Categories: খেলা

‘সাকিব তরুণদের বার্তা দিচ্ছেন, চান্স পেলে দেশ বেচে দাও’-ব্যারিস্টার সুমন

বেটিং বিষয়ক অনলাইন পোর্টাল বেটউইনারের সঙ্গে চুক্তি নিয়ে সরগরম দেশের খেলার মাঠ। দিন কয়েক আগে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন সাকিব। ওই প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হন তিনি। এ খবর ফেসবুকে নিজেই জানিয়েছিলেন সাকিব। কিন্তু বিতর্কটা শুরু হয় মূলত অন্য কারণে। কারণ বেটউইনার নিউজ হচ্ছে বেটউইনার ডট কমের অঙ্গপ্রতিষ্ঠান, যা অনলাইনে জুয়া খেলার একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

গুঞ্জন আছে, বেটউইনার নিউজের সঙ্গে প্রায় ১০ কোটি টাকায় চুক্তি করেছিলেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন ওই চুক্তি বাতিল না করলে সাকিবকে দল থেকে বাদ দেয়ার হুঁশিয়ারি দেন।

এদিকে বেটউইনারের সঙ্গে সাকিবের চুক্তির বিষয়ে শুক্রবার ফেসবুক লাইভে এসে কথা বলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেন, আজ শুক্রবার। সকালে উঠেই ফেসবুক সয়লাব। কেউ কী একটু খবর দেবেন যে আমাদের যিনি কৃতি ক্রিকেটার সাকিব আল হাসানকে ৩ লাখ টাকা দিতে চাই। আমার কাছে ৩ লাখ টাকা আছে পারিবারিক খরচের জন্য। আমার কাছে মনে হয়েছে যে, সাকিব আল হাসানকে ৩ লাখ টাকা দিলে তাও যদি তার যে টাকা ইনকামের ভেতর থেকে ক্রাশ, কীভাবে টাকা ইনকাম করবে সেটা যদি কিছুটা কমে।

ব্যারিস্টার সুমন বলেন, আমি জানি না আপনারা জানেন কিনা সাকিব আল হাসান কিছুদিন আগে জুয়া কোম্পানির সঙ্গে বা জুয়া খেলার তথ্য গোপনের কারণে এক বছর তিনি ক্রিকেট থেকে বহিষ্কার ছিলেন। অর্থাৎ এক বছর ক্রিকেট খেলতে পারেন নাই। আবার আরেকটা জুয়াড়ি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হওয়ার কারণে বিসিবি, আমাদের ক্রিকেট বোর্ড, তারা বলছে, হয় আপনি ক্রিকেট খেলবেন বাংলাদেশের হয়ে না হলে জুয়াতে যাবেন। তাই তিনি বাধ্য হয়ে গতকাল (বৃহস্পতিবার) ক্যানসেল করছেন।

এসময় তিনি প্রশ্ন রেখে বলেন, দায়িত্ব কি সব রাজনীতিবিদের? সব দায়িত্ব কি শেখ হাসিনার বা প্রধানমন্ত্রীর? সব দোষাদোষী তো আমরা বিভিন্নভাবেই করি প্রধানমন্ত্রীকে। ফেসবুকে সাকিব আল হাসানের দেড় কোটি ফলোয়ার আছেন। সব ইয়াং, তরুণ ফলোয়ার। তার যে কর্মকাণ্ড, মানুষজন পরিষ্কার বলে, সাকিব নিজের জন্য খেলে, দেশের জন্য খেলে না। সাকিব আল হাসান টাকার বিষয়ে কোনো কম্প্রমাইজ করে না।

ব্যারিস্টার সুমন আরও বলেন, এই যে একজন ক্রিকেটের সেলিব্রেটি তিনি কী কী সিগন্যাল দিয়ে যাচ্ছেন বাংলাদেশের মানুষকে। সে সিগন্যাল দিয়ে যাচ্ছে দেশের তরুণদেরকে, যেভাবে পারো বাংলাদেশ থেকে তুমি টাকা-পয়সা ইনকাম করে বিদেশ চলে যাও। যেভাবে পারো তুমি বাংলাদেশের মাটি বাতাস ব্যবহার করে তুমি সেলিব্রেটি হও, হওয়ার পর বাংলাদেশের চিন্তা বাদ দাও বা কোনোভাবে যদি কোনো যোগ্যতা অর্জন কর, তাহলে আমরা যেটাকে বলি ব্রেন ড্রেইন, অর্থাৎ আমাদের সব কোয়ালিফায়েড লোকগুলো বিদেশ চলে যাচ্ছে। সাকিব তরুণদের এটা বলতেছে জুয়া হোক যেভাবে হোক, চান্স পেলে দেশ বেচে দাও। জুয়ার মাধ্যমে দেশ বেচে দাও। তারপরও তুমি তোমার বউ-বাচ্চা নিয়ে আরামে থাকো।

উল্লেখ্য,অনলাইন বেটিং সাইট বেটউইনারের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করেছেন সাকিব আল হাসান। এই তথ্য নিজেই জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।এর আগে বৃহস্পতিবার বিকালে বেটউইনারের সঙ্গে সাকিবের চুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন বিসিবি সভাপতি। তিনি সাফ জানিয়ে দেন, চুক্তি থেকে সরে না এলে এই অলরাউন্ডারের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক পুরোপুরি চুকে যাবে।

banglaekattor

Recent Posts

আমরা দেখলাম, কীভাবে একজন ন’টীর জন্ম হয় : বন্যা মির্জা

নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ…

৭ মাস ago

প্রকাশ্যে এলো রাজ-বুবলীর ‘গোপন’ রহস্য

বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল,…

৭ মাস ago

পরীমণি এত টাকা কোথায় পান, জানালেন নিজেই

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই…

৭ মাস ago

‘খেলা হবে’র পর নতুন সূচনা পরীমণির

মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন।…

৭ মাস ago

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে…

৭ মাস ago

আল্লাহ বাঁচাইছে: পরীমণি

মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। সেখানে শুক্রবার (২৯…

৭ মাস ago