Categories: খেলা

আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ১২৭ রানে আটকে গেল বাংলাদেশ

শাদাব খানের করা ইনিংসের ১১তম ওভারের চতুর্থ বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে শান মাসুদের তালু বন্দি হন সৌম্য সরকার। সৌম্যের বিদায়ের পর মাঠে আসেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। নিয়ম অনুযায়ী স্ট্রাইকে যান সাকিব।

মাঠে নেমেই শাদাবের পরের বলে সামনে এসে খেলতে গিয়েছিলেন এই অলরাউন্ডার। কিন্তু ফুললেংথের বলে বাংলাদেশ অধিনায়ককে এলবিডব্লু দিয়েছেন আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক। সেটিও বেশ খানিকটা সময় নিয়ে। সাকিব অবশ্য রিভিউ করেছিলেন সঙ্গে সঙ্গেই।

সাকিবের বুটে বল লাগার আগে আল্ট্রা এজে স্পাইক ছিল। তবে টেলিভিশন আম্পায়ার ল্যাংটন রুসেরে বলেছেন, সে স্পাইক ব্যাট মাটিতে লাগার কারণে। যে ফ্রেমে স্পাইক প্রথম দেখা গেছে, বল তখনো ব্যাটের পাশে যায়নি বলে সিদ্ধান্ত তার। ইমপ্যাক্টও ছিল ৩ মিটারের বাইরে।

আজ জিতলে সেমিফাইনাল এমন সমীকরণে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অধিনায়ক সাকিবের কাছে অনেক আশা থাকলেও সবাইকে হতাশ করে শূন্য রানে এলবিওডাব্লিউ’র ফাদে পড়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন তিনি। তবে এই সিদ্ধান্তে অসন্তুষ্ট দেখা যায় সাকিবকে। এর ফলে সৃষ্টি হয়েছে বিতর্ক। এদিকে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ। জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ১২৮ রান।

এর আগে শুরুটা দারুণ করলেও শাহিন আফ্রিদির বলে পয়েন্টে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিটন দাস। ৮ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরে শান্ত-সৌম্যের ব্যাটে ভালোই খেলতে থাকে টাইগাররা। ৪৫ বলে এই জুটি অর্ধশতক রানে পৌঁছে যায়।

কিন্তু শাদাব খানের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান সৌম্য। ১ ছক্কা ও ১ চারে ১৭ বলে ২০ রান করে আউট হন তিনি। এরপর দুর্দান্ত হাফ সেঞ্চুরি হাকান শান্ত। তবে ৪৮ বলে ৫৪ রান করে আউট হয়ে মাঠ ছাড়েন শান্ত। এরপর আর কেউ দাঁড়াতেই পারেনি।

আজ জিতলেই সেমিফাইনাল এমন সমীকরণে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। প্রথমবারের মতো এই আসরে মাঠে নেমেছেন এবাদত হোসেন, নাসুম আহমেদ। ইয়াসির আলী রাব্বী, হাসান মাহমুদ, শরীফুল বাদ পড়েছেন। দলে ঢুকেছেন সৌম্য সরকার।

banglaekattor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago