Categories: বিনোদন

সন্ধ্যায় কোনো শো পায়নি বিউটি সার্কাস’, জয়ার অসন্তোষ

গতকাল শুক্রবার একই দিনে দুটি নতুন ছবি মুক্তি পেয়েছে। দেশের ৩৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে র‍্যাবের পৃষ্ঠপোষকতায় নির্মিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’, আর ১৯টিতে সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘বিউটি সার্কাস’। বড় কোনো উৎসব ছাড়াই অনেক দিন পর একই দিনে মুক্তি পেলো বহুল প্রতীক্ষিত দুই সিনেমা। তবে স্টার সিনেপ্লেক্সে সন্ধ্যার কোনো শোতে রাখা হয়নি ‘বিউটি সার্কাস’। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সিনেমার নাম চরিত্রে অভিনয় করা নায়িকা জয়া আহসান।

জয়া আহসান বলেন, ‘মানুষ তো দিনের বেলায় ছবি দেখার সময়-সুযোগ অতোটা পায় না। অথচ সন্ধ্যেবেলায় আমাদের সেরকম কোনও শো নেই। এখানে বোধহয় ‘অন্য কোনও একটি বিষয়’ আছে! আমি বলবো একই যাত্রায় পৃথক ‘অন্যকিছু’ থাকতে পারে না। দুটো ছবি রিলিজ হয়েছে। দুটোই সমান সুযোগ পাক। দুটোই ভালো করুক- সেটা আমি চাই।’

তিনি আরো বলেন, ছবি সম্পর্কে দর্শকরা রায় দেবেন। কিন্তু দর্শকদের দেখার সুযোগটা তো আমাদের দিতে হবে। তবু স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে থ্যাংকস জানাচ্ছি, ‘অন্য কিছু’র পরেও তারা দিনের বেলায় আমাদের ছবির জন্য অনেকগুলো শো রেখেছেন।’

শুক্রবার স্টার সিনেপ্লেক্সের প্রথম শো’টি জয়া আহসান, মাহমুদ দিদার ছাড়াও সাধারণ দর্শকদের সঙ্গে বসে দেখেছেন ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত এবিএম সুমন। ছবিটি প্রথম বড় পর্দায় দেখে তিনিও প্রকাশ করেন মুগ্ধতা। জয়া আহসানের মতো তিনিও প্রকাশ করেন খানিক হতাশা। 

সুমন বলেন, ‘ছবিটি দেখে আর দর্শকদের উচ্ছ্বাসে যতটা আনন্দ পেয়েছি, ততটাই মন খারাপ হলো। কারণ, স্টার সিনেপ্লেক্সে আমাদের ছবিটি ইভনিং শো পায়নি। অথচ সিনেমা দেখার জন্য দিনের সবচেয়ে ভালো সময় সন্ধ্যা। তবে হাল ছাড়ছি না। আমার বিশ্বাস দর্শক আগ্রহে দ্রুতই সন্ধ্যার শো পাবো আমরা।’

নানা প্রতিবন্ধকতা পেরিয়ে টানা পাঁচ বছর পর শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দেশের ১৯ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘বিউটি সার্কাস’। শুটিং শুরুর পর থেকেই ছবিটি আলোচনায় থাকে এর গল্প আর চরিত্র নিয়ে। কারণ, এটাই প্রথম কোনও সিনেমা, যেটি নির্মাণ হলো সার্কাস শিল্প নিয়ে। অন্যদিকে এর প্রধান চরিত্রে রয়েছেন দুই বাংলার সেরা অভিনেত্রী জয়া আহসান।

সরকারি অনুদান নিয়ে নির্মিত ‘বিউটি সার্কাস’ সিনেমায় নাম-ভূমিকায় অভিনয় করেছেন জয়া। এই ছবির মধ্য দিয়ে দেড় বছর পর দেশের পর্দায় ফিরেছেন এই অভিনেত্রী। জয়া ছাড়াও এতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, অকাল প্রয়াত হুমায়ুন সাধু প্রমুখ।

Bangla Binodon

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago