Categories: বিনোদন

একই মাসে তিনটি আন্তর্জাতিক পুরস্কার জিতলো নুহাশের ‘মশারি’

নুহাশ হুমায়ূন পরিচালিত হরর ঘরানার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’আন্তর্জাতিক মহলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। এই ‘মশারি’ একের পর এক করে তিনটি আন্তর্জাতিক পুরষ্কার জিতে নিয়েছে। অস্কার কোয়ালিফাইং চলচ্চিত্র উৎসব হলিশর্টস ফিল্ম ফেস্টিভ্যালে মশারি হরর ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতেছে। এছাড়াও ‘মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ সেরা শর্ট ফিকশন বিভাগে পুরস্কার ও ‘জুরিস চয়েস অ্যাওয়ার্ড’ জিতেছে মশারি।

এই সুখবর পরিচালক নিজের তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন। পুরস্কার হাতে ছবি নিয়ে করা স্ট্যাটাসের ক্যাপশনে তিনি লেখেন, ‘অস্কার কোয়ালিফাইং চলচ্চিত্র উৎসব হলিশর্টস ফিল্ম ফেস্টিভ্যালে মশারি হরর ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতেছে। পুরো প্রতিযোগিতায় শ্রেষ্ঠ আট চলচ্চিত্রে স্থান করে নিয়েছে।’

এক দিন পেরোতে না পেরোতেই কয়েক কয়েক ঘন্টার ব্যবধানে ফের সুখবর দিয়ে জানান, ‘এটা সত্যি চমত্কার! মশারি অস্কার কোয়ালিফাইং চলচ্চিত্র উৎসব “মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে” সেরা শর্ট ফিকশন ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে। এ মাসে তিনটি পৃথক পুরস্কার গ্রহণের জন্য মশারির টিমকে তিন ভাগে বিভক্ত হয়ে লস অ্যাঞ্জেলেস, অস্ট্রেলিয়া আর কানাডায় যেতে হয়েছে। ধন্যবাদ মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল।’
‘মশারি’ নিয়ে এই নির্মাতা বলেছিলেন, ‘এটা এখনো ফেস্টিভ্যালে আছে, তাই সময় লাগবে। নিয়মানুযায়ী ফেস্টিভ্যাল চলাকালে রিলিজ দেয়া যাবে না। তবে এটা বলতে পারি, মশারি আমি কোনো পেইড মাধ্যমে দেব না। মশারি যখন আসবে সবার জন্য ফ্রি থাকবে, যাতে সবাই দেখতে পারে।’

চলতি বছরের গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার বুুচান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘জুরিস চয়েস অ্যাওয়ার্ড’ জিতেছে নুহাশের এ শর্টফিল্ম। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঘরানার চলচ্চিত্র উৎসব বলে বিবেচনা করা হয় এ আয়োজনকে। মশারির টিম নিয়ে সেবার দক্ষিণ কোরিয়ায় পুরস্কার নিতে গিয়েছিলেন নুহাশ হুমায়ূন।

তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন পর্দার আড়ালে কাজ করছেন কয়েক বছর ধরেই। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, অ্যান্থলজি সিরিজ, নাটক কিংবা বিজ্ঞাপনচিত্র সব কাজেই স্বতন্ত্র ছাপ রাখছেন তিনি। ভিন্নধর্মী গল্প নিয়ে ভিন্নভাবে দর্শকের কাছে উপস্থাপন করে জনপ্রিয়তা পেয়েছেন নুহাশ।

‘মশারি’ দেশে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক মহলে ব্যাপক সাড়া পেয়েছে। দুই বোনের গল্প মশারি মূলত একটি ভৌতিক স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এতে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও নাইরা অনোরা সাইফ।

সাব এডিটর

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago