Categories: সারাদেশ

হাতির পিঠে চড়ে এসে বিয়ে না করেই পালিয়ে গেল বর

হাতির পিঠে চ’ড়ে বিয়ের আসরে পৌছালেও কনেকে নিয়ে হাতির পিঠে তুলে নিজ বাড়িতে আসতে পারেননি বর। কনের বয়স আঠারোর নিচে হওয়ায় পুলিশ আসার খবরে বিয়ে বাড়ি ছেড়ে প’লা’য়ন করে সবাই। পরে হাতি নিয়ে মা’হুত ফিরে আসে সার্কাসে। ফুলবাড়ি থানা পুলিশ জানায়, বা’ল্য বিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পুলিশ যাওয়ার আগেই বর-কনে এবং বিয়ে বাড়ির সবাই স’ট’কে পড়ে। তবে স্থানীয়রা জানান, পুলিশ পৌঁছার আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙামো’ড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামে। ওই গ্রামের গরুর দালাল দুলাল মিয়ার মেয়ে আদুরী আক্তার (১৬) দশম শ্রেণির শিক্ষার্থী। বিয়ে ঠিক হয় পার্শ্ববর্তী উপজেলা নাগেশ্বরীর নেওয়াশি ইউনিয়নের কৃষক ব’দ্ধু খানের ছেলে নির্মাণশ্রমিক সম্রাটের সাথে। সম্রাট বর সেজে সার্কাসে একটি হাতি ভাড়া নিয়ে তার পিঠে চড়ে বিয়ের উদ্দেশে রওনা দেয়। এসময় হাতির পিঠে বরকে দেখে পথচারী ও গ্রামবাসী অ’বা’ক হয়।

বরকে বহনকারী হাতিটি ফুলবাড়ী সদর ইউনিয়নের খরিবাড়ী বাজারের ভেতর দিয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে কনের বাড়িতে যাওয়ার সময় উৎসুক জনতা বি’স্মি’ত হয়। এসময় অনেকে হাতির পিঠে চেপে বসা বরের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়। ঘটনাটি দ্রুত জানাজানি হয়। পরে স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারে সম্রাটের কনের বয়স ১৬ বছর। সে রাবাইটারী এসবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এলাকায় বাল্য বিয়ে হচ্ছে দেখে পুলিশে খবর দেয় তারা। এদিকে পুলিশ আশার আনাগোনায় তা’ড়াহু’ড়ো করে বিয়ে সেরে বিয়ে বাড়ি থেকে স’টকে পড়ে বর ও কনে পক্ষ।

কনের দুলাভাই হাফিজুল ইসলাম জানান, ফুলবাড়ীর বড়ভিটা কলেজ মাঠে আয়োজিত স্থানীয় একটি সার্কাসের হাতি ১৫ হাজার টাকায় ভাড়া করে তার পিঠে চড়ে বিয়ে করতে আসে সম্রাট। কনে দশম শ্রেণির ছাত্রী। মেয়ের বয়স কম হওয়ায় পুলিশ আসার খবরে সবাই বাড়ি থেকে স’ট’কে পড়ে। এসময় সে নিজেও স’রে পড়েন। স্থানীয়রা জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কাউকে না পেয়ে ফিরে যায়। এসময় তারা বিয়ে বাড়িতে ফে’লে যাওয়া খাবার ছড়িয়ে ছি’টি’য়ে থাকতে দেখেন।

প্রতিবেশি মানিক মিয়া (৪৫) ও আমিনুল ইসলাম (৪২) জানান, জীবনে এই প্রথম দেখলাম আমার এলাকায় হাতির পিঠে চড়ে বর বিয়ে করতে এসেছে। মেয়ের বয়স কম হওয়ায় বর কনেকে হাতির পিঠে চড়ে বাড়িতে নিয়ে যেতে পারলো না। পুলিশের ভ’য়ে রাতের অ’ন্ধকা’রে স’ট’কে পড়েছে তারা। ভা’ঙামো’ড় ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমান বাবু বা’ল্যবিয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতির পিঠে চরে আসা বর সম্রাটের সাথে নাবালিকা মেয়ের বিয়ে হচ্ছে এমন সংবাদে গ্রাম পুলিশকে বিয়ে বাড়ি পাঠিয়ে ঘটনার সত্যতা পাই।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো পাঠায়। তবে পুলিশ আসার খবরে বর ও কনেপক্ষ দ্রুত বিয়ের আনুষ্ঠানিকতা সেড়ে বিয়ে বাড়ি বাড়ি ত্যাগ করে। ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুর রহমান জানান, বা’ল্যবিয়ে হচ্ছে এমন সংবাদে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বিয়ের আনুষ্ঠানিকতাও দেখা যায়নি।

banglaekattor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago