগুলো হয়েছে। তাকে যথাযথ চি’কিৎসা সেবা দেয়া হচ্ছে।

যশোরে ফেরার পর আমেনাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তিতে সহযোগিতা করা র’ক্তদাতা ও সামাজিক সেবামূলক সংগঠন ‘স্বজন সংঘের’ সাধারণ সম্পাদক সাধন কুমার দাস জানান, জোহরা খাতুন প্রথমে আমেনাকে নিয়ে গ্রাম্যডাক্তারের কাছে চিকিৎসা করাচ্ছিলেন। এমন নি’র্যাতনের খবর পেয়ে তিনি ও তার সংগঠনের যুগ্ম-সম্পাদক সঞ্জয় কুমার নন্দী তাদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। মা’মলা করার জন্য যশোর কোতোয়ালি থানায়ও যোগাযোগ করেছিলেন। কিন্তু থানা থেকে ঢাকার সংশ্লিষ্ট থানায় মা’মলার পরামর্শ দেয়া হয়েছে।

সাধন কুমার দাস বলেন, আমেনার মা ও নানি অ’সহায়-দরিদ্র মানুষ। তাদের পক্ষে ঢাকায় গিয়ে মা’মলা করা সম্ভব নয়। এজন্য তিনি মা’মলা দা’য়ের ও নি’র্যাতনকারীদের শা’স্তির জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‌অ’ভিযোগটি তিনি শুনেছেন। ভু’ক্তভোগীদের থানায় লিখিত অ’ভিযোগ দিতে বলা হয়েছে। অ’ভিযোগ পাওয়ার পর ডিএমপির সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

banglaekattor

Recent Posts

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে দিতিকন্যা লামিয়া

ঢাকাই সিনেমার প্রবাদপ্রতিমা অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তার মায়ের…

২ সপ্তাহ ago

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৮ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৮ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৮ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৮ মাস ago