Categories: বিনোদন

আমেরিকার ৭০ হলে ‘পরাণ’, করবে নতুন রেকর্ড!

বাংলাদেশে এই বছরে সবচেয়ে বেশি আলোচিত সিনেমা ‘পরাণ’। গত ঈদে মুক্তির পর থেকে এখন পর্যন্ত হলগুলোতে দাপটের সঙ্গে চলছে সিনেমাটি। দর্শকরা যেন মুগ্ধ হয়ে গেছে এই সিনেমা দেখে। দেশব্যাপী আলোড়ন তোলা এই সিনেমা এবার মুক্তি পাচ্ছে আমেরিকায়।

বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় আগামী ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যে প্রায় ৭০টি সিনেমা হলে দেখা যাবে ‘পরাণ’ ছবিটি। ইতোমধ্যে ৬০টি হল চূড়ান্তও হয়ে গেছে। বাকিগুলোর চেষ্টা চলছে। এরই মধ্যে অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে জানিয়েছে পরিবেশক সংস্থা। 

সিনেমাটি এ-যাবৎকালে আমেরিকায় নিয়ে আসা বাংলা সিনেমার মধ্যে সবচেয়ে ভালো ব্যবসা করবে বলে প্রত্যাশা করছেন বায়োস্কোপ ফিল্মস ইউএসএর প্রতিষ্ঠাতা ও সিইও আকতার হামিদ রাজ। তার মতে, এটি ভীষণ আলোচিত ও চমৎকার একটি সিনেমা। যুক্তরাষ্ট্রে আসার আগেই এটি দর্শকদের মধ্যে ব্যাপক চাহিদা তৈরি করেছে। এ পর্যন্ত যে ২৬টি সিনেমা এখানে এনেছেন, তার মধ্যে পরাণ সবচেয়ে ভালো ব্যবসা করবে বলে তার আশা। এর আগে দেবী সিনেমাটি সবচেয়ে বেশি ব্যবসা করেছিল। পরাণ দেবীকেও ছাড়িয়ে যাবে বলে রাজের বিশ্বাস।

তিনি বলেন,‘ পরান ছবিটি মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিরা দেখার জন্য মুখিয়ে রয়েছে। অবশেষে সবার আগ্রহে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এরই মধ্যে সিনেমাটির অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। ছবিটি নিয়ে আমরা দারুণ আশাবাদী।’

গত ঈদুল আজহায় লাইভ টেকনোলজিস প্রযোজিত রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমাটি মুক্তি পায়। টানা দুই মাস ‘পরান’ প্রেক্ষাগৃহে সফলভাবে দর্শক রেখেছিল। ছবিটি দেখতে এখনও প্রেক্ষাগৃহে ছুটছে দর্শক। এ বছরের ব্যবসাসফল ছবির তালিকায় উঠে এসেছে  সিনেমাটি।  তার ধারাবাহিকতায় ছবিটি দেশের বাইরেও মুক্তি পাচ্ছে। 

পরাণ যুক্তরাষ্ট্রের ২৫টি রাজ্যে মুক্তি পাবে। নিউইয়র্ক, নিউ জার্সি, পেন্সিলভেনিয়া, কানেটিকাট, ম্যাসাচুসেটস, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, জর্জিয়া, ফ্লোরিডা, টেক্সাস, আলাবামা, লুসিয়ানা, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, ওকলাহোমা, মিশিগান, ইলিয়ন, কলোরাডো, মিসোরি, কানসাস, ইউটাহ, অরেগন, ওয়াশিংটন, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া’র প্রেক্ষাগৃহগুলোতে ২৩ সেপ্টেম্বর থেকে দেখা যাবে ‘পরাণ’। 

ত্রিভুজ প্রেমের ‘পরাণ’ সিনেমার প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী। আরো অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ। ওয়েব ফিল্ম তৈরি করলেও ‘পরাণ’ প্রথম বাণিজ্যিক ঘরানার ছবি প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের।

Bangla Binodon

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago