প্রয়োজন নেই পেট্রোল ডিজেলের, বাজারে দেখা মিললো অত্যাধুনিক ষাঁড় ট্যাক্সির (ভিডিও)

মানুষ যত আধুনিক হচ্ছে তত বেড়ে উঠছে ফ্ল্যাট বাড়ি, আর ছেঁটে ফেলা হচ্ছে উদ্ভিদকে। ফলত পরিবেশ দূষণের মাত্রা দিনকে দিন বেড়েই চলেছে। এই পরিবেশ দূষণের একটি কারণ যেমন প্রয়োজনের অতিরিক্ত গাছ কাটা, তেমনি অ’পর একটি কারণ হলো যানবাহন।

যানবাহন চলার ক্ষেত্রে আবশ্যিক জ্বা’লানি তেলের ব্যবহার পরিবেশের দূষণ কয়েকগু’ণ বাড়িয়ে দেয়। পরিবেশ দূষণ কমাতে তাই পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত যানবাহন ও ইলেকট্রিক গাড়ির চাহিদা তু’ঙ্গে।

আর যুগের চাহিদাকে মাথায় রেখে Tesla কম পয়সার পুষ্টিকর ইলেকট্রিক গাড়ি তৈরি করেছে। তবে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা সম্প্রতি অন্য ছবি দেখালেন।

যা দেখে নেট নাগরিকদের মধ্যে যেমন তৈরি হয়েছে হাসির খোরাক, ঠিক তেমনই তারিফও করতে দেখা গিয়েছে তাদের। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা একটি ভিডিও পোস্ট করেন।

আর সেই ভিডিওর ক্যাপশনে লেখেন, “আমা’র মনে হয় না এই গাড়ির যা কম খরচ, সেই খরচায় কোন গাড়ি বের করতে পারবে Tesala বা Elon musk।” ভিডিওটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

আসলে ভিডিওটি একটি গরুর গাড়ির। তবে এই গরুর গাড়ি সেই গরুর গাড়ি নয়। এই গরুর গাড়ি একেবারে অত্যাধুনিক বলাই যেতে পারে। পঞ্চাশ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে দুটো ষাড়, পিছনে হাফ ট্যাক্সির মত একটি খোল টানছে।

যদিও ইলেকট্রিক গাড়ি আর গরুর গাড়ির মধ্যে আকাশ-পাতাল তফাৎ। আর এই ভিডিওটি নিছকই র’ঙ্গ রসিকতা করে আনন্দ মাহিন্দ্রা সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন। তবুও এই ভিডিওটি মুহূর্তের মধ্যেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।

অনেকেই এই ভিডিওটিতে মজার মজার কমেন্ট করেছেন। অনেকে লিখেছেন, “এই গাড়ি থেকে আবার শক্তি ও জ্বা’লানি ও উৎপন্ন ’হতে পারে যা আমা’দের অতি পরিচিত প্রাচীন বায়োগ্যাস।”

উল্লেখ্য বায়ু দূষণ কমাতে Tesla-ই নয় অন্যান্য সংস্থাও ইলেকট্রিক গাড়ি আনার চেষ্টা করছে। তবে Tesla যে ধরনের গাড়ি বানিয়েছে তা অন্যান্য যে কোন জ্বা’লানি গাড়ির চাইতেই উন্নত।

banglaekattor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago