Categories: বিনোদন

জয়ার প্রতি ফেরদৌসের ঈর্ষা

পাঁচ বছর ধরে মুক্তির অপেক্ষায় থাকার পর অবশেষে আসছে সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘বিউটি সার্কাস’। সিনেমাটিতে বিউটি চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার সঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। সর্বশেষ ২০১১ সালে ‘গেরিলা’ সিনেমায় দেখা গেছে এই জুটিকে। এরপর প্রায় এক যুগ পর ফের তাদের দেখা যাবে একসাথে।

দীর্ঘদিন পর একসাথে ফেরদৌস-জয়া। ফেরদৌস জানালেন, ‘দর্শকরা এবার আমাদের অন্যরকম রসায়ন দেখবে।’ জয়া আহসান সম্পর্কে ফেরদৌস বলেন, ‘জয়ার আন্তরিকতার তুলনা হয় না। সে সার্কাসের সব খেলা গভীর মনোযোগ দিয়ে শিখেছে। শুটিংয়ে সারাক্ষণ ঈর্ষা করতাম, আমি কেন বিউটি চরিত্রটি পেলাম না!’

‘বিউটি সার্কাস’ সিনেমায় মির্জা মোহাম্মদ বখতিয়ার নামের খক চরিত্রে কাজ করেছেন ফেরদৌস। এই চরিত্রের মতো প্রতাপশালী নেতিবাচক চরিত্রে আগে কখনো কাজ করেননি বলে জানান তিনি। আগামীতে আর এমন চরিত্রে কাজ করবেন না বলে জানিয়েছেন এই চিত্রনায়ক। এটাই প্রথম, এটাই শেষ!

গতকাল (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে ‘বিউটি সার্কাস’-এর মিট দ্য প্রেস অনুষ্ঠানে ফেরদৌস বলেন, ‘সবসময় ইতিবাচক চরিত্রে বড় পর্দায় আসতে ভালো লাগে আমার। তবে পরিচালক মাহমুদ দিদার আমাকে ভালোভাবে বোঝাতে পেরেছে। শুটিং স্পটে যাওয়ার আগ পর্যন্ত মনে হচ্ছিল এমন চরিত্রে কাজ করা আমার উচিত নয়। তবে লোকেশনে পা রাখার পর মন বলছিলো কাজটি করা দরকার। শেষশেষ আনন্দের সঙ্গে কাজটি করেছি।’

ফেরদৌস যোগ করেন, ‘সার্কাস কিংবা যাত্রার মেয়েদের খুব সহজলভ্য মনে করা হয়। কিন্তু বিউটি এমন একটি চরিত্র যাকে দেখলে ধারণা পাওয়া যায়, এই মেয়েদেরও দৃঢ় ব্যক্তিত্ব থাকতে পারে। গল্পে মির্জা বখতিয়ার শত চেষ্টা করেও বিউটিকে হাতে আনতে পারে না তার বলিষ্ঠ মনোভাবের কারণে। এটা আমার কাছে ভালো লেগেছে। একজন নারীর মূল্যবোধ খুব সুন্দরভাবে চিত্রিত হয়েছে এই সিনেমায়।’

‘বিউটি সার্কাস’ সিনেমায় রংলাল চরিত্রে অভিনয় করা এবিএম সুমনের কাজের প্রতি আন্তরিকতা ও ত্যাগের ভূয়সী প্রশংসা করেন ফেরদৌস। সিনেমাটিতে অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদের সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন বলে জানান তিনি। এছাড়া ছিলেন একদল সার্কাস শিল্পী।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে আরও ছিলেন ‘বিউটি সার্কাস’-এর সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি, নির্মাতা মাহমুদ দিদার। সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাহমুদ দিদার নিজেই। এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, প্রয়াত এসএম মহসীন, হুমায়ুন সাধুসহ অনেকে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ‘বিউটি সার্কাস’ ছবির শুটিং। ২০০ জন নির্মাণসঙ্গী নিয়ে প্রায় ২ হাজার গ্রামবাসীর অংশগ্রহণে চিত্রধারণের কাজ করেন নির্মাতা। এর জন্য নির্মাতা বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্য মেলার আয়োজন করেন। সিনেমাটি সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র হলেও অর্থ–সংকটের কারণে ছবির কাজ শুরু করতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে নির্মাতাকে। অবশেষে সব সংকট কাটিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।

banglaekattor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago