Categories: বিনোদন

নায়িকা মিমের অনুরোধে রাজশাহীতে ‘পরাণ’ দিয়েই সিনেমা হল চালু

বিভাগীয় শহর হলেও রাজশাহীতে নেই কোনো সিনেমা হল। একসময় শতাধিক সিনেমা হল থাকলেও, বন্ধ হয়ে গেছে সবগুলো। শেষ সিনেমা হলটিও বন্ধ হয়ে যায় পাঁচ বছর আগে। তবে বৃহস্পতিবার শহরের কাজীহাটা এলাকায় হোটেল গ্র্যান্ড রিভারভিউয়ে ‘পদ্মা’ সিনেমা হল চালু হচ্ছে।

হোটেলের ব্যবস্থাপনা পরিচালক ইসফা খাইরুল জানান, দুটি সিনেপ্লেক্স একসঙ্গে আগামী বছরের শুরুতে উদ্বোধন করার কথা ছিল। কিন্তু বিশেষ কয়েকজন মানুষের অনুরোধে একটি হল আগেই শুরু করলেন তিনি।

ইসফা খাইরুল বলেন, ‘ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম ও আরেক শিল্পী মামুন অপু দুজনই রাজশাহীর মানুষ। তাঁরা বারবার আমাকে এখানে ছবিটি চালানোর অনুরোধ করে আসছিলেন। তাদের অনুরোধে সিনেমা হল দ্রুত চালু হচ্ছে।

২৩০ আসনের এ হলে ‘পরাণ’ সিনেমা দিয়ে প্রদর্শনী শুরু হবে বলে জানিয়েছে সিনেমা হল কর্তৃপক্ষ। বুধবার রাতে ছবিটির বিশেষ প্রদর্শনী হয়। জানা গেছে, হোটেলের ১১ তলায় দুটি সিনেপ্লেক্স করা হয়েছে। মাস তিনেক পর এখানে প্রদর্শনী শুরু হবে। ।

হোটেল পরিচালক বলেন, যখন জানতে পারলাম ‘পরাণ’ ছবিটি খুব আলোচিত হয়েছে, এখনো ভালো চলছে। মিম ও অপু ছাড়াও শহরের নানা জায়গা থেকে ছবিটি চালানোর জন্য অনুরোধ আসতে থাকে। শেষ পর্যন্ত পদ্মা হল দিয়েই সিনেমাটি চালানোর সিদ্ধান্ত নিয়েছি।’

প্রথম দিন সিনেমার তিনটি শো হবে। আগাম টিকিটও বিক্রি শুরু হয়েছে। টিকিট বিক্রিতে ভালো সাড়া পাওয়ার কথা জানিয়ে হলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘সিনেমার প্রদর্শনী শুরুর খবরে চারদিকে বেশ সাড়া পাচ্ছি। অনেকে আগাম টিকিট সংগ্রহ করছেন, অনেকে খোঁজখবর নিতে ফোনও দিচ্ছেন। মনে হচ্ছে, ভালোই হবে। তা ছাড়া অনেক দিন পর রাজশাহী শহরের সিনেমাপ্রেমী দর্শকেরা সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন, এটাও একটা ভালো লাগা।’

‘পরাণ’ সিনেমার পরিবেশক জাহিদ হাসান বলেন, ‘রাজশাহী শহরে ‘পরাণ’ দেখার জন্য অনেকেই আগ্রহী বলে জেনেছি। গ্র্যান্ড রিভারভিউ হোটেলে মালিক ছবিটি প্রদর্শনের জন্য আগ্রহ দেখান। পরে মঙ্গলবার সেখানে গিয়ে তাঁদের হলটি দেখেছি। দেখলাম, একই ভবনের ওপরে আরও দুটি হলের নির্মাণকাজ চলছে। পরে সেখানে ছবিটি প্রদর্শনের জন্য তাঁদের সঙ্গে চুক্তি করে এসেছি।’

২০১৮ সালের অক্টোবর মাসে রাজশাহী মহানগরীর একমাত্র ও সর্বশেষ সিনেমা হল ‘উপহার’ বন্ধ হয়ে যায়। হলটিতে শেষ প্রদর্শিত ছবি ছিল শাকিব খান, নুসরাত ফারিয়া ও সায়ন্তিকা অভিনীত ‘নাকাব’। নগরীর অদূরেই নওহাটায় ‘বাবুল সিনেমা হল’ ছিলো। সেটিও বন্ধ হয়ে যায় দুই বছর আগে।

Bangla Binodon

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago